![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
স্বাধীন মানে পাখির মতো
উড়িয়ে দেয়া ডানা,
স্বাধীন মানে ফুলের বনে
ভ্রমরের আনাগোনা।
স্বাধীন মানে মায়ের কোলে
শিশুর মিষ্টি হাসি,
স্বাধীন মানে সোনার বাংলা
তোমায় ভালবাসি।
স্বাধীন মানে নদীর জলে
ঝাপিয়ে পরা কিশোর,
স্বাধীন মানে গাঁয়ের রাখাল
সুখ স্বপ্নে বিভোর।
স্বাধীন মানে ধানের ক্ষেতে
মুক্ত হাওয়ার খেলা,
স্বাধীন মানে স্বাধীনতা
সত্য কথা বলা।
স্বাধীন মানে মেঘ ফুঁড়ে ঐ
পাহাড়ের উঁচু মাথা,
স্বাধীন মানে ঘুচিয়ে দেয়া
দুঃখী মানুষের ব্যথা।
স্বাধীন মানে মসজিদের ঐ
আকাশচুম্বী বুরজ,
স্বাধীন মানে সবুজ বুকে
টকটকে লাল সূর্য।
স্বাধীন মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
স্বাধীন, এ নয় কারো অধীন
মুক্ত, খোলামেলা ।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
জাকারিয়া মুবিন বলেছেন:
হা হা হা। মজা পাইলাম ভাই।
এক অর্থে ঠিকই বলেছেন, গভীর অর্থে.........
২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীন মানে
আমার প্রাণে
তোমার আসা যাওযা
স্বাধীন মানে
পরম প্রেমে
তোমায় কাছে পাওয়া।
সুন্দর কবিতা ভালো হইছেরে।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭
জাকারিয়া মুবিন বলেছেন:
আপনারটা আরও চমৎকার হইসে ভাই.............
সিডির দোকানের ট্রেডমার্ক কমেন্ট করলেন নাকি ভাই!!??
৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২
জাকারিয়া মুবিন বলেছেন:
হাসেন কেন ভাইজান? কেমন লাগলো বললেন না তো!
৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
সায়েম মুন বলেছেন: বাহ! অনেক ভাল লাগলো।
০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইজান।
৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
নোমান নমি বলেছেন: সুন্দর!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ।
৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
shfikul বলেছেন: সুন্দর।ভালো লেগেছে।তবে. . . . . .
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭
জাকারিয়া মুবিন বলেছেন:
বুচ্ছি ভাই, আপনে কি কইবেন।
অনেক ধন্যবাদ।
৭| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
মাক্স বলেছেন: স্বাধীন মানে
একটি ছড়া
মুগ্ধ হয়ে পড়া!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ মাক্স।
৮| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
তারছেড়া লিমন বলেছেন: স্বাধীন মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
স্বাধীন, এ নয় কারো অধীন
মুক্ত, খোলামেলা । অসাধারন..........
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইজান।
৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭
ফালতু বালক বলেছেন: স্বাধীন মানে মসজিদের ঐ
আকাশচুম্বী বুরজ,
স্বাধীন মানে সবুজ বুকে
টকটকে লাল সূর্য।
খুব ভালো।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
১০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
আশিক মাসুম বলেছেন: স্বাধীন মানে আমার যেমন ইচ্ছে কবিতার খাতা
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
জাকারিয়া মুবিন বলেছেন:
হুম, ঠিকই বলেছেন।
অনেক ধন্যবাদ।
১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৭
নিয়েল ( হিমু ) বলেছেন: সাধীনতা
+++
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪
জাকারিয়া মুবিন বলেছেন:
স্বাধীনতা ধন্যবাদ।
১২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: মাক্স বলেছেন: স্বাধীন মানে
একটি ছড়া
মুগ্ধ হয়ে পড়া!
চমৎকার লাগল।
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৩
জাকারিয়া মুবিন বলেছেন:
কোনটা চমৎকার লাগলো দোস্ত, মাক্সের কমেন্ট না আমার ছড়া?
১৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪১
কালা মনের ধলা মানুষ বলেছেন: মাক্সের কমেন্ট !! হাহাহাহা
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২
জাকারিয়া মুবিন বলেছেন:
জিহ্বা দুইহাত বাইর কইরা ভেংচির ইমো হইবে।
১৪| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪
একজন আরমান বলেছেন:
স্বাধীন মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
স্বাধীন, এ নয় কারো অধীন
মুক্ত, খোলামেলা ।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৫
জাকারিয়া মুবিন বলেছেন:
স্বাধীন মানে মায়ের কোলে
শিশুর মিষ্টি হাসি,
স্বাধীন মানে সোনার বাংলা
তোমায় ভালবাসি।
১৫| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর, সাবলীল আর ছন্দময় দেশ প্রেমের কবিতা ।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা মামুন ভাই।
১৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০
নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
জাকারিয়া মুবিন বলেছেন:
অশেষ ধন্যবাদ।
১৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
মহামহোপাধ্যায় বলেছেন: স্বাধীনতা মানে পুরো বাংলা বর্ণে লিখলাম "চমৎকার"
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৭
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
১৮| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
জাকারিয়া মুবিন বলেছেন:
পুরাই অফটপিক কমেন্ট করলেন।
যাউকগা, আমি রাজনীতি বুঝিনা। আর এইসব যাওয়া আসাও বুঝিনা। ব্লগে রাজনীতি করতে আসিনাই।
কমেন্টের জবাব পাইসেন??!!
১৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩
মশামামা বলেছেন: খায়ালচে!!!!!
শায়মা বুড়ি আমার ফারামনিরে খায়ালচে!!!!
হালার নিকডাই খুলছিলাম এই জন্য। এখন এমুন চোক আমি কুনে পাই????????
সান্তনুরে গদাম দেয়া আমার এক সেকেন্ডের ব্যাপার আচিলো।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
জাকারিয়া মুবিন বলেছেন:
মশামামা এদিক সেদিক উল্টাপাল্টা কমেন্ট না কইরা আপনার কোন অভিযোগ থাকলে মডারেশন টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আর কোন ধরনের অফটপিক কমেন্ট করবেন না আশা করি।
২০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৪
জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -
মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?
মশার আইপি সহ ব্যান চাচ্ছি ।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
জাকারিয়া মুবিন বলেছেন:
মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।
২১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:২০
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল ছড়া। বেশ ভাল
তবে দুটি জায়গা একটু খেয়াল করতে পারেন
স্বাধীন মানে ধানের ক্ষেতে
মুক্ত হাওয়ার খেলা,
স্বাধীন মানে স্বাধীনতা
সত্য কথা বলা।
এই লাইন দুটো কিছুটা দূর্বল, আর খেলার সাথে যাচ্ছে না অন্তমিল গত কারনে। খেলা, মেলা এ জাতীয় অন্তমিল সুন্দর শোনায় কবিতায়। আমার কাছে
স্বাধীন মানে ধানের ক্ষেতে
মুক্ত হাওয়ার খেলা,
স্বাধীন মানে মনের বনে
রঙ বিকেলের মেলা।
আরেকটা প্যারাতে বুরজ, সূর্য ও মেলে না তেমন। সুরুজ দিলে বোধ হয় আরেকটু ভালো লাগত
যা হোক, আপনার ছড়া বেশ ভাল লেগেছে। তাই এত কথা বলা আর কি
১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩
জাকারিয়া মুবিন বলেছেন:
হা হা হা, যাক বহুদিন পর হলেও তো আপনার মত কাউকে পেলাম যিনি কিছুটা এডিট করে দিলেন ছড়া।
ভুল ধরিয়ে দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
অশেষ ধন্যবাদ।
২২| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
তাসজিদ বলেছেন: স্বাধীন, এ নয় কারো অধীন
মুক্ত, খোলামেলা
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
জাকারিয়া মুবিন বলেছেন:
স্বাধীন মানে স্বাধীনতা
সত্য কথা বলা।
২৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০
ফারজানা শিরিন বলেছেন: স্বাধীনতা । ঃ )
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
জাকারিয়া মুবিন বলেছেন:
হুম, স্বাধীনতা।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বাধীন মানে
আপনার ব্লগে আমার এই কমেন্ট করে যাওয়া।