নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

Superdad 03

২৫ শে মে, ২০১৭ রাত ১১:৩৬

#প্রজেক্ট_০৪



Steam Train Engine

এই ইউটিউব ভিডিও থেকে দেখে করতে চাইসিলাম।

ওদের চিপসের কৌটার জায়গায় টিস্যু পেপার টিউব ব্যাবহার করার পর এটা যে একটা স্টীম ট্রেন ইঞ্জিন সেটা আমার নিজেকেই অনেক কষ্টে বোঝাতে হয়েছে। :P

সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আমার ছেলে এটা দেখে বিদ্রুপের হাসি হাসেনি। তার আবদার ছিল, এটার বগি বানিয়ে দিতে হবে, ব্যাস।

#প্রজেক্ট_০৫



Emoticon Face



এই লিংকে গেলেই পাবেন সবকিছু, শুধু একটু কষ্ট করে ইংরেজিতে পড়তে হবে :P



তবে কার্ডবোর্ডের জায়গায় আমি নতুন শার্টের প্যাকেট থেকে শার্টের ভাজ ঠিক রাখার জন্য যে মোটা কাগজ থাকে, সেটা কেটে নিয়েছিলাম।



আর ব্যাবহার করেছি কালারফুল বোর্ড পিন ও পোস্টার কালার।



আগের প্রজেক্ট ফেইল মারলেও এই প্রজেক্টে ফুল মার্কস পাওয়ায় টোটাল রেজাল্ট ভালই হইসে :D



ছেলে একটু পরপর চেহারা চেঞ্জ করে আর এসে বলে, 'বাবা, এখন এটাকে কেমন লাগছে, এখন কি হাসে? এখন কি রাগ করসে? এখন কি কান্না করতেসে?! =p~



এখন তার দাবী হলো এটা লিভিং রুমের দরজায় তার উচ্চতায় লাগিয়ে দিতে হবে, আর সে একটু পরপর চেঞ্জ করবে।



দাবী পূরণ করার চেষ্টায় আছি।




প্রজেক্ট ১,২,৩ঃ
Superdad 01
Superdad 02

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৭ রাত ২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: অঙ্কনবোদ্ধা নই।। তবে সন্তানের আব্দারে নতিস্বীকারে লজ্জিতও নই।।

২৬ শে মে, ২০১৭ ভোর ৬:২৪

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল বলেছেন।

২| ২৬ শে মে, ২০১৭ রাত ৩:৫৭

মানবী বলেছেন: বাহ্! আপনি সত্যিই সুপার ড্যাড।
আপনার সন্তানরা পৃথিবীর সবচেয়ে ঐশ্বর্য্যবানদের অন্যতম।


সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ জাকারিয়া মুবিন।


২৬ শে মে, ২০১৭ ভোর ৬:২৫

জাকারিয়া মুবিন বলেছেন: হাহাহা। অনেক ধন্যবাদ। Feeling Special...

৩| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৭ শে মে, ২০১৭ দুপুর ২:২৬

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.