নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

নার্ভাস নাইনটি , নতুন ব্লগারদের জন‍্য ফ্রি কোচিং ক্লাস :)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২









ব্লগে আমার বয়স যদিও খুব বেশি নয়, তবুও সিনিয়র ব্লগারদের ভালবাসা এবং সহব্লগারদের সমর্থন সাথে নিয়ে মোটামুটি খারাপ কাটেনি সময়টুকু। :)



এই স্বল্পদিনের সফরে কয়েকজন সহব্লগারকে চোখের সামনে জনপ্রিয় হতে দেখেছি। :(



ভেবে কুলকিনারা করতে পারিনি তাদের স্বল্পসময়ে জনপ্রিয় হয়ে যাওয়ার রহস‍্যটা কি!? কমেন্টে সুন্দর সুন্দর কথা বলেছি কিন্তু মনে মনে জ্বইলা পুইরা ছারখার হয়া গেছি। শালার ওরা পোস্ট দিলে একদিনের মধ‍্যেই কমেন্টের ঘরে ১০০ পার হয়া যায় কেমতে!!! X( আর আমি পোস্ট দিয়া তীর্থের কাকের মত নিজের ব্লগ খুইলা সেকেন্ডে দশবার রিফ্রেশ দেই, এইবুঝি একটা কমেন্ট আইল!! কিন্তুক দিন পার হয়া যায়, কমেন্টের ঘরে ২০ এর উপ্রে আর গোনা যায় না। ফেসবুকে শেয়ার দেই, গ্রুপে শেয়ার দেই কুনু লাভ নাই। কমেন্টের ঘরে ৩০ পার হয়, ৪০ পার হয়। তারপর আর বাড়ে না। :(



কিন্তু প্রথমদিকে আমার একটা পোস্টের টোটাল কমেন্ট ছিল ৯৬। তখন পর্যন্ত সর্বোচ্চ কমেন্টপ্রাপ্ত পোস্ট। আমার প্রথম নার্ভাস নাইনটি।



জেনে রাখুন, সুরক্ষিত থাকুন। (জনসচেতনতা মূলক মাস্ট রিড পোস্ট-০১)



তখনও আসল ঘটনা বুঝতে পারিনাই। তার অনেকদিন পর আবারও একটা পোস্টে কমেন্ট পাইলাম ৯৮ পিস। আমার এক দোস্ত, সিনিয়র ব্লগারের মন্তব‍্য মোতাবেক সেটা হল আমার এযাবতকালের সেরা পোস্ট। :) আমার দ্বিতীয় নার্ভাস নাইনটি।



অনুকাব্যঃ নারী নির্যাতনের বিরুদ্ধে একটি কাব্যিক প্রতিবাদ



তখন কিছুটা বুঝলাম, কাহিনীটা কুনহানে।



কাহিনী পুরাপুরি ক্লিয়ার হইল আমার জন্মদিনের পোস্টটা দিয়া। আমার প্রথম সেঞ্চুরি পোস্ট। :)



এইবার সেই কাহিনীটা শেয়ার করবো আমার নতুন ব্লগার ভাইবোন এবং পুরান কিন্তু কমেন্টের খরায় পইরা যারা, ব্লগ ছাইরা চইলা যামু কেউ কমেন্ট করতে আহেনা ক‍্যা.... অথবা, ধুর শালা গুনীর কদর উইঠ‍্যা গেসে দুইন‍্যার থন, মডারেটর ঘুমায়, আমার পোস্টটারে নির্বাচিত পাতায় দিলনা ক‍্যা..... এইটাইপ চিন্তাভাবনায় ব‍্যাস্ত আছেন সেই ভাইবোনদের জন‍্য।





১) আপনি যদি চান কেউ এসে আপনার ব্লগে কমেন্ট করুক, তাহলে প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, অন‍্যের ব্লগে গিয়ে আপনাকে কমেন্ট করতে হবে।



২) কমেন্ট করার সময় যেটা খেয়াল রাখবেন, পামপট্টি কম মাইরা আপনার সঠিক মন্তব‍্যটা করবেন। যাতে লেখক বুঝতে পারে যে আপনি তার লেখাকে গুরুত্ব দিয়ে পড়েছেন।



