নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

মা, মাগো, মা............... (১০ই মে, ২০১৩। মায়ের ১৫ তম মৃত্যুবার্ষিকী)

০৯ ই মে, ২০১৩ সকাল ১১:২৬







মা’যে আমার হৃদয় মাঝে বেঁচে থাকার স্পন্দন,

দুঃখের দিনে জড়িয়ে মাকে দুঃখ ভোলার ক্রন্দন।

সেই মা আমার হারিয়ে গেছে ১৫ বছর আগে,

মায়ের মতই হারিয়ে যেতে বড় সাধ আজ জাগে।

ওগো দয়াময়, নিখিলের প্রভু, হে খোদা রহমান,

হেলায় কেন কেড়ে নিলে তুমি আমার মায়ের প্রাণ!?

আমিতো মানুষ, যান্ত্রিক কোন রোবট নই আমি!

মা’র স্নেহ থেকে কেন বঞ্চিত করলে মোরে স্বামী?

আমারওতো ইচ্ছে করে মাকে “মা, মা” বলে ডাকতে,

মা’র পদতলে আমার ঐ বেহেশতটায় থাকতে।

ইচ্ছে করে গভীর আবেগে জড়িয়ে ধরতে মা’কে,

দুঃখের দিনে মনটা আমার কাছে পেতে চায় তাকে।

কারো কথায় মনের ভেতর, খুব ব্যথা পাই যদি,

ইচ্ছে করে মায়ের আঁচলে মুখ গুঁজে আমি কাঁদি।

কত কিছুই ইচ্ছে করে, পারিনা কিছুই করতে,

ইচ্ছে হলেও পারিনা আমি মা’কে জড়িয়ে ধরতে।

আমার মা’যে নেই এখন আর, এই দুনিয়া ‘পরে,

কেউ বলেনা “ঘুরে এসো”, বিকেলে শুয়ে থাকলে ঘরে।

মুখ কালো দেখে কেউ বলেনা, “মন ভাল নেই বাবা!!”

মমতায় কেউ শুধাবে এখন!? যায়না মোটে ভাবা!!

অন্যায় যদি করি এখন, দেয়না তো কেউ চড়,

চড় দিয়ে কেউ পরক্ষনে, করেনা আর আদর।

ঘুম থেকে কেউ ডাকেনা আর, মাথায় বুলিয়ে হাত,

চুমু খেয়ে কেউ বলেনা, “জাগো, ফুরিয়ে গেছে যে রাত”।

মা যাবার পর সুখের সূর্য, সেই যে ডুবে গেলো,

এ রাত মোর ফুরোবেনা কভু, দেখবোনা আর আলো।

সম ভোর আর আসবেনা যবে, ঘুমের থেকে জেগে,

দেখবো মা’কে, শুনবো কথা, “মা, মা” বলে ডাকবো তাকে।

রাত জেগে যদি পড়ি এখন, করেনা কেউ শাসন,

কভু যে হায়! পূর্ণ হয়না, খালি মায়ের আসন।

রাতের বেলা একগ্লাস দুধ, দেয়না কেউ এনে,

আদর করে কেউ বলেনা, “বাবা, দুধটুকু খেয়ে নে”।

বেড়াতে যাই এখনো, কেউ পথ চেয়ে রয়না আর,

কেউতো বলেনা! “অনিয়ম করবিনা খবরদার”!!

গরমে কেউ দেয়না আর তালের পাখার হাওয়া,

আছে কি দোকান!! যেখানে মা’র স্নেহ যায় পাওয়া!!



কি দুঃসহ! কি ভয়ানক! এই মা’কে ছাড়া বেঁচে থাকা,

এত ব্যথা মোর ঢাকবো কি দিয়ে! যায়না যে তা ঢাকা।

ভাগ্যলিখন তুমিই তো লিখো, হে প্রভু দয়াময়,

কেন তবে এ নিষ্ঠুরতা! কোন পাপের বিনিময়!!

