নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা, কাকে বলে ?

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩





ভাবতে ভালই লাগে

আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী,

আমাদের পূর্বপুরুষেরা

তাঁদের বুকের তাজা খুনের বিনিময়ে

হানাদারদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল

স্বাধীনতার রক্তলাল সূর্য ।



কিন্তু,

তাঁদের মনের গহীনে

স্বাধীন বাংলাদেশের যে ছবি আঁকা ছিল,

যে স্বপ্ন বুকে নিয়ে তাঁরা

তাঁদের প্রানের দামে এনেছিল স্বাধীনতা,

তাঁদের সেই স্বপ্ন কি

আজো পূরণ হয়েছে ?

আমরা কি সত্যিকারের

স্বাধীন বাংলাদেশ পেয়েছি ?

আস্বাদন করতে পেরেছি কি

স্বাধীনতার প্রকৃত স্বাদ ?

সমাজে, সংস্কৃতিতে,

অর্থনীতি কিংবা রাজনীতিতে,

জীবনের কোন ক্ষেত্রেই কি আমরা

স্বাধীন এখন ?



যে সমাজে আমার মা, বোনেরা

পারেন না নির্ভয়ে পথ চলতে,

অর্থনৈতিক দিক দিয়ে যে দেশ

বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল,

যে দেশের রাজনীতির

দাবার গুটি চালনা করে

ভিনদেশী কিছু লোক,

যে দেশের সংস্কৃতিতে

শয়তানী থাবা বিস্তার করে আছে

অপসংস্কৃতির কালো চিতা,

সে দেশকে কি কখনো

স্বাধীন দেশ বলা যায় ?

‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের’

নির্দিষ্ট একটি ভূখণ্ডই কি স্বাধীনতা ?

যে দেশের মানুষ

জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরাধীন,

নির্দিষ্ট ভূখণ্ড কি পারে

তাকে স্বাধীনতা দিতে ?



আজ,

এই স্বাধীনতা দিবসে,

একটি প্রশ্ন

আমাকে বারবার ক্ষতবিক্ষত করছে,



“আমরা কি সত্যিই একটি

স্বাধীন দেশের অধিবাসী ?”



হে আমার প্রানপ্রিয় জন্মভূমির

রূপ, রস, গন্ধে লালিত সন্তানেরা

তোমরা কি আমাকে বলে দেবে ?



“স্বাধীনতা, কাকে বলে ?

মন্তব্য ৪২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

স্বপনবাজ বলেছেন: আমরা আমাদের সত্যিকারের স্বাধীনতাকে দূরে ঠেলে দিয়েছি বছরের পর বছর দুর্নীতিবাজদের পস্রয় দিয়ে !

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন:
সম্পূর্ণভাবে সহমত।

২| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

যুবায়ের বলেছেন: কোন প্রশ্ন করতে চাইনা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযোদ্ধার প্রতি এবং বঙ্গবন্ধু জাতীকে একত্রিত করার জন্য স্যলুট জানাই আরো স্যলুট জানাই স্বাধীনতা ঘোষণার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।

কবিতায়++

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ যুবায়ের ভাই।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

একজন আরমান বলেছেন:
আমরা কি সত্যিই একটি
স্বাধীন দেশের অধিবাসী?

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন:
আমারও একই প্রশ্ন???

৪| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

নীল-দর্পণ বলেছেন: “আমরা কি সত্যিই একটি
স্বাধীন দেশের অধিবাসী ?”
:|

চমৎকার কবিতা

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

জাকারিয়া মুবিন বলেছেন:

ধন্যবাদ বেয়াইন সাব। :(

৫| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন: চমত্‍কার :)

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ।

৬| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

স্বাধীনতা বলে সুন্দর নিরপেক্ষ একটি পোস্টে অযথা ক্যাচাল লেগে যাওয়াকে

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

জাকারিয়া মুবিন বলেছেন:
দেখসি ভাই। ক‍্যাচাল যে কখন লেগে যায় কেউ বলতে পারে না। ক‍্যাচাল বাজদের থেকে দূরে থাকুন।

৭| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

তারছেড়া লিমন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

স্বাধীনতা বলে সুন্দর নিরপেক্ষ একটি পোস্টে অযথা ক্যাচাল লেগে যাওয়াকে

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

জাকারিয়া মুবিন বলেছেন:
হুম, দু:খজনক। :(

৮| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

বোকামন বলেছেন:







৯ম ভালোলাগা ....

