নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

"চাঁদের মধু" বিবাহবার্ষিকী স্পেশাল পোস্ট

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১২







আজ আমার ৬ষ্ঠ বিবাহ বার্ষিকী। প্রেমের প্রথমদিকে আমরা একজন আরেকজনকে লুতুপুতু টাইপ নামে পেয়ারসে ডাকতাম। আমার নাম ছিল চাঁদ (মুবিন=মুন=চাঁদ)। আর "ওর" নাম ছিল মধু (ওর চেহারাটা খু্বই মিষ্টি লাগতো আমার কাছে, মধুর মত মিষ্টি)।



তো সেই প্রেমআমলে বিরহ আসে, বিয়ে হবে কি হবেনা এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়, বেরিয়ে আসে কিছু ভিলেন চেহারা। সেই সময়ে আমার পাশে শক্ত খুঁটির মত দাঁড়িয়েছিল "ও"। তখনকার একটি কবিতা আজ আমার স্ত্রীকে উৎসর্গ করলাম।



ছয় বছরের বিবাহিত জীবনে অনেক বাধা, বিপত্তি, ঝগড়া, মন কষাকষি, অনেক কিছু হয়েছে। কিন্তু তারপরেও ভাললাগে যখন আজও বিবাহবার্ষিকী এলে ও আমাকে উইশ করে, গিফট দেয়, আর জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ।



আই লাভ ইউ মধু...







চাঁদের মধু





চাঁদের বুকে অনেক ব্যথা,

দুঃখ সারি সারি,

বুকের পাথর পুড়তে পুড়তে “কয়লা-কালো”,

অনেক শোকের জ্বালায় জ্বলে,

মরূদ্যান আজ মরু ধু-ধু ।

সেই মরুতে ফোঁটায় ফোঁটায় ভালোবাসা দিচ্ছে কেরে ?

চাঁদের মধু, চাঁদের মধু ।



আপন বলতে আজকে চাঁদের

কোথাও কেউ নেই,

সবাই এখন ব্যস্ত কেবল কলঙ্ক দিতে চাঁদকে,

ভালোবাসা দিচ্ছে না কেউ,

ঘৃণা দিতে চাইছে শুধু ।

তারপরেও চাঁদ তাকিয়ে কার আশাতে, জানিস নাকি ?

চাঁদের মধু, চাঁদের মধু ।



চাঁদের বুড়ি ভীষণ পাজি,

চাঁদকে জ্বালায় মুখাগ্নিতে,

যন্ত্রণাতে চাঁদের বুকে কঠিন আঘাত, ক্ষত,

সেই আঘাতে প্রলেপ দেবে

কোন সে বধু ?

বধু হয়ে আসবে কি সে ?

লজ্জা ভুলে আসছে কে রে ?

চাঁদের মধু, চাঁদের মধু।









উৎসর্গ: আমার বধু, মধুকে।

মন্তব্য ৬৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩১

আব্দুল্লাহ নাটোর বলেছেন: ছয় বছরের বিবাহিত জীবনে অনেক বাধা, বিপত্তি, ঝগড়া, মন কষাকষি, অনেক কিছু হয়েছে। কিন্তু তারপরেও ভাললাগে যখন আজও বিবাহবার্ষিকী এলে ও আমাকে উইশ করে, গিফট দেয়, আর জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ। [/sb

ভালো লাগলো ।


সুখে থাকুন আপনার............... আম-জনতার পক্ষ থেকে এই দম্পতির জন্য রইল অনেক অনেক শুভকামনা

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২২

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ আব্দুল্লাহ ভাই।

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

মাক্স বলেছেন: শুভকামনা রইল ভাইজান!!!!

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২২

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ মাক্স।

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক শুভ কামনা রইল।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৩

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ কান্ডারী ভাই।

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪১

তারছেড়া লিমন বলেছেন: ভাই , ভাবীকে এইটা শুনিয়েছেন তো????

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৫

জাকারিয়া মুবিন বলেছেন:
আবার জিগায়!! ;) ;) :)

৫| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০৪

শ্রাবণ জল বলেছেন: অনেক শোকের জ্বালায় জ্বলে,
মরূদ্যান আজ মরু ধু-ধু ।
সেই মরুতে ফোঁটায় ফোঁটায় ভালোবাসা দিচ্ছে কেরে ?
চাঁদের মধু, চাঁদের মধু ।



শুভেচ্ছা।
সুখে থাকুন।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৭

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক বড় দোয়া করেছেন আপু। অনেক ধন‍্যবাদ।

আপনার শরীর এখন কেমন?

৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২২

প্রিয়তমেষূ বলেছেন: অনেক শুভ কামনা রইলো।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন‍্যবাদ আপু।

৭| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: শুভকামনা ভাইয়া।

মুন নাম পছন্দ হৈছে, ভাবীর দেখি অনেক ক্রিয়েটিভিটি! :)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১১

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক মানে প্রচুর ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটির জ্বালায় রাইতের ঘুম হারাম হয়া গেসে। ;) ;)

৮| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

ঘুড্ডির-পাইলট বলেছেন:
বিবাহ বার্ষিকিতে অনেক অনেক শুভেচ্ছা :)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন‍্যবাদ পাইলট ভাই।

৯| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪

কালীদাস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~
শুভেচ্ছা রাশি রাশি :D

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

জাকারিয়া মুবিন বলেছেন:
হাসেন ক‍্যা মিয়াভাই?

আপনেরে ধইন‍্যা রাশি রাশি।

১০| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

নিয়েল ( হিমু ) বলেছেন: "চাঁদের বুড়ি ভিষণ পাজি" । ভাবিতো মনে হয় আজকে বাইরে দার করায়া রাখবে "পাজি" বলার পানিশমেন্ট :P
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানবেন ।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

জাকারিয়া মুবিন বলেছেন:
বুঝতে ভুল হইসে ভাই। চাঁদের বুড়ি তো আরেকজন।



শুভেচ্ছার জন‍্য অনেক ধন‍্যবাদ।

১১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: তোর ৬ ষ্ঠ বিবাহ বার্ষীকী ??? কস্কি মমিন ?? থুক্কু, মবিন??

আর আমি ওখনো বিয়াই কর্তে ফার্লাম না !! আহারে !!


যাউগগা, তোদের জন্য রইল ব্যাপক শুভেচ্ছা।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন:
কি যাতনা বিষে,
বুঝিবে সে কিসে?
কভু আশিবিষে
দংশেনি যারে। ;) ;)

এতদিন যেহেতু করসনাই, আর করিসনা মামা। :) :)

১২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬

মামুন রশিদ বলেছেন: দারুন ব্যাপার ।





অর্ধ যুগ পূর্তির শুভেচ্ছা !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন:
তাইতো, আপনি বলার পর খেয়াল হইল যে অর্ধযুগ পার কইরা ফালাইসি। হায় হায় করসি কি!!!


ধন‍্যবাদ মামুন ভাই।

১৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক শুভকামনা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৭

জাকারিয়া মুবিন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন‍্যবাদ।

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১০

শের শায়রী বলেছেন: আমৃত্যু যেন এইভাবে দুজনে একসাথে থাকুন এই কামনায়...............।ভাবীকে সালাম জানাবেন। ভাল থাকুন। আনন্দ আনন্দ।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৮

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ শোভন ভাই।

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

নীল-দর্পণ বলেছেন: ওর চেহারাটা খু্বই মিষ্টি লাগতো আমার কাছে, মধুর মত মিষ্টি)। মিষ্টি লাগতো মানে কি এখন বাজারের ফর্দের মতন লাগে বুঝি....দারান বেয়াইনরে জানাইতেসি.... ;)

চাঁদের মধু দেখেছে নাকি এই পোষ্ট?

অনেক অনেক অননে শুভেচ্ছা ও শুভকামনা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১০

জাকারিয়া মুবিন বলেছেন:
এখনও মিষ্টিই লাগে, কিন্তু ঝগড়া লাগলে চিরতার মত লাগেরে ভইন।

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


অনেক অনেক অননে শুভকামনা ও শুভেচ্ছা রইলো।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১২

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ ভাই।

আমার ব্লগে স্বাগতম।

১৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

আশিক মাসুম বলেছেন: তুমি আমি ঠোকাঠুকি
বাবুইয়ের ঘর,
মারপিট হতে পারে
তবু হব নাকো পর।


আমাদের সোনা রঙা
প্রেম ময় দিন,
তুমি-আমি আমি-তুমি
রাতটাও রঙিন।


জীবনে মরনে মোরা
দুজন দুজনার,
আশা আছে মন জুড়ে
অপারেতে দুজনে ঘর বাঁধবার।





ভাই আপনাকে আর ভাবীকে উৎসর্গ করে আমার ছোট্ট প্রয়াস। অনেক অনেক শুভ কামনা ।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১৪

জাকারিয়া মুবিন বলেছেন: ভাই অসাধারন প্রয়াস, অন্নেক ধন‍্যবাদ।

১৮| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

তারছেড়া লিমন বলেছেন: ৬ ষ্ঠ বিবাহ বার্ষীকীর শুভকামনা ও শুভেচ্ছা দিতে ভূলে গেচিলাম.......মুনে কইরা নিয়েন...