পনের বছর হয়ে গেল, মা’কে ছাড়াই বেঁচে আছি,

মা বলে আর কেউ নেই মোর, পৃথিবীর কাছাকাছি।

ঘরে ফিরে আর পারিনা এখন, “মা, মা” বলে ডাকতে,

যে ঘরে মা নেই, ইচ্ছে করেনা ক্ষণ সেথা থাকতে।

মাঝে মাঝেই খুব ইচ্ছে করে, চেঁচিয়ে ডাকি মা’কে,

ইচ্ছে করে পরপার থেকে ছিনতাই করি তাঁকে!

ইচ্ছে করে মাঝে মাঝে খুব, চিৎকার করে কাঁদি,

ইচ্ছে করে চোখের পানিতে, ভাসাই সাগর-নদী।

ইচ্ছে করে ঘরে তুলে আনি পৃথিবীর সুখ যত,

এই দোয়া করি, কেউ না হারাক, মা’কে আমার মত।

ইচ্ছে করে ভেঙে ফেলি এই শরীর নামের খাঁচা,

এত দুখ নিয়ে কিভাবে থাকি! যায়না এভাবে বাঁচা।

ইচ্ছে করে নিজের সিনায় নিজেই ছুরি মারতে,

পারিনা! পারিনা! পারিনা! আমি কিছু পারিনা করতে।

এই না পারার ঘুণপোকা, কুড়ে কুড়ে খায় আমাকে,

তারপরেও বেঁচেই আছি, তবু তো মানুষ বেঁচে থাকে।

দুঃখী সূর্য হারিয়ে যাচ্ছে দিগন্তের ঐ পারে,

অমনি করেই হারিয়ে যেতে ইচ্ছে আমার করে।

“ভাবি বসে আর অপেক্ষা করি, মা’র কাছে যাব কবে?

আর যে পারিনা থাকতে একাকী, মা’কে ছাড়া এই ভবে!!





উৎসর্গঃ মা।







মন্তব্য ৬০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৩৮

মোমের মানুষ বলেছেন: মা থাকাতে মায়ের মর্যাদা এখনও বুঝে আসছে না.......
আল্লাহ আপনার মা কে জান্নাতুল ফিরদাউসে রাখুক

০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:০৭

জাকারিয়া মুবিন বলেছেন:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

২| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
একজন সন্তানের কাছে সবচেয়ে দুঃখের বিষয় হতে পারে যখন মা বলবেন তুই আমাকে আর কখনো মা বলে ডাকবি না। এমন ভুল যেন কোন সন্তান না করে সেই কামনা করি।

০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:০৮

জাকারিয়া মুবিন বলেছেন:

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

আমিন।

৩| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৪২

এরিস বলেছেন: কি দুঃসহ! কি ভয়ানক! এই মা’কে ছাড়া বেঁচে থাকা,
এত ব্যথা মোর ঢাকবো কি দিয়ে! যায়না যে তা ঢাকা।

০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:১০

জাকারিয়া মুবিন বলেছেন:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

৪| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৪৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: শেষের দিকে এসে আর পড়তেই পারছিলাম না, চোখ ঝাপসা হয়ে আসাতে। তাড়াতাড়ি চোখে পানি দিলাম, যাতে অফিসে বিব্রত হতে না হয়। তারপর আবার পড়লাম।

আমি সেই পরম সৌভাগ্যবানদের একজন, যাদের মা এখনো তাদের পাশেই আছে। আলহামদুলিল্লাহ।

আল্লাহ, সমস্ত মা হারা'দের অন্তরে শান্তি দান করুন, সেই অসময়ে চলে যাওয়া মা'দের জান্নাত নসী ব করুন, আর বেঁচে থাকা মা'দের অনেক অনেক ভাল রাখুন।

