নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

"প্রশ্ন" একটি চরম আবেগী কোবতে

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২









যখন আমি তোমার চোখের

আড়ালে যাই চলে,

ভেসে কি উঠি মনে ?



মনে কি পড়ে আমায় তোমার

পাখির কোলাহলে,

স্নিগ্ধ সমীরণে ?



শান্ত সকালে, শুদ্ধ বাতাস

দোলায় যখন চুল,

ভাব কি আমায় তখন ?



স্মরণ কর কি কুয়াশা ভোরে

মিষ্টি রোদের ছোঁয়া

অঙ্গে জড়াও যখন ?



আয়নাতে মুখ যখন দেখ

তোমার পাশে,

খোঁজ কি আমার মুখও ?



কান্নারত আমার ছবি

কখনও ভেবে,

ভিজে কি তোমার চোখও ?



কর্মমুখরতার মাঝে

একটু অবসরে,

মুখ কি আমার ভাসে ?



জমানো কোন আড্ডায় বসে

আনমনেতে হঠাৎ,

স্মৃতি কি আমার হাসে ?



অনেক কথায় মুখর যখন থাকো,

আমায় যাও কি ভুলে ?



মুখটি আমার ভাব কি কখনও

একলা বসে,

হৃদয় দুয়ার খুলে ?



ক্লান্ত দুপুরে, প্রখর রোদে

তোমার মনের ঘরে,

পড়ে কি আমার টোকা ?



বোকামি আমার স্মরণ করে

কখনো আনমনেতে,

বলে কি ওঠ ? “বোকা” ।



শাওয়ার ছেড়ে ভেজাও দেহ

ভেজে কি তোমার মনও ?



আমার কথা শুনবে বলে

উদাস হাওয়া,

কান পেতে কি শোন ?



কালো মেঘে, দুপুরে যদি

রাতের আঁধার নামে,

পাশে কি আমায় খোঁজ ?



স্পর্শ আমার পাচ্ছ ভেবে

অনেক সুখে,

চোখ দুটো কি বোজ ?



ভ্যপসা গরমে বৃষ্টি যখন নামে,

আমায় খোঁজ কি,

মন ভেজাবে বলে ?



আমার বিরহে বৃষ্টিভেজা দিনে

প্রিয়া আমার,

কাঁদো কি অন্তরালে ?



মিষ্টি বিকেলে জানলায় বসে

শান্ত হাওয়ায়,

আমায় ভাব কি তুমি ?



আমার ছবিতে তাকিয়ে থেকে

আলতো করে,

দাও কি কখনো চুমি ?



গোধূলি বেলায়, লালচে পথে

একলা যখন হাঁটো,

ভাব কি আমায় পাশে ?



কেমন আছি, তোমার আমি

এসব ভেবে,

জল কি চোখে আসে ?



নিঝুম রাতে, নিভিয়ে বাতি,

চাঁদের আলোকে তুমি,

ভাব কি আমার হাসি ?



আমার কথা স্মরণ করে

মনে মনে কি বলো ?

“তোমায় ভালবাসি” ।



ঘুম না এলে গভীর রাতে

আমার অভাব,

অনুভব কি করো ?



কবিতা আমার – আমার চিঠি

সামনে নিয়ে,

বারবার কি পড়ো ?



ঝড়ের রাতে অজানা ভয়ে

উষ্ণ এ বুক,

খোঁজে কি তোমার মন ?



আকাশ ফেটে বিজলী পড়ে,

কামনা করকি

গভীর আলিঙ্গন ?



ঘুমের মাঝে স্বপ্ন ভুবন,

সেই ভুবনে তুমি,

দেখ কি আমার ছবি ?



জড়িয়ে ধরকি আমায় তুমি,

স্বপ্ন মাঝে ?

বিলিয়ে কি দাও সবি ?



সকাল থেকে রাত অবধি

প্রতিটি ক্ষণে,

মনে কি আমায় রাখো ?



যখন আমি থাকিনা পাশে

আমার তুমি,

শুধু কি আমারি থাকো ?



সুখের স্মৃতি স্মরণ করে

মনের মাঝে

শিহরণ কি জাগে ?



ভালবাসি তোমায় যত

এমন ভালোবাসা

পেয়েছ কি কভু আগে ?????.....

মন্তব্য ৫০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

ফালতু বালক বলেছেন: বি্রাট কোবতে
ভালো লাগছে মুবিন ভাই।

প্রশ্নে উত্তর তো মনে হয় পাইছেন ;)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ।

হুম, প্রশ্নের উত্তর পাইসি ;)

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

স্বপনবাজ বলেছেন: এত এত প্রশ্ন কেনু ????
কবিতা ভালো লেগেছে ! +

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

জাকারিয়া মুবিন বলেছেন:
বেশী আবেগ, তাই বেশী প্রশ্ন।

ধন‍্যবাদ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভাললাগা রেখে গেলাম ভাই।


++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

shfikul বলেছেন: সুন্দর।অনেক সুন্দর।আপনিও কি আমার মতো অন্ধকারে বসে ছিলেন নাকি?+++

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ শফিকুল ভাই।

অন্ধকারে বসে থাকা,, বুঝলামনা ভাই,, মাথার উপ্রে দিয়া গেল। :(

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন:
অসংখ‍্য ধন‍্যবাদ কবি। :)

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

রুদ্র মানব বলেছেন: কবিতারে কোবতেও বলা যায় নাকি :-/ :-/ :-/

কবিতাটা অবশ্য বেশ ভাল হইছে !:#P

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন:
নিজের লেখার সাথে নিজেই ইট্টু মজাক করলাম আরকি।

ধন্যবাদ ভ্রাতা। :)

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

বনলতা মুনিয়া বলেছেন: ঘুমের মাঝে স্বপ্ন ভুবন,
সেই ভুবনে তুমি,
দেখ কি আমার ছবি ?