৩) পুরো পোস্ট না পড়ে আবালের মত কমেন্ট করে বসবেন না যেন, তাইলে শ‍্যাষ। ;)



৪) প্রচুর লেখা পড়ুন এবং মানসম্মত লেখকদের অনুসরনে নিয়ে নিন, যাতে তাদের লেখাগুলো মিস না হয়ে যায় কোনভাবে। একজন ভালমানের লেখকের ব্লগে যখন আপনি নিয়মিত কমেন্ট করবেন, তখন তিনিও আপনার ব্লগে এসে আপনার লেখার সমালোচনা করতে পারেন, যেটা আপনার পাথেয় হয়ে থাকবে।



৫) ১৮+ পোস্ট, ক‍্যাচাইল‍্যা পোস্ট, তেলমারা পোস্ট থেকে বিরত থাকুন। তাতে আপনার সম্মান কমবে বই বাড়বে না।



৬) মৌলিক লেখা দেয়ার চেষ্টা করুন। গল্প, কবিতা, ছড়া, অনুকাব‍্য, ইতিহাসকথন, ভ্রমনকাহিনী, মুভিরিভিউ, বইরিভিউ, রেসিপি, আরো অনেক বিষয়ে লিখতে পারেন।



৭) কপি-পেস্ট পোস্ট, চোরাই পোস্ট দয়া করে দেবেন না, তাতে অন‍্যের কাছে আপনার গ্রহনযোগ‍্যতা কমবে।



৮) আপনার ব্লগার পরিসংখ‍্যান এর ঘরে মন্তব‍্য পেয়েছেন এর চেয়ে মন্তব‍্য করেছেন সংখ‍্যাটা যেন বেশি হয়, সেটা খেয়াল রাখবেন। মনে রাখবেন আপনি দশজনের ব্লগে মন্তব‍্য করলে পাঁচজন আপনার ব্লগে আসতে পারে।



৯) লেখার মাধ‍্যমে মানুষকে আনন্দ দেয়ার চেষ্টা করুন (যেটা আমি একদমই পারিনা :( ) , আপনার ব্লগে হিট এমনিতেই বাড়বে।



১০) সবচেয়ে খাঁটি কথা এবং শেষ কথা হল, "কমেন্টের পিছনে দৌড়াবেন না। ভাল লেখা লিখুন, কমেন্টই আপনার পিছনে দৌড়ে কুল পাবে না :) ।"





সবাইকে অনেক অনেক ধন‍্যবাদ এই উপদেশমূলক বিরক্তিকর লেখাটি শেষপর্যন্ত পড়ার জন‍্য। অনেক ভাল থাকবেন সবাই। :)

মন্তব্য ৯৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্টের নিচের ১।, ২।...... ঠিকভাবে দেখা যাচ্ছে না গুগল ক্রোমে। আপনি পারলে এডিট করে ১), ২)..... এভাবে দেন। তাহলে টেক্সট ঠিকভাবে দেখা যায়।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

জাকারিয়া মুবিন বলেছেন:
ঠিক করে দিলাম। থেঙ্কু :)

২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

আলতামাশ বলেছেন: কমেন্ট করতে অনেক সময় আলসামি লাগে, তাই লেখা পইড়া ভালো লাগলে + দিয়া দৌড় মারি, কমেন্ট আর করা হয় না।
বুদ্ধটা ভালোই, তবে মানতে পারব না হয়ত

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

জাকারিয়া মুবিন বলেছেন:
না মানতে পারলে নাই। আপনার নিজের মনমত ব্লগিং করেন, কোন সমস্যা নাই।:) ভাল থাকবেন।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

ফালতু বালক বলেছেন: গোপন রহস্য জাইন্যা গেলাম B-) B-) B-) B-)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিও জানাইতে পাইরা ধইন্য হইলাম :) :) :)

৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

রুদ্র মানব বলেছেন: সবচেয়ে খাঁটি কথা এবং শেষ কথা হল, "কমেন্টের পিছনে দৌড়াবেন না। ভাল লেখা লিখুন, কমেন্টই আপনার পিছনে দৌড়ে কুল পাবে না :) =p~ =p~ =p~


একখানা সহীহ ও খাটি কথা । B-) B-) B-)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

জাকারিয়া মুবিন বলেছেন:
আপনার ব্লগ ঘুরে এলাম।

অনুসরনে নিলাম। ভাল ভাল লেখা দিয়ে ব্লগকে সমৃদ্ধ করবেন এই প্রত্যাশা করি।

অনেক ধন্যবাদ।

৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১০

স্বপনবাজ বলেছেন: ক্লাস ভালো লেগেছে স্যার ! আমার ব্লগে দাওয়াত , আমি এখনো নার্ভাস হইতে পারি নাই !

