![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
নীল আকাশে ওড়াই ঘুড়ি
নীল সাগরের ঢেউ গুনি,
নীল নয়নার চোখের তারায়
যায় হারিয়ে ফাল্গুনি।
নীল চাদরে, নীল বালিশে
ঘুম আসেনা নীল চোখে,
নীলা, নীলু, নীলাঞ্জনা
রাত্রি জাগো কার শোকে?
নীল হৃদয়ের সবটা জুড়ে
নীল কষ্টেরা জাল বোনে,
নীল ধ্রুবতারা দুঃখতাপে
যায় পালিয়ে কোনখানে?
নীলাম্বরী নীল শাড়িতে
জড়ায় দেহ, জুড়ায় চোখ,
সুনীল সাগর লুকিয়ে রাখে
জামার নিচে ছিন্ন বুক।
নীল গোলাপের নীল পাপড়ি
অপরাজিতার নীল দেহ,
নীল রজনীর কালচে নিলে
কিসের নেশা? কোন মোহ?
নীল পৃথিবীর নীলে নীলে
নীল কষ্ট, নীল ব্যথা,
নীলার বুকে মাথা রেখে
যায় ফুরিয়ে সব কথা।
নীল কলমের নীল কালিতে
কবিতা লিখে এক কবি,
নীল চশমায় ঢাকলে দু’চোখ
এই ভুবনে নীল সবই।
উৎসর্গঃ নীল-দর্পণ
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ হিমু।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
shfikul বলেছেন: ছড়াটা সুন্দর।যদি স্বরবৃত্তে হয়ে থাকে তাহলে মাত্রায় কিছু ভুল আছে মনে হলো।শুভ কামনা জানবেন।+
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ শফিকুল ভাই। মাত্রার ব্যাপারে আরও সতর্ক হবো সামনে ইনশাআল্লাহ।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
আশিক মাসুম বলেছেন: ওরে নীলরে মাইরা ফালাইছে
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
জাকারিয়া মুবিন বলেছেন: কে মারলো? কারে মারলো ভাই? ভুই পাইসি।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
প্রিয়তমেষূ বলেছেন: নীল রং ছিলো তার ভীষন প্রিয় তাই, সব কিছু নিলিয়ে দিলো.......
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
জাকারিয়া মুবিন বলেছেন:
সুন্দর বলেছেন।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
মাক্স বলেছেন: ছড়ার ছড়াছড়ি ভাল্লাগলো!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
জাকারিয়া মুবিন বলেছেন:
ধইন্যা মাক্স।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: নীল নীল কবিতা পাঠে হয়ে গেছি নীলকন্ঠী !
ভালোলাগা নিরন্তর...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
জাকারিয়া মুবিন বলেছেন:
একেবারে নীলকন্ঠী হয়া গেলেন!!
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
নীল-দর্পণ বলেছেন: নীলে নীলে নীলময় কবিতা, নীলের মতই ভাল লাগল
লেখার বিষয়বস্তর শ্যাষ লাইন উড্রো করেন। নইলে কইলাম পোলা তুইল্লা.....
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
জাকারিয়া মুবিন বলেছেন:
উহ!! আমার পোলার দাম নাই! কালা মাইয়ার কাসে বিয়া দিমু না।
জিহ্বা কিন্তু আমারও আছে।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
সায়েম মুন বলেছেন: বাহ!
উৎসর্গপত্র দেখে ভাল লাগলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
জাকারিয়া মুবিন বলেছেন:
আত্মীয় বাড়াচ্ছি ভাই।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেকে বলে নীল রং বেদনার রং কিন্তু আমার কাছে মনে হয় যেন ভালোবাসার স্বরূপ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
জাকারিয়া মুবিন বলেছেন:
আমার কাছেও তাই মনে হয়। ধন্যবাদ ভাই।
১০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:১১
তারছেড়া লিমন বলেছেন: নীল রঙ ছিল আমার প্রিয় তুমি সেই রঙএ রাঙ্গিয়ে দিও...
০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:২০
জাকারিয়া মুবিন বলেছেন:
হুম। আপনার লাইন দুইটাও অনেক ভাল হইসে।
১১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫০
তারছেড়া লিমন বলেছেন: ভাইএইটা ধার করা...........