ভালো লেগেছে :) :) :) :)

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ মুনিয়া। :)

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

যুবায়ের বলেছেন: দারুন কোবতে ;)
প্লাস++

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ যুবায়ের ভাই। :)

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৭

আশিক মাসুম বলেছেন: ভালো।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

জাকারিয়া মুবিন বলেছেন:
শুধুই ভালো। ঠিক আছে মাইনা নিনু।

ধন্যবাদ।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

জাকারিয়া মুবিন বলেছেন:
প্লাসের জন্য ধন্যবাদ কান্ডারী ভাই।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৪

মামুন রশিদ বলেছেন: অনেক সুন্দর হইসে :)

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই। :)

১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরে বাহ! সকাল সকাল কবিতা পড়তে খুব ভালো লাগে। আপনার কবিতা খুব ভালো লেগেছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ বনলতা। :)

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগলো অনেক,স্নিগ্ধ, সরল ।

অনেক শুভকামনা রইলো।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

নীল-দর্পণ বলেছেন: এত্ত আবেগ :-*
++

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

জাকারিয়া মুবিন বলেছেন:
প্রচুর, অনেকগুলা আবেগ :) :)

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

প্রশ্নের উত্তর কি পেয়েছেন ভাই ???
আর
তাছাড়াও
এভাবে জিজ্ঞেস করলে
উত্তর না দিয়ে কই যাবে !:#P !:#P



ভয়াবহ পছন্দ হয়েছে B-) ... প্রশ্ন আর প্রশ্ন ...আর আবেগি প্রশ্নপত্র!!!


প্লাস শুধু একবার এই দেয়া যায় ! আফসুস! :( :((

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন:
এত প্রশ্নের উত্তরে শুধু একটি উত্তরই পেয়েছিলাম, "ভালবাসি, খুব বেশী"

আর কিছু লাগে বলেন ;) :)

অনেক ধন্যবাদ।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

রোকেয়া ইসলাম বলেছেন: সত্যি অসাধারন একটা কবিতা।
প্রতিটা লাইন, প্রতিটা কথাই খুব সুন্দর।
পোষ্টে অনেক ভালো লাগা রেখে গেলাম।
ভালো থাকবেন..................।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন:
আপনার মন্তব‍্যে অনেক সন্মানিত বোধ করছি আপু।

অসংখ‍্য ধন‍্যবাদ এবং কৃতজ্ঞতা।

এত চমৎকার একটা মন্তব‍্যের জন‍্যে আপনাকে অনুসরনে নিলাম :)

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৩

একজন আরমান বলেছেন:
আহা।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
আহাহা.... ;)

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

মাক্স বলেছেন: :(:(:(:(

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

জাকারিয়া মুবিন বলেছেন:
মন খারাপের ইমো কেন ব্রো !!!???

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: আসলেই অনেক আবেগীয় !

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

জাকারিয়া মুবিন বলেছেন:
থ‍্যাংকু :)

২০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহজ সুন্দর!!! বলতেই হচ্ছে অসাধারণ! বেশ কিছু যায়গা দ্বারা টাচড ছিলাম ভাইয়া। অবশ্যই +

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা। :)

২১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

আমি বাঁধনহারা বলেছেন:






ভালো লাগল।মন ছুঁয়ে গেল।

+++++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ কবি।

২২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

ফারজানা শিরিন বলেছেন: এত প্রশ্নের উত্তর কিভাবে দিবো ??? ; )

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৮

জাকারিয়া মুবিন বলেছেন:
বাহ!! দ্বিতীয় বার এই কথাটি শুনে অন‍্যরকম লাগছে।

লজ্জা পাওয়ার ইমো হবে।

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

শের শায়রী বলেছেন: বেশ লাগল ভাই

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।

ব্যস্ত নাকি!!! লেখা নাই, দেখা নাই, কাহিনী কি ভাই??

সুস্থ আছেন তো!!

ফি-আমানিল্লাহ।

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

ফারজানা শিরিন বলেছেন: াহাহহাহাহা । আমি তো ভাবলাম অন্তত ৬/৭ বারের মত হবে । :প

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

জাকারিয়া মুবিন বলেছেন:
না রে ভইন।

কবি হইলেই কি বহু প্রেমিক হইতে হইবে!!!

প্রেম জীবনে একটাই করসি, আবার বিয়া কইরাও ফালাইসি প্রেম কইরা। :(

সো একবারই শুনছি।

আর আপনে দ্বিতীয়বার শোনাইলেন। ;)

২৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

তারছেড়া লিমন বলেছেন: ভাই ইডা কি প্রেত্তুম বিরহের সময় লেখা??? দারুন লাগিল আবেগ খানি......আহা মধু মধু............

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.