![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
জীবনটা এক প্রীতি,
হেসে কাছে ডাকে,
পাশাপাশি থাকে,
আলতো ছোঁয়ায় জীবনটা আঁকে,
এই জীবনের প্রতি বাঁকে বাঁকে,
মা, বাবা ও বোনে,
কতনা স্বজনে,
বানায় প্রেমের ফাঁদ।।
জীবনটা এক গীতি,
সারেগামাপাধা,
সাত স্বরে বাঁধা,
জীবনের সুরে লাগে মনে ধাঁধাঁ,
এই কি পূর্ণ! নাকি মোটে আধা!
স্মৃতিটাকে ঘাটি,
পুরোটাকি খাঁটি?
নেই কি একটু খাঁদ?।।
জীবনটা এক স্মৃতি,
কে-কোথায়-কবে,
কখন-কিভাবে,
দিয়েছিল হাসি-ব্যাথা এই ভবে,
একা একা বসে সেই কথা ভেবে,
কভু হাসি আসে,
কভু ব্যাথা ভাসে,
এই জীবনের স্বাদ।।
জীবনটা ভরা ভীতি,
আছি বেঁচে ভবে,
যাব চলে কবে,
'সহজ মরণ' নিশ্চিত হবে!?
বাঁচার জায়গা কোথায়-এ ভবে?
পৃথিবীতে সেই,
জায়গাতো নেই,
বাঁচার জায়গা চাঁদ!!
জীবনের এই রীতি,
দুঃখ ও সুখ,
সুখের অসুখ
দুঃখী কথা ভেবে ফেটে যায় বুক,
তবুও বন্ধ জনতার মুখ,
কাজ করে খায়,
পথেই ঘুমায়,
আকাশ ওদের ছাদ।।
কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে।
গান হলেও হতে পারে
সবাইকে বাংলা নববর্ষের অগুনিত শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ, শুভ নববর্ষ।
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১০
মিষ্টি মেয়ে বলেছেন: শুভ নববর্ষ!
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ
নববর্ষ উপলক্ষে মিষ্টি খাইয়া যাইয়েন। (দোকান থিকা নিজের টাকায়)
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৩
না পারভীন বলেছেন: সব বলা হয়ে গেছে এ কবিতায় , যা কিছু ভাবি ।
শুভ নববর্ষ ভাইয়া !
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু। শুভ নববর্ষ।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১১
বিজয় বেষ্ট বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩
জাকারিয়া মুবিন বলেছেন:
৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১১
বিজয় বেষ্ট বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
জাকারিয়া মুবিন বলেছেন:
আপনাকেও শুভ নববর্ষ।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪
মামুন রশিদ বলেছেন: শুভ নববর্ষ ১৪২০ ।
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮
জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ মামুন ভাই।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০
জাকারিয়া মুবিন বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬
সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো। নববর্ষের শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩
জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ।
৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: কবি ৩য় ভাল লাগা।নববর্ষের শুভেচ্ছা রইলো
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ নববর্ষ!
আর কবিতায় যথারীতি ++++++++
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ নববর্ষ।
১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮
একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ মুবিন ভাই।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ।
১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫
নীল-দর্পণ বলেছেন: জীবনটা ভরা ভীতি,
আছি বেঁচে ভবে,
যাব চলে কবে,
'সহজ মরণ' নিশ্চিত হবে!?
noboborser suveccha
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ।
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
প্রিয়তমেষূ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫
জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ।
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
মাক্স বলেছেন: কবিতা পড়তে পড়তেই গান গান মনে হৈসে!
প্লাস!
নববর্ষের শুভেচ্ছা!
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ নববর্ষ।
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ঘুড্ডির পাইলট বলেছেন: মনে হলো একটা সুন্দর গান ।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ পাইলট ভাই।
শুভ নববর্ষ।
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
আশিক মাসুম বলেছেন: সুন্দর কবিতা
আপনাকে নতুর বছরের শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ
শুভ নববর্ষ।
১৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু।
শুভ নববর্ষ।
১৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ.....ভাল থাকুন সবসময়।।কবিতায়+++++++++++++++++
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ নববর্ষ।
১৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগলো:+++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ।
শুভ নববর্ষ।
আপনার ট্রেডমার্ক কমেন্ট ভালই লাগে "ভাল থাকবেন, মনে রাখবেন"
যান, আপনাকে অনুসরনে নিলাম। তাহলে আর ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না।
আমাকেও মনে রাখবেন।
২০| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
যুবায়ের বলেছেন: চমতকার কাব্য...
পিলাচ++
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ যুবায়ের ভাই।
২১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: অসাধারণ কাব্য।
পুরোটা অনবদ্য।
কাব্যে +++++++++
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯
জাকারিয়া মুবিন বলেছেন:
অনবদ্য। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ।
২২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা কবিতা। মন ছুঁয়ে গেল।
লেখায় +++++
ভাল থাকবেন .....শুভকামনা রইলো.
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
জাকারিয়া মুবিন বলেছেন:
২৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা কবিতা। মন ছুঁয়ে গেল।
লেখায় +++++
ভাল থাকবেন .....শুভকামনা রইলো.
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
২৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: কিরে মবিল, আছিস কেমন দোস্ত?
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
জাকারিয়া মুবিন বলেছেন:
আলহামদুলিল্লাহ। দৌড়ের উপ্রে আছি দোস্ত।
তোর নোয়াখাইল্যা প্রেমের আপডেট কি দোস্ত
২৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: তরে মবিল ডাকসি দেইখ্যা এমনে কলঙ্ক ছড়াবি ??!!
তুই এত নীচ !! আমি ভাবতেই পারছিনা !!
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
জাকারিয়া মুবিন বলেছেন:
দোস্ত বয়স তো কম হইল না। এইবার প্রেম বাদ দিয়া বিয়া কইরা ফালা।
সত্যি কথারে কলন্ক বললি!!
ছি: আমি কি তোর নামে কলন্ক ছড়াইতে পারি!! তোর বিশ্বাস হয়!!
যাউকগা, বিয়ায় দাওয়াত দিস, আবার রাগ কইর্যা না জানাইয়া বিয়া করিসনা।
২৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
নেক্সাস বলেছেন: অনেক ভাল লাগলো মবিন ভাই।
সুন্দর
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
২৭| ০৯ ই মে, ২০১৩ সকাল ১০:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: পোষ্টে ভালোলাগা....
০৯ ই মে, ২০১৩ সকাল ১১:১৪
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
২৮| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:১০
আমিনুর রহমান বলেছেন:
ছন্দ কবিতায় +++
১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেকদিন পর, আমিনুর ভাই!
প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
=========================
জীবনটা এক গীতি,
সারেগামাপাধা,
সাত স্বরে বাঁধা,
জীবনের সুরে লাগে মনে ধাঁধাঁ,
এই কি পূর্ণ!
নাকি মোটে আধা!
স্মৃতিটাকে ঘাটি,
পুরোটাকি খাঁটি?
নেই কি একটু খাঁদ?।।
=========================
ভালোলাগা ।
++++