নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি মা’কে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯





মা যেন মোর

খেলার সাথী,

আঁধার ঘরে

তারার বাতি।



মা যেন মোর

স্নেহের ছায়া,

বুকে যে তার

অসীম মায়া।



মা যেন মোর

পথের দিশা,

অশেষ অসীম

প্রেমের নেশা।



মা যেন মোর

চাঁদের হাসি,

মনে প্রাণে মা’কে

খুবই ভালবাসি।

মন্তব্য ৩৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন: ৩য় ++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ হিমু।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মা কে খুব মিস করতেছি ...... কথা বলতেও ভাল লাগেনা, কান্না আসে। :(( :(( :((

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিতো সেই ১৯৯৮ এর পর থেকে মিস করছি, জানি আর দেখা হবেনা মায়ের সাথে। :((

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

মায়ের জন্য আমার বুকে নীরব রক্ত ক্ষরণ । +++++++++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

জাকারিয়া মুবিন বলেছেন:
এই কথার কোন সান্তনা হয়না, তাই বৃথা চেষ্টা করলাম না। ভাল থাকবেন।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক ভাল লাগা :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক অনেক ধন‍্যবাদ।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার। ভালো লাগা রইল+++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ। :)

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

shfikul বলেছেন: +++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ শফিকুল ভাই।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

তারছেড়া লিমন বলেছেন: মা যেন মোর
চাঁদের হাসি,
মনে প্রাণে মা’কে
খুবই ভালবাসি।

মা কে খুব মিস করছি...........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

জাকারিয়া মুবিন বলেছেন:
মাকে খু্বই মিস করছি, সবসময় করি। :(

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

মাক্স বলেছেন: ৯ম ভালোলাগা!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ মাক্স।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

বনলতা মুনিয়া বলেছেন: ++++++++++

:) :) :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ, অনেক ভাল থেকো আপু।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

স্বদেশ হাসনাইন বলেছেন: মা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন:


মা কথাটি ছোট্ট অতি
কিন্তু যেনো ভাই,
মায়ের মত আপন কেহ
এই ধরাতে নাই।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার ! +

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ চেয়ারম্যান ভাই।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ বনলতা।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

কালা মনের ধলা মানুষ বলেছেন: মা'য়ের প্রতি খুব সুন্দর একটা ট্রিবিউট !! চমৎকার কথামালা, আর উপচানো আবেগ। ভাল লাগ্লো।

আমি কবিতা ভাল বুঝিনা, ছন্দও না, তারপরেও একটু ভাব ধরি। - কবিতার শেষ প্যারায় ছন্দ টা একটু ভারসাম্য হারিয়েছে বলে মনে হোল !!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

জাকারিয়া মুবিন বলেছেন:
ধইন‍্যা দোস্ত।

একেবারে ঠিক ধরেছিস। লাস্ট প‍্যারায় গিট্টু লাইগা গেসে।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

সায়েম মুন বলেছেন: মা!
সুন্দর!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: +++++++++++++++++++ :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।




১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

একজন আরমান বলেছেন:
মায়ের জন্য ভালোবাসা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ভালবাসা মায়ের জন‍্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.