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

জাকারিয়া মুবিন বলেছেন:
নার্ভাস হননাই তো কি হইসে, আপনার ব্লগের কন্টেন্ট ভাল।

কিছুদিন পর হয়ে যাবেন ইনশাআল্লাহ :)

৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১১

ফাহাদ রহমান খান কবির বলেছেন: ভাই পড়েছি

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

জাকারিয়া মুবিন বলেছেন:
আপনিতো দেখছি বর্ষীয়ান ব্লগার।

পড়ার জন‍্য ধন‍্যবাদ। :)

৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১২

যেড ফ্রম এ বলেছেন: কমেন্ট ১০০ হলে কি আর ১০ হলেই বা কি! আসল কথা হলো কথা বলার একটা জায়গা তৈরী করা :)

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

জাকারিয়া মুবিন বলেছেন:
মন্তব‍্যের সংখ‍্যা নিয়ে কথা বলেছি, কারন তাতে প্রমাণিত হয় আপনার লেখা কতজন মূল‍্যায়ন করেছে।

আপনার লেখা যদি মানুষের কাছে নাই পৌছল, তাহলে কথা বলার জায়গা তৈরি হবে কিভাবে ??!!

৮| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮

নিয়েল ( হিমু ) বলেছেন: ৫নাম্বার পয়েন্ট টা মানতে পারব না :( কারন ঐগুলাই আমার বেশি প্রিয় ;)
৩য় প্লাস মবিন ভাই :)

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

জাকারিয়া মুবিন বলেছেন:
আপনি যে মানতে পারবেন না জানি। ;)

থাক মানার দরকার নাই, আপনি নিজের মত চলতে থাকুন।

৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

স্যার আমি কিন্তু আপনাকে ভীষণ ভালো পাই এই ব্লগে। আর ক্লাসের জন্য ধইন্যা ।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

জাকারিয়া মুবিন বলেছেন:
জানি ভাইজান, অনেক ভাল থাকবেন সবসময়। :)

১০| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭

বিডি আইডল বলেছেন: "মৌলিক" লেখা দিতেই হবে এর উদহারণ গুলাতে আপত্তি আছে। ব্লগ একটা সোশ্যাল ইন্টারাকশ্যান মিডিয়া। আমাদের বন্ধু সার্কেলে যেইসব আলাপ আলোচনা হয় সেইসব আর একটু বিস্তৃত আকারে এইখানে হওয়ার সুযোগ বেশি। এইটা সেই অর্থে সাহিত্যের কোন ওয়েব সাইট না। তবে অবশ্যই সেইসব লেখা থাকার প্রয়োজন আছে..মিথস্ক্রিয়া বেশি হয় তাতে।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

জাকারিয়া মুবিন বলেছেন: মৌলিক লেখা দেয়ার চেষ্টা করুন। গল্প, কবিতা, ছড়া, অনুকাব‍্য, ইতিহাসকথন, ভ্রমনকাহিনী, মুভিরিভিউ, বইরিভিউ, রেসিপি, আরো অনেক বিষয়ে লিখতে পারেন।


আমি ভাই "আরো অনেক বিষয়" উল্লেখ করেছিলাম। লক্ষ্য করেননি মনে হয়। :)

ধন্যবাদ।

১১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫

যুবায়ের বলেছেন: চমৎকার পরামর্শ প্রয়োগ করে দেখবো.....
সুন্দর পরামর্শের জন্য প্লাসায়িত++

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার কিনা জানিনা, তবে আমার মনে হয়েছে এগুলি জরুরী। আরও অনেক বিষয় থাকতে পারে। যাই হোক প্লাসের জন্য অনেক ধন্যবাদ যুবায়ের ভাই।


কেমন আছেন এখন?

