![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
সরকারী কর্মকর্তা, রাজনিতীবিদরা কি জনগনের সেবক ? নাকি জনগন তাদের চাকর?
আমরা কাগজ পত্র থেকে জানি সরকার, সরকারী কর্মকর্তা, রাজনিতীবিদরা
জনগনের সেবক । জনগনই সকল ক্ষমতার উৎস । আবার কাগজ পত্রেই দেখছি এর উল্টা অবস্থান ।
থানা, পুলিশ, এমপি, চ্যায়ার ম্যান, যে কোন সরকারী কর্মকর্তার কাছে কোন একটি বিষয় লিখিত অবগত করতে গেলেই - নিচে লিখতে হয় আপনার বাধ্যগত/বিনীত নিবেদক/ আপনার অনুগত ইত্যাদি ।
কিন্তু কেন এ শব্দ ব্যাবহার করতে হবে ? যদি সকল ক্ষমতার উৎস জনগনই হয়ে থাকে? এ (বাধ্যগত/বিনীত নিবেদক/ আপনার অনুগত ) -গুলোতে প্রমাণ করে আমরা তাদের চাকর শ্রেণী, তাদের কৃপা পার্থী । বিষয়টা কি তা? আমরা কি কৃপা প্রার্থী ? সরকারতো চলে আমাদের টাকায়ই । আমরাই সরকার নির্ধারণ করি ।
এটা কি সরকারী কোন নিয়ম/ব্যাকরনিক ব্যাবহারিক ভুল? নাকি মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার জন্য বহু আগে সৃষ্টি ক্ষমতাবানদের মোলায়েম মরিচীকা ? নাকি বিষয়টা আমি ভুল ভাবছি?
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
জহিরুল বিপ্লব বলেছেন: আমি একমত আপনার সাথে। এমন বাক্য অবশ্যই নিশিদ্ধ হওয়া জুরুরি।