![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আগামী কাল ২৭ শে মার্চ হরতাল । আজ ২৬ শে মার্চ । স্বাধীনতা দিবস । এ দিন দল মত নির্বিশেষে উৎযাপন করে । সাধারণ রাজনৈতিক অসচেতন মানুষও স্ত্রী পুত্র পরিবার নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ঘুরে যায় । এবার যেহেতু গনআন্দোলন চলছে জামাত শিবিরের বিরুদ্ধে তাই মানুষের আবেগও থাকবে একটু বেশী । যারা একেবারেই এ বিষয়ে নির্লিপ্ত তারা ঘর থেকে বেশি সংখ্যক বের হবেন ।
হরতালের আগের রাতে শুরু হয় জ্বালাও পোড়াও । জনগনও মোটামুটি হরতালের আগের সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যায় জ্বালাও এর ভয়ে ।
এবার হরতালের জ্বালাও পোড়াও শুরু হইছে আজ সকাল থেকেই । কিন্তু হওয়ার কথা আজ সন্ধ্যা থেকে ।
এখন প্রশ্ন আসা স্বাভাবিক কেন আজ নিয়ম ভঙ্গ হলো তাও এই ২৬-শে মার্চে । বিষয়টা কি এমন হতে পারে ২৬-শে মার্চ-এ জামাত-শিবিরের গায়ে লাগা আগুন এবার বিএনপিরও গায়ে লেগেছে ? বেশীর ভাগ মানুষই এসব দিনে ঘর থেকে বের হয় বিকেলে । তাই হরতালের আগের সন্ধ্যায় জ্বালাও পোড়াও এর ভয়ে অনেক মানুষ সকালের দিকেই বের হতো, তারা যেন ভয় পেয়ে বের না হয় । অথবা সকালের অবস্থা দেখে যেন মানুষ আরও বেশী ভয় পাবে, কারণ সকালেই যদি এই অবস্থা হয় বিকালে না জানি কি পরিমান জ্বালাও পোড়াও হয়?
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১
মরমি বলেছেন: অবস্থা গতিকে তাই তো মনে হচ্ছে।
৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১
কানা ফকীর বলেছেন: banglar_hasan বলেছেন: প্রশ্ন(২) হাজার হাজার শহীদের মধ্য থেকে ১০/১২ জন আওয়ামি লীগের প্রথম বা দ্বিতীয় সারির নেতার নাম বলুন যারা ২৬শে মার্চ , ৭১ এর হানাদারদের হাতে নিহত হয়েছিল ? জাতি জানতে চায় !!! বিচারের নামে প্রহসণ আর কতদিন?
৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
নষ্ট শয়তান বলেছেন: ফাযলামির একটা সীমা আছে
৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮
অচেনাসময় বলেছেন: নষ্ট শয়তান @ ছাগু
৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
অচেনাসময় বলেছেন: আওয়ামী লীগের প্রাণ যেতে হয় না। কোন জামাতী বা ছাগু গোত্রের কারো কি প্রাণ গেছিল ?
@ পাকিস্তানের_হাচান
৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১
পত্রনবিস বলেছেন: আলিগ আর বিনপি ছুদাছুদি কইরা মরুক গিয়া কিন্তু এই দিনে হরতাল একমাত্র পাকিস্তানের অধিবাসীদেরই দেয়া সম্ভব । হরতাল দুইদিন পরে দিলে কি সমস্যা হইত। তাও আবার শহীদ জিয়ার হাতে তৈরি একটা দলের মাধ্যমে এই টা মানা যায়না
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
বাংলার হাসান বলেছেন: প্রশ্ন(১) কারা সেই আমজনতা যারা ৭১ এই কাল রাত্রিতে প্রাণ দিয়েছিল ?
প্রশ্ন(২) হাজার হাজার শহীদের মধ্য থেকে ১০/১২ জন আওয়ামি লীগের প্রথম বা দ্বিতীয় সারির নেতার নাম বলুন যারা ২৬শে মার্চ , ৭১ এর হানাদারদের হাতে নিহত হয়েছিল ?