১২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

নীল-দর্পণ বলেছেন: আর একটা পয়েন্ট আমি যোগ করি (আমার না অনেকের মত এটা) নিজের পোষ্ট দিয়ে অন্যের বাড়ী ঘুরে আসুন ;) :P

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম। গুরুত্বপূর্ণ পয়েন্ট। :)


আপডেট করে দিব কিনা ভাবছি।

১৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

ড. জেকিল বলেছেন: বড়ই উপকার করলেন .........কাজে লাগবে । :D

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। ভাল থাকবেন। :)

১৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কমেন্টের পিছনে দৌড়ানোটা হয়ত ঠিক নয়...।




আপনি লিখবেন আপনার জন্য...কমেন্ট দিয়া কিছু আসে যায় না...।


আপনার লেখা পড়লেই হলো।অন্তত এটা আমার দর্শন। ম্যান টু ম্যান এটা ভেরি করতে পারে ।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম। আপনার দর্শনও খারাপ না।

কিন্তু মন্তব্য থেকে আপনি বুঝতে পারবেন আপনার লেখার মান কতটুকু, বা অন্যের সাথে সরাসরি ভাবনা শেয়ার করতে পারবেন। :)

১৫| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: ৫নাম্বার পয়েন্ট টা মানতে পারব না :( কারন ঐগুলাই আমার বেশি প্রিয় ;)
৩য় প্লাস মবিন ভাই :)



হিমু সাহেবের সাথে কঠিন ভাবে সহমত। যদিও আমি বহুত পুরানা পাবলিক। আর এইসব কমেন্ট টপমেন্টের ধার ধারি না।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম। দেখলাম আপনার ব্লগ। অনেক পুরান পাবলিক আপনি। সহমত। :)


কমেন্টের ধার ধারার দরকার নাই। আপনি নিজের মত লিখতে থাকুন।

অনেক ধন্যবাদ। :)

১৬| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এত উপকার জীন্দেগীতে পাই নাই মুবিন ভাইয়া! :((
এই জিনিসগুলা জান্তামই না! :| :(( :((

ধন্যবাদ আপানারে :D ও হ্যাঁ পেলাস ও দিয়ে গেসি কিন্তু! ;) B-) :)

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২

জাকারিয়া মুবিন বলেছেন:
মজা লন আমার লগে!! গরম হইতাসি কিন্তু X(

পেলাসের জইন্য অনেক গুলা ধইন্যাপাতা। :)

১৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আমি আপনার নতুন ছাত্র হয়ে গেলাম :D :D :D

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

জাকারিয়া মুবিন বলেছেন:
তাই নাকি! ঠিক আসে। :)


ভাল থাকবেন।

১৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০২

সায়েম মুন বলেছেন: আপনার পরামর্শ মতো চলতে হবে। তাহলে যদি হিট হই। /:)

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

জাকারিয়া মুবিন বলেছেন:
লজ্জা দেবেন না ভাই। আপনি এম্নিতেই হিট ব্লগার।

নতুনদের জন্য পরামর্শ দিসিলাম। আপনার খারাপ লাগলে দুঃখিত। :(

১৯| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

লাবনী আক্তার বলেছেন: :D :D :D


অনেক কিছুই শিখলাম ভাইজান!! ;) ;)

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক কিছুই শিখাইলাম আপাজান। ;) ;)

২০| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

=p~ =p~ =p~ =p~

ব্যাপক গবেষণা !!!




২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম, বিয়াপক। :)

২১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

shfikul বলেছেন: একটা সময় ছিল যখন মন্তব্যের পিছনে দৌড়াতাম!মন্তব্য পেলে খুব ভালো লাগত ,না পেলে মন খারাপ হতো।এখন আমি শুধু একটা মন্তব্যের প্রত্যাশা করি।আমার কোনো লেখা অন্তত একজনের ভালো লেগেছে জানলেই আমি সন্তষ্ট হই।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাই, ভাবি জানে!!! আপনি কার মন্তব্যের পিছে দৌড়ান ;)

২২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট দিছেন । দরকার ছিলো ।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ পাইলট ভাই। :)

আপনি কবে দিবেন ?

২৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: চেঞ্চুরি করার মজা আলেদা B:-/ ;) ;)

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

জাকারিয়া মুবিন বলেছেন:
ঠিক কইসেন, আলাদা মজা ;) ;) :)

২৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

রেজওয়ান তানিম বলেছেন: পুরোটা পড়লাম

আপনার মতামত গুলো ভাল। একজন সত্যিকারের ব্লগার তৈরির উপযোগী, তবে এ কথা সত্যিই মানতে হবে এসব করে কোনদিনই সেই মানের জনপ্রিয় হওয়া যাবে না।

কেননা এখন কিংবা আগেও জনপ্রিয় হওয়ার একমাত্র শর্ত যেনতেন ভাবে অন্যের লেখায় গাদা গাদা কমেন্ট দেয়া। তবে ওই জনপ্রিয়তা ক্ষণস্থায়ী একথাও সত্য

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। :)

সেই মানের জনপ্রিয় হওয়ার কোন দরকার নাই। আপনার নির্দিষ্ট কিছু পাঠক তৈরি করতে পারাটাই নেক কিছু।

২৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

তারছেড়া লিমন বলেছেন: টিরিক্স গুলো কামে লাগবো...ধন্যবাদ মুবিন ভাই শেয়ার করার জন্য।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

জাকারিয়া মুবিন বলেছেন:
তারাতারি কামে লাগান। ;) ;)

২৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

মাক্স বলেছেন: হায় হায় এইডা কি করলেন? কান্তেই আছি কান্তেই আছি :(:(:(

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম, কানবেনই তো।

আপনিও তো এইরকম একটা পোস্ট দিসিলেন, যতদূর মনে পরে। ;) ;)

২৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

একজন আরমান বলেছেন:
ভাই হাসুম না কান্দুম বুঝতাছি না। :P :P :P
আমি কি চিনিওর হইছি? B:-) ;) ;)


আমার ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৫৮টি
মন্তব্য করেছেন: ৯৭০৭টি
মন্তব্য পেয়েছেন: ৬২৯৮টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৩ সপ্তাহ
ব্লগটি মোট ৪১১৪৯ বার দেখা হয়েছে ;) ;) ;)

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

জাকারিয়া মুবিন বলেছেন:
সিনিয়র মানে!!! বিরাট সিনিয়র :)

চমৎকার ঈর্ষনীয় পরিসংখ্যান।

২৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

মহামহোপাধ্যায় বলেছেন: ইস রে !! পোস্ট খান একবছর আগে পাইলে মুশফিকের আগে আমার ডাবল সেঞ্চুরি হইয়া যাইত :(


যাউকগা "কমেন্টের পিছনে দৌড়াবেন না। ভাল লেখা লিখুন, কমেন্টই আপনার পিছনে দৌড়ে কুল পাবে না" এইটাই হল আসল কথা।

প্লাস দিলাম :)

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন:

ইস। একবছর আগে তো আমিই ব্লগে আছিলাম না। কেমনে পাইবেন ;) ;)


প্লাসের জন্য ধন্যবাদ। :)

২৯| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

বৈরাম খাঁ বলেছেন: আমার লেখতে ইছ্ছা করে না কেন?লেখলে মনে হয় বেশি জনপ্রিয় হইয়্যা যামু :P :-B

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন:
হন না ভাই জনপ্রিয়। আপনের পিলিজ লাগে ;)

৩০| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

মাক্স বলেছেন: একটা না দশ বারোটার মত পুস্ট দিছি :P:P:P
হিট খাইতে মুঞ্চায় :P

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

জাকারিয়া মুবিন বলেছেন:
তাই নাকি!!!

তাইলেতো আমি আপনের ব‍্যবসায় হাত দিয়া ফালাইসি ;) ;)
আপনিতো এমনিতেই হিট ব্লগার। আর হিট খায়া কি করবেন. :)

৩১| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

একজন আরমান বলেছেন:
হা হা। এক বছরেই বিরাট সিনিয়র? তাহলে যারা ৫/৬ বছর ধরে আছে তারা কি? =p~ =p~ =p~

মাক্স বলেছেন:
হিট খাইতে মুঞ্চায়
=p~ =p~ =p~ ;) ;) ;)