শ্রদ্ধেয় জাকারিয়া মুবিন,

দুর্নীতির স্বাধীনতা কে যেদিন বন্দি করা হবে হয়তো সেদিন আমরা অনেকখানি স্বাধীন হতে পারবো ......

ভালো থাকবেন

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

জাকারিয়া মুবিন বলেছেন:
সহমত, ভাল বলেছেন।

৯| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

বোকামন বলেছেন:








৯ম ভালোলাগা ....

শ্রদ্ধেয় জাকারিয়া মুবিন,

“দুর্নীতির” স্বাধীনতা কে যেদিন বন্দি করা হবে হয়তো সেদিন আমরা অনেকখানি স্বাধীন হতে পারবো ......

ভালো থাকবেন

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ।

১০| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার! :)

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ। :)

১১| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

নেক্সাস বলেছেন: পুলিশের উন্মত্ত বুলটের মুখে দাঁড়িয়ে ঠিক এই মুহুর্তে বলতে পারছিনা আমি স্বাধীন

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

জাকারিয়া মুবিন বলেছেন:
সহমত।

১২| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

shfikul বলেছেন: সুন্দর পোস্ট।উত্তর আমার জানা নাই।দুঃক্ষিত।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

জাকারিয়া মুবিন বলেছেন:
আমারও জানা নেই উত্তর। :(

১৩| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০

শুভ পাটগ্রাম বলেছেন: সুন্দর কবিতা...
কবিতায় প্লাস...

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ শুভ।

১৪| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭

মাক্স বলেছেন: উত্তর কার জানা আছে?

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন:
আমার জানা নেই। :(

১৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন: যে সমাজে আমার মা, বোনেরা
পারেন না নির্ভয়ে পথ চলতে,
অর্থনৈতিক দিক দিয়ে যে দেশ
বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল,
যে দেশের রাজনীতির
দাবার গুটি চালনা করে
ভিনদেশী কিছু লোক,



খাটি কথা

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ পাইলট ভাই।

১৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৯

আশিক মাসুম বলেছেন: ভাল লাগলো ভাই , সুন্দর লিখেছেন ।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই।

১৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

s r jony বলেছেন: অসাধারন ভাই, ++++++++++++++++++

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ ভাই।

১৮| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আহমাদ জাদীদ বলেছেন: আমরা কি সত্যিই একটি
স্বাধীন দেশের অধিবাসী? ? ? :( :( :(

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

জাকারিয়া মুবিন বলেছেন:
জাতির বিবেকের কাছে প্রশ্ন। :(

১৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪

অকৃতজ্ঞ বলেছেন: দারুন !
মুবিন ভাই তো "ধারাবাহিক অস্থির কবিতা লেখা কর্মসূচী" শুরু করে দিলেন মনে হচ্ছে! :P
কবিতায় প্লাস :)

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন:
হা হা হা । "ধারাবাহিক অস্থির কবিতা লেখা কর্মসূচী"................

ভাল কইসেন। মজা পাইলাম।

অনেক ধন্যবাদ ভ্রাতা।

২০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন
স্বাধীনতা এক সূর্য্য রাঙানো দিন .........

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২

জাকারিয়া মুবিন বলেছেন:
যাক, তবুতো কেউ একজন বলল স্বাধীনতার সুন্দর সংজ্ঞা।


কিন্তু আপু এযে কবিতার ভাষা, আসল স্বাধীনতা আমরা কবে পাব?

২১| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: স্বাধীনতা দিবসের কবিতা না এটা ? B:-)
পড়েছি মনে হয় :)
যাই হোক আবার পড়লাম আবার ভাল লাগল । :)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন‍্যবাদ হিমু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.