![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
চৈত্রের খরতাপে
পুড়ছে এ দেশ,
সেইসাথে পুড়ছে ওরা,
নেই একটুকরো ছায়ার লেশ।
হ্যা, ওদেরই কথা বলছি
ওরা কৃষক, তুচ্ছ চাষা,
আবার ওরাই যদি না থাকে তো
থাকে না মোদের খেয়ে বাঁচার আশা।
ছায়ার নিচে, ঘরের ভেতর
বসে আছো কতই না সুখে,
আর ওরা? আমাদেরকে খাদ্য দিয়ে
না খেতে পেয়ে মরছে ধুঁকে ধুঁকে।
অভুক্ত এই চাষার ঘরে
জ্বালাও বন্ধু, একটু আশার আলো,
অহমিকা সব ধুয়ে ফেলো মন থেকে
বুকে তুলে নাও, চাষাকেই বাসো ভালো।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯
জাকারিয়া মুবিন বলেছেন:
ওদের কথাই বলছি।
২| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য...
ভালোলাগা++
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ ভাই।
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
জাকারিয়া মুবিন বলেছেন:
ভাই, আপনার খবর কি? শরীরটা ভাল তো। অনেকদিন পর ব্লগে আইলেন, তাই জিজ্ঞেস করতে ভুইলা গেসিলাম।
৩| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মাক্স বলেছেন: শুরু না হতেই শেষ হয়ে গেল?
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
জাকারিয়া মুবিন বলেছেন:
হুম। ছোট হয়ে গেছে।
৪| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার কাব্য। ভাল লাগলো। ++++++++++++++++++
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ বনলতা সেন।
৫| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
++++
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ শান্তা।
৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০
একজন আরমান বলেছেন:
দারুন।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ।
৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২
সায়েম মুন বলেছেন: ওরা না বাঁচলে আমরা বাঁচবো না। অন্নের জন্য ওরা শ্রম দেয় সেই অন্নটাই ওদের ঠিকমত জোটে না।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
জাকারিয়া মুবিন বলেছেন:
শতভাগ ঠিক বলেছেন।
৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
বোকামন বলেছেন:
“অভুক্ত এই চাষার ঘরে
জ্বালাও বন্ধু, একটু আশার আলো”
সহস্র ভালোলাগা ভাই ...
আপনাকে কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে । । ।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩
মামুন রশিদ বলেছেন: সুন্দর
নবম ভালোলাগা ।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।
১০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
১১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
তারছেড়া লিমন বলেছেন: অনেক সুন্দর একটা লেখা.............কবি ও কবিতা দুটোই ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ।
১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
আশিক মাসুম বলেছেন: চাষাকেই বাসো ভালো।
সুন্দর।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
জাকারিয়া মুবিন বলেছেন:
নজর দেয়া উচিত এদিকটায় সবার, সাধ্যমত।
১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
রুদ্র মানব বলেছেন: অভুক্ত এই চাষার ঘরে
জ্বালাও বন্ধু, একটু আশার আলো,
অহমিকা সব ধুয়ে ফেলো মন থেকে
বুকে তুলে নাও, চাষাকেই বাসো ভালো।
দারুণ হয়েছে । দশম ভাল লাগা রইলো
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪১
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ রুদ্র মানব।
১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
ঘুড্ডির পাইলট বলেছেন: আমাদের সরকারের উচিত কৃষকদের জাতীয় ভাবে সনমানজনক পেশাদার মানুষ হিসাবে সিকৃতি দেয়া ।
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২
জাকারিয়া মুবিন বলেছেন:
সহমত। কিন্তু তাইলে সরকার দূর্নীতি করবে কখন?!!
১৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
অদ্ভুত সুন্দর!!!
অনেক অনেক ভাললাগা রইলো।
++++++++++
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ দেশী ভাই।
ভাল থাকবেন সর্বদাই।
১৭| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
স্পাইসিস্পাই001 বলেছেন: অতি চমৎকার....++++++
ধন্যবাদ....।ভাল থাকবেন....।
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১
জাকারিয়া মুবিন বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
১৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮
নীল-দর্পণ বলেছেন: ছায়ার নিচে, ঘরের ভেতর
বসে আছো কতই না সুখে,
আর ওরা? আমাদেরকে খাদ্য দিয়ে
না খেতে পেয়ে মরছে ধুঁকে ধুঁকে।
দুঃখজনক সত্য !
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
জাকারিয়া মুবিন বলেছেন:
হুম। দু:খজনক সত্য।
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুব ভাল লেখা, এবং খারাপ লাগলো ভাই.. সত্য কথাটিই বলেছেন, মন ছুয়ে গেছে।
(দেরির জন্যে দুক্ষিত সেদিনই পড়েছি, মন্তব্য করা হয় নাই)
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
জাকারিয়া মুবিন বলেছেন:
বেটার লেট, দেন নেভার।
অনেক ধন্যবাদ।
২০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭
ফালতু বালক বলেছেন: অভুক্ত এই চাষার ঘরে
জ্বালাও বন্ধু, একটু আশার আলো,
অহমিকা সব ধুয়ে ফেলো মন থেকে
বুকে তুলে নাও, চাষাকেই বাসো ভালো
অসাধারণ।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ বালক।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
নিয়েল ( হিমু ) বলেছেন:
হ্যা ওদেরই কথা বলছি
ওরা কৃষক[/]
+++