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩

জাকারিয়া মুবিন বলেছেন:
হ‍্যাগো কথা কইয়া লাভ নাই। হ‍্যারা প্রচুর সিনিয়র, অনেকগুলা সিনিয়র ;)

৩২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

শের শায়রী বলেছেন: আহ অনেক ধন্যবাদ ভাই আমাদের মত নবীনের অনেক কাজে আসবে। কিন্তু ভাই শত চেষ্টা করেও ভাল পোষ্টেগুলো ধারে কাছে যেতে পারি না। হতাশ হয়ে নিজের সীমাবদ্ধতা মেনে নিয়েছি।

চমৎকার অবজারভেশন। কাজে দেবে । ভাল থাকুন ভাই :)

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬

জাকারিয়া মুবিন বলেছেন:
লজ্জা পেলাম ভাই। আপনি নবীন!!!!

তাইলে তো আমার এখনও জন্মই হয় নাই। :(

৩৩| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

বোকামন বলেছেন: সম্মানিত জাকারিয়া মুবিন,
খাঁটি কথা বলেই দিয়েছেন.....“ব্লগিং” হোক !

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ সম্মানিত বোকামন। :)

৩৪| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

রুদ্র মানব বলেছেন: পোস্টে ++++ দিয়া গেলুম । ভাল থাকবেন , শুভকামনা রইলো ।

কমেন্ট সেঞ্চুরী করতে অবশ্য এখন হিট না হইলেও চলে , ব্লগে ইদানিং কিছু পাবলিক গ্রুপিং এর মাধ্যমেই নিজেদের পোস্টেই কমেন্টের সেঞ্চুরী করিবার চায় =p~ =p~ =p~

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪০

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম।

ভাই, জনপ্রিয় হওয়ার ভাল এবং খারাপ দুটো রাস্তাই আছে। আমার জানামতে আমি ভাল রাস্তাটার কথাই বলেছি।

এছাড়াও গ্রপিং, মাল্টি, ক্যাচাল এগুলোর মাধ্যমেও সেঞ্চুরী সম্ভব। অনেকে তা করেও। তাদের অনুসরন না করাটাই ভাল।

অনেক ভাল থাকবেন। :)

৩৫| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মেহেদী হাসান মানিক বলেছেন: আপনার আইডিয়া একদম ঠিক। আমার মনেহয় কমেন্ট পাওয়ার প্রতি মনে মনে হলেও বেশিরভাগ ব্লগারদের আগ্রহ থাকে বিশেষ করে শুরুর দিকে ।

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

জাকারিয়া মুবিন বলেছেন: অন্নন্নন্নন্নেক দিন পরে এলেন।


ঠিক বলেছেন। এজন্যেই নতুন ব্লগারদের জন্য এই পোস্ট। :) ;)

৩৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

এক্সপেরিয়া বলেছেন: কমেন্ট এর পিছনে ,আগে ,পরে, ডাইনে, বায়ে, উপরে, নিচে , কুনাকুনি, সুজাসুজি , আঁকাবাঁকা , সরল , সব পথেই দৌড়াতে হয় ।

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন:
হা হা হা । মজা পাইলাম আপনার কমেন্টে। =p~ =p~

৩৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

মামুন রশিদ বলেছেন: হিট হওয়ার মুল মন্ত্র ফাঁস করে দিলেন :P :P



হিট-ফিট কিছুনা, মুল কথা হলো ব্লগারদের সাথে ইন্টারেকশন । আর ব্লগিং করে আনন্দ পাওয়া, তবে নিজের আনন্দ যেন অন্যের জন্য বিব্রতকর না হয়, সেটাও দেখতে হবে ।


বাঙালীর স্বভাব দোষে কিছু উপদেশ দিয়ে দিলাম । সাথে ১৬ নাম্বার ভালোলাগাটাও ;)

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন:
নিজের আনন্দ যেন অন্যের জন্য বিব্রতকর না হয়, সেটাও দেখতে হবে ।


চমৎকার বলেছেন মামুন ভাই। খুব ভাল লাগলো।

৩৮| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

কালা মনের ধলা মানুষ বলেছেন: ওরে হোমিওপ্যাথি থুক্কু কবিরাজ, তুই তো ব্যাপক জ্ঞানী রে !!

