![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
আজ আমার মা'র ১৯ তম মৃত্যু বার্ষিকী। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করেন।
আমিন।
"আমি আমার "মা" কে ভালবাসি না। একটুও না।
মা দিবসে ফেসবুকে স্টেটাস প্রসব করি, প্রোপিক চেঞ্জ করি, ধার করা ছবি শেয়ার করি, মা দিবসের কর্পোরেট ভিডিও শেয়ার করি আর সবাইকে দেখাই আমি ফেরেস্তা টাইপ ছেলে...
আমি আসলে একটা হিপোক্রেট! এই পৃথিবীর সবচে জঘন্য সন্তান!
বউয়ের রূপ দেখে পৃথিবীর সবচে রূপসী মহিলাটার কথা ভুলে যাই,
বন্ধুদের আড্ডায় বসে ভুলে যাই জন্মের পর থেকে আগলে রাখা বন্ধুটির কথা।
মায়ের বলা একটি কথাও মানতে ভাল্লাগেনা আমার!
তাঁর কথামত সবার সাথে ভাল ব্যবহার করি না, ঠিকমতো নামাজ পড়ি না, সময়মত খাই না, ঘুমাই না। মহিলাটা সবকিছু নিয়া হুদাই চিল্লায়, ধুর!
লাখ টাকা খরচ করে নামের সামনে পিছে "হাজী" লাগাই, মায়ের চেহারার দিকে একবার ভালবাসার নজরে তাকানোর সময় হয় না আমার!!!
ধিক আমাকে, ধিক!
হে আল্লাহ, যার মা বেঁচে আছেন তাকে মার সেবা করার তাওফিক দাও, মুখে নয় অন্তরে, কাজে কর্মে ভালবাসা প্রমানের সুযোগ দাও,
আর যাকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেছো তাঁকে বেহেস্ত নসিব করো।
"রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগিরাহ" আজ আমার মা'র ১৯ তম মৃত্যু বার্ষিকী। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করেন।
আমিন।
১৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৪
জাকারিয়া মুবিন বলেছেন: আমিন
২| ১০ ই মে, ২০১৭ রাত ১১:৩৯
ধ্রুবক আলো বলেছেন: আপনার মায়ের আত্মা শান্তিতে নিমগ্ন থাকুক । আল্লাহ উনাকে জান্নাত বাসী করুক।
১৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৭
জাকারিয়া মুবিন বলেছেন: আমিন
৩| ২০ শে মে, ২০১৭ সকাল ৮:২৪
নীল-দর্পণ বলেছেন: আল্লাহ জান্নাত নসীব করুন আপনার মা'কে
২০ শে মে, ২০১৭ বিকাল ৪:২২
জাকারিয়া মুবিন বলেছেন: আমিন
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৭ রাত ১১:২২
আহমেদ জী এস বলেছেন: জাকারিয়া মুবিন ,
আপনার মায়ের আত্মা শান্তিতে নিমগ্ন থাকুক । বেহেস্ত যেন নসীব হয় তাঁর !