০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৯
জাকারিয়া মুবিন বলেছেন:
আমার কাছে অপরিচিত লাইন ছিল।
১২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:০৮
হাসান মুহিব বলেছেন: এ বাই, এরাম নীল ফিল কইএরচেন কেনে??
০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:৫২
জাকারিয়া মুবিন বলেছেন:
না, আপনার মত কোন নীলার কথা মনে পড়েনাই। এমনি এমনি নীল ব্যাপারটা মাথার মধ্যে ঘোরাফেরা করছিল, তাই এই লেখা।
১৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:১৩
হাসান মুহিব বলেছেন: নিলা তুমি কি চাও না
হারাতে ঐ নিলীমায়
যেখানে দুটি মন এক
হয়ে ছবির মত জেগে রয়
নিলা তুমি কি জানো না
আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম
মিলে মিশে এক হয়
০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:১৮
জাকারিয়া মুবিন বলেছেন:
আমার চরম প্রিয় একটা গান, নস্টালজিক বানাইয়া দিলেন ভাই।
"তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালবাসার স্মৃতিগুলো
তোমাকেই শুধু চায়,,,
কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোঁয়ায়
তোমাকে কাছে চায়,,,
ঐ সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারি আশায়,,,,,,,,
নীলা তুমি কি চাও না
হারাতে ঐ নিলীমায়
যেখানে দুটি মন এক হয়ে
ছবির মত জেগে রয়,,,
নীলা তুমি কি জানো না
আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম
মিলে মিশে এক হয়।।
ফুলের মত
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালবেসে
আরো কাছে পেতে চাই,,,
দূরন্ত প্রেম
ঝর্ণা ধারারই মত
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়,,,
ঐ সুদূর ......।।
১৪| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
আশিক মাসুম বলেছেন: নীল মানে বিষ, আপনে মারছেন ।
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
জাকারিয়া মুবিন বলেছেন:
তাই নাকি!!
১৫| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
তারছেড়া লিমন বলেছেন: ফসিলস্ ব্যান্ডের গান .......
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
জাকারিয়া মুবিন বলেছেন:
ডাউনলোড লিংক আছে নাকি ভাই?!
১৬| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
শের শায়রী বলেছেন: জাকারিয়া ভাই বেশ লিখছেন তো কবিতাটি। ভাল লাগা জানিয়ে গেলাম।
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ভাই।
দেশে আসবেন কবে?
১৭| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
বনলতা মুনিয়া বলেছেন: নীল পৃথিবীর নীলে নীলে
নীল কষ্ট, নীল ব্যথা,
নীলার বুকে মাথা রেখে
যায় ফুরিয়ে সব কথা
++++++++++++
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
জাকারিয়া মুবিন বলেছেন:
নীল কলমের নীল কালিতে
কবিতা লিখে এক কবি,
নীল চশমায় ঢাকলে দুচোখ
এই ভুবনে নীল সবই।
ধন্যবাদ আপুনি।
১৮| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
গ্রাম্যবালিকা বলেছেন: নেন বিয়ের গিফট।
খাঁটি হিরে এবং নীল রঙের। আমি কিপ্টে না।
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
জাকারিয়া মুবিন বলেছেন:
বাহ! বাহ! ফডুক দেইখাই বিরাট খুশি হইসি। অন্নেক ধন্যবাদ বইনা।
১৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:১৪
তারছেড়া লিমন বলেছেন: Neel Rong chilo bhishon priyo...Rupam Islam (Fossils)..
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
জাকারিয়া মুবিন বলেছেন:
অক্ষন নামাইতাসি। অনেক ধন্যবাদ ভ্রাতা।
২০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯
আহমাদ জাদীদ বলেছেন: আপনি কি নীল দলের নাকি?
যাই হোক, নীল আমার প্রিয় রঙ. + + +
১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫
জাকারিয়া মুবিন বলেছেন:
না ভাই, আমি লাল দলের।
বিপদজনক দল, হা হা হা।
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৩
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।নীলে পরিপূর্ণ
+++
১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ, রুদ্র জাহেদ
২২| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৬ শে মে, ২০১৭ রাত ১২:৪৭
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
নিয়েল ( হিমু ) বলেছেন: নীলের ছড়া ছড়ি
ভাল্লাগল