তুই অল্প দিনেই ব্লগিং এর বাতেনী আর জাহেরী গুপ্তজ্ঞান গুলা ভালো রপ্ত কইরা লাইসস !! তরে দিয়া হপে !!


সিরিয়াসলি, সব গুলা পয়েন্টের সাথে একমত।

+

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন‍্যবাদ দোস্ত।

তোর মত পপুলার হইতে মুঞ্চায় ;) ;) ;)

৩৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: লইজ্জা পাইলাম !!

আয়, দোয়া কইরা ফুঁ দিয়া দেই

:)

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন:
মাথা পাইতা দিসি, ফুঁ দে। :)

৪০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪১

আশিক মাসুম বলেছেন: খাইছে আমারে চরম উপলব্ধি।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন:

আপনেরে আবার খাইল কে ভাই!!!!

৪১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০২

আরজু পনি বলেছেন:

কমেন্ট করার সময় যেটা খেয়াল রাখবেন, পামপট্টি কম মাইরা আপনার সঠিক মন্তব‍্যটা করবেন। যাতে লেখক বুঝতে পারে যে আপনি তার লেখাকে গুরুত্ব দিয়ে পড়েছেন।

মিলে গেল।


পোস্টটা অফলাইনে পড়ে তখন একরকম ভেবে রেখেছিলাম, এখন সেই কথাগুলো লিখতে পারলাম না। মাথায় এলো না।

তবে পয়েন্টগুলো ভালো লেগেছে।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ পনি আপু। আপনার সাথে মিলে গেল ভেবেই খুব ভাল লাগছে। :)

৪২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

আরজু পনি বলেছেন:

আর আমি এখন্ও নিজেকে নতুনই মনে করি। তাই এই পোস্টে কথা বলতে এলাম B-)

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন:
এখনও নিজেকে নতুন মনে করেন !!!!!!
সে আপনার বিনয়। :)

প্রথম প্রথম ব্লগে এসে সিনিয়র এমন কারো অভাব ফিল করেছি যিনি কিছু বেসিক জিনিস শিখিয়ে পড়িয়ে দেবেন। :(

এই পোস্টটা আমার ৫/৬ মাসের নিজস্ব পর্যবেক্ষণ থেকে লেখা। :)
শেখার অনেক কিছু বাকি আছে এখনও। আপনাদের মত গুণী সিনিয়রদের পাশে পেলে কৃতজ্ঞ থাকব।

৪৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬

বাংলার হাসান বলেছেন: ১০) সবচেয়ে খাঁটি কথা এবং শেষ কথা হল, "কমেন্টের পিছনে দৌড়াবেন না। ভাল লেখা লিখুন, কমেন্টই আপনার পিছনে দৌড়ে কুল পাবে না :) ।"

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

জাকারিয়া মুবিন বলেছেন:

এক্কেরে খাঁটি কথা। :) :) :) :) :)

৪৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২

আহমাদ জাদীদ বলেছেন: আমি প্রচুর পোস্ট পড়তে চাই, কমেন্ট করতে চাই, কিন্তু সময় আর ইচ্ছা দুইটা একসাথে হয়ে ওঠে না :( :( :(

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭

জাকারিয়া মুবিন বলেছেন:
ঠিক। আমারও একই অবস্থা। কিন্তু আমার অনুসরনে যারা আছেন, তাদের লেখা মিস হয়না। দেরীতে হলেও ফ্রি টাইমে পড়ে ফেলি। :)

৪৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

প্রিয়তমেষূ বলেছেন: ভাল্লাগছে.......

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ :)

৪৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১

চটপট ক বলেছেন: এবারো নার্ভাস নাইনটি !!!

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

জাকারিয়া মুবিন বলেছেন:
হুমম!!! :(( :(( :(( :(( :((

কপাল খারাপ হইলে এমুনই হয় রে বেটা..............

৪৭| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

আমি তুমি আমরা বলেছেন: এইটাও নার্ভাস নাইন্টিজের শিকার B-))

১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১১

জাকারিয়া মুবিন বলেছেন: ঠিকই বলেছেন ব্রো.......

:(

৪৮| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৭

সুশান্ত হাসান বলেছেন: যথার্থ

১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪

জাকারিয়া মুবিন বলেছেন: ধইন্যাপাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.