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরাহ।

০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

৫| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমাদের সকলের মা অনেক ভালো থাকুক। আমি জীবনে ভালো যা কিছু আছে সবই শিখেছি মা এর কাছ থেকে। মা ছাড়া একটি দিন আমার কাচে কল্পনারও বাইরে।

আল্লাহ, সমস্ত মা হারা'দের অন্তরে শান্তি দান করুন, সেই অসময়ে চলে যাওয়া মা'দের জান্নাত নসী ব করুন, আর বেঁচে থাকা মা'দের অনেক অনেক ভাল রাখুন।

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরাহ।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

৬| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:০৩

সায়েম মুন বলেছেন: মাকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা।

০৯ ই মে, ২০১৩ রাত ৮:০১

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

৭| ০৯ ই মে, ২০১৩ রাত ৮:২৩

না পারভীন বলেছেন: আহারে । মা থাকতে মায়ের ছায়া বুঝতে পারিনা ।
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

০৯ ই মে, ২০১৩ রাত ১১:১০

জাকারিয়া মুবিন বলেছেন:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

আমিন।

৮| ০৯ ই মে, ২০১৩ রাত ৮:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মাকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা পড়লাম!!!! প্লাস!!!

০৯ ই মে, ২০১৩ রাত ১১:৩২

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

৯| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:৩৪

আমিনুর রহমান বলেছেন:

ভীষন মন খারাপ হয়ে গেল কবিতাটা পরে।


রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

০৯ ই মে, ২০১৩ রাত ১১:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন:
দোয়া করবেন ভাই।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

১০| ০৯ ই মে, ২০১৩ রাত ১১:২২

বনলতা মুনিয়া বলেছেন: বুঝতে শেখার আগেই মাকে হারিয়েছি। তবুও একটু হলেও বুঝতে পারছি আপনার কষ্ট। মার জন্য দোয়া করবেন নিয়মিত। আল্লাহ্ মাকে বেহেশত নসিব করুন

০৯ ই মে, ২০১৩ রাত ১১:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন


রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

১১| ১০ ই মে, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:
আল্লাহ আপনার মাকে জান্নাতবাসী করুন।

১০ ই মে, ২০১৩ রাত ১২:২৪

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

১২| ১০ ই মে, ২০১৩ রাত ১২:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
আল্লাহ আপনার মা কে জান্নাতুল ফিরদাউসে রাখুক।

১০ ই মে, ২০১৩ সকাল ৮:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

১৩| ১০ ই মে, ২০১৩ ভোর ৬:৩২

নীল-দর্পণ বলেছেন: onek sundor lekha....Allah maa k jannater orboccho jaygay rakhun...

১০ ই মে, ২০১৩ সকাল ৮:৫০

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

১৪| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: মা , প্রিয় মা আমার!


লেখাটির জন্য আপনার কাছে কৃতজ্ঞতা!

১০ ই মে, ২০১৩ বিকাল ৫:৫১

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

১৫| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

বোকামন বলেছেন:





রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।
আল্লাহ আপনার মা কে জান্নাতবাসী করুন

১০ ই মে, ২০১৩ রাত ১১:৩৭

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

১৬| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৩

প্রিন্স হেক্টর বলেছেন: আল্লাহ আপনার মাকে জান্নাতবাসী করুন :( :(

১১ ই মে, ২০১৩ রাত ১২:০৩

জাকারিয়া মুবিন বলেছেন:

আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

১৭| ১১ ই মে, ২০১৩ রাত ১২:০৫

তারছেড়া লিমন বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।
আল্লাহ আপনার মা কে জান্নাতবাসী করুন

১১ ই মে, ২০১৩ রাত ১২:১৪

জাকারিয়া মুবিন বলেছেন:

আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

১৮| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২২

ইয়ার শরীফ বলেছেন: আমি সেই পরম সৌভাগ্যবানদের একজন, যাদের মা এখনো তাদের পাশেই আছে। আলহামদুলিল্লাহ।