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১৬

জাকারিয়া মুবিন বলেছেন: মুনে কইরা নিয়া নিলাম ভাইডি, ধইন‍্যা।

১৯| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

বটবৃক্ষ~ বলেছেন: ইশ!!!.....হাউ সুইট......!!!!

অনেক অনেক শুভ কামনা~~~~~~~~ চাদের মধুর জন্যে...:)

এমনি থাকুন ....
সারাজীবন......:):)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ বটবৃক্ষ।

২০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা চাঁদ ভাই এবং মধু ভাবী :P :P :P :P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৪

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ মন্ত্রী মহোদয়।

২১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:২৮

শ্রাবণ জল বলেছেন: আগের চেয়ে ভাল আছি,ভাই।
থ্যাংকস।

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন: ফি-আমানিল্লাহ। সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসুন ব্লগে এই দোয়া করি।

২২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:২০

shfikul বলেছেন: ৬ষ্ঠ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা আপনাকে এবং ভাবীকে।কবিতাও ভালো লেগেছে। বেশ আবেগ জড়ানো লেখা।ভালো থাকুন দুজনেই আরো এক হাজার বছর।শুভ কামনা আপনাদের জন্য।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন:

হা হা হা। ভাই আরও এক হাজার বছর বাঁচার বিন্দুমাত্র ইচ্ছা নাই।



শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক শুভকামনা থাকল :)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন:

আপানাকে অনেক অনেক ধন্যবাদ।

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল,,,,,,,,,,,,ভাল থাকবেন,,,,,,,,

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক অনেক ধন‍্যবাদ।

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভকামনা অনেক ,আপনাদের দুজনকেই

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০০

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ।

২৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৩

শায়মা বলেছেন: শুভকামনা


আর কবিতা অনেক অনেক ভালো লাগা!!!

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ।



আর মন্তব্যে অনেক অনেক ভালবাসা।

২৭| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

বনলতা মুনিয়া বলেছেন: ভাই ট্রিট দেন, ট্রিট দেন :P :P :P :P

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন:
বইন, ট্রিট দিলাম, ট্রিট দিলাম। :) :) :) ;)

২৮| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

বদমায়েশ বলেছেন: আমাদের কপালে তো এসব নাই। তাই শুভ কামনা জানিয়ে সন্তুষ্ট থাকতে হবে।

























ভাই খাবার দাবারের কোন ব্যবস্থা করছেন নাকি। দাওয়াত দিলে আমি মাইন্ড করবনা ;) ;) ;)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

জাকারিয়া মুবিন বলেছেন:


আপাতত ছবি দিলাম, দাওয়াত রইল। আমি আগের ঠিকানায় আছি।

২৯| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

বনলতা মুনিয়া বলেছেন: খালি কথায় চিড়া ভিজে না :P :P :P :P :P

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: ঠিক আছে, চিড়া ভিজানোর জন‍্য তরমুজের রস দিয়া দিলাম।
খাও, চিড়া ভিজাইয়া খাও। ;) ;) ;)

৩০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক অনেক ধন‍্যবাদ।

৩১| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

অকৃতজ্ঞ বলেছেন: বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা মুবিন ভাই। আমার পরিক্ষা চলছিল, ব্লগে ঢোকা হয়নি কয়দিন,এইজন্য দেরি হয়ে গেল।
:)

অফটপিকঃ ব্র্যাড পিট+ অ্যাঞ্জেলিনা = ব্র্যাঞ্জেলিনা,
মধু+ চাঁদ= মধুচন্দ্রিমা? ? :P :P

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৮

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ।


মধুচন্দ্রিমা!!!
খারাপ বলেন নাই অবশ‍্য। ;)

৩২| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

কালোপরী বলেছেন: :)

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
:) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.