| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জহিরুলহকবাপি
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
সময় কি তবে পরিচয়হীন এক প্রহেলিকা, নাগরিক বোলচালে?
মধ্য একলা দুপুর, গোধুলী রঙ্গা বিকেল বা মোহময় ভোর
কিছুই আজ আর ঢুকে না নাগরিক চলাচলের ছন্দহীন নৃত্যে !
অথচ ক্রমাগত চন্দ্র ঘুমায়, নগর পকেটে সঞ্চয় করে ঘুম,
ঘুমে তৃষ্ঞার্ত মানুষের পকেটের ঘুম এক সময় মরে যায়
মানুষ জেগে থাকে আরও ঘুম জমানোর আশায় ক্রমাগত,
পাশের বাড়ীর বাতি জ্বলে থাকলে মানুষ উকি দেয় বাহিরে
কতটা পিছে আছি “আমি”? ঘুম জমুক আরও কিছু টা ।
©somewhere in net ltd.