আল্লাহ, সমস্ত মা হারা'দের অন্তরে শান্তি দান করুন, সেই অসময়ে চলে যাওয়া মা'দের জান্নাত নসী ব করুন, আর বেঁচে থাকা মা'দের অনেক অনেক ভাল রাখুন।

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরাহ।

১১ ই মে, ২০১৩ দুপুর ২:২৩

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

১৯| ১১ ই মে, ২০১৩ রাত ২:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মা আমার প্রিয় মা ।

ভালো আছেন , ভালো থেক মা ।

১১ ই মে, ২০১৩ দুপুর ২:২৫

জাকারিয়া মুবিন বলেছেন:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

২০| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:০২

মামুন রশিদ বলেছেন: মা কে নিয়ে লেখা সব কিছুই ভালো লাগে । মায়ের জন্য ভালোবাসা ।

১১ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

২১| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩১

তানিয়া হাসান খান বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

মাকে নিয়ে লেখা অসাধারণ লেখা। ধন্যবাদ আর শুভকামনা।

১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৩

জাকারিয়া মুবিন বলেছেন:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

২২| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩১

তানিয়া হাসান খান বলেছেন: ++++++++++++++++++
সহ প্রিয়তে.।

১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৫

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন‍্যবাদ আপু।

২৩| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

রোকেয়া ইসলাম বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

মাকে নিয়ে লেখা অসাধারণ এই লেখাটা পরম শ্রদ্ধ্যা আর ভালোবাসায় আমার অন্তরের অন্তস্থলে রেখে দিলাম।
আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুন............

২১ শে মে, ২০১৩ রাত ৯:০১

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন, ছুম্মা আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

২৪| ২১ শে মে, ২০১৩ রাত ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: শেষের দিকে এসে আর পড়তেই পারছিলাম না, চোখ ঝাপসা হয়ে আসাতে। তাড়াতাড়ি চোখে পানি দিলাম, যাতে অফিসে বিব্রত হতে না হয়। তারপর আবার পড়লাম।

আমি সেই পরম সৌভাগ্যবানদের একজন, যাদের মা এখনো তাদের পাশেই আছে। আলহামদুলিল্লাহ।

আল্লাহ, সমস্ত মা হারা'দের অন্তরে শান্তি দান করুন, সেই অসময়ে চলে যাওয়া মা'দের জান্নাত নসী ব করুন, আর বেঁচে থাকা মা'দের অনেক অনেক ভাল রাখুন।

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরাহ।

২১ শে মে, ২০১৩ রাত ১০:৫২

জাকারিয়া মুবিন বলেছেন:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

২৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মাকে আল্লাহ জান্নাতবাসী করুন,,,,,,,,,,,,,,,,মার জন্য বেশি বেশি দোয়া করবেন,,,,,,,,,,,মার জন্য অনেক অনেক দোয়া করছি

২৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৩

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

২৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:২৫

সোহাগ সকাল বলেছেন: মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি। অবশ্যই জান্নাতবাসী হবেন।

২৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

২৭| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫০

ইনকগনিটো বলেছেন: পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক।

আপনার মায়ের জন্য দোয়া রইলো।

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩০

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ্।

২৮| ২২ শে জুন, ২০১৩ রাত ১:১৭

আমি তুমি আমরা বলেছেন: আপনার মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি।

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

জাকারিয়া মুবিন বলেছেন:
আমিন।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ।

২৯| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: মা যে আমায় গান শুনাতো দোলনা ঠেলে ঠেলে
মা গিয়েছেন যেতে যেতে গানটি গেছে ফেলে.......:(

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫১

জাকারিয়া মুবিন বলেছেন:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরাহ।


খুব সুন্দর বলেছেন, এটা কি কোন গান?

৩০| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: এটা রবিঠাকুরের কবিতা ভাইয়া।

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

জাকারিয়া মুবিন বলেছেন:
হুমম.............. ছুঁয়ে গেছে খুব......।

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.