নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু কথা..... ২৬-শে মার্চ-এ জামাত-শিবিরের গায়ে লাগা আগুন এবার কি বিএনপিরও গায়ে লেগেছে ?

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

আগামী কাল ২৭ শে মার্চ হরতাল । আজ ২৬ শে মার্চ । স্বাধীনতা দিবস । এ দিন দল মত নির্বিশেষে উৎযাপন করে । সাধারণ রাজনৈতিক অসচেতন মানুষও স্ত্রী পুত্র পরিবার নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ঘুরে যায় । এবার যেহেতু গনআন্দোলন চলছে জামাত শিবিরের বিরুদ্ধে তাই মানুষের আবেগও থাকবে একটু বেশী । যারা একেবারেই এ বিষয়ে নির্লিপ্ত তারা ঘর থেকে বেশি সংখ্যক বের হবেন ।



হরতালের আগের রাতে শুরু হয় জ্বালাও পোড়াও । জনগনও মোটামুটি হরতালের আগের সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যায় জ্বালাও এর ভয়ে ।



এবার হরতালের জ্বালাও পোড়াও শুরু হইছে আজ সকাল থেকেই । কিন্তু হওয়ার কথা আজ সন্ধ্যা থেকে ।

এখন প্রশ্ন আসা স্বাভাবিক কেন আজ নিয়ম ভঙ্গ হলো তাও এই ২৬-শে মার্চে । বিষয়টা কি এমন হতে পারে ২৬-শে মার্চ-এ জামাত-শিবিরের গায়ে লাগা আগুন এবার বিএনপিরও গায়ে লেগেছে ? বেশীর ভাগ মানুষই এসব দিনে ঘর থেকে বের হয় বিকেলে । তাই হরতালের আগের সন্ধ্যায় জ্বালাও পোড়াও এর ভয়ে অনেক মানুষ সকালের দিকেই বের হতো, তারা যেন ভয় পেয়ে বের না হয় । অথবা সকালের অবস্থা দেখে যেন মানুষ আরও বেশী ভয় পাবে, কারণ সকালেই যদি এই অবস্থা হয় বিকালে না জানি কি পরিমান জ্বালাও পোড়াও হয়?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২

বাংলার হাসান বলেছেন: প্রশ্ন(১) কারা সেই আমজনতা যারা ৭১ এই কাল রাত্রিতে প্রাণ দিয়েছিল ?
প্রশ্ন(২) হাজার হাজার শহীদের মধ্য থেকে ১০/১২ জন আওয়ামি লীগের প্রথম বা দ্বিতীয় সারির নেতার নাম বলুন যারা ২৬শে মার্চ , ৭১ এর হানাদারদের হাতে নিহত হয়েছিল ?

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

মরমি বলেছেন: অবস্থা গতিকে তাই তো মনে হচ্ছে।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১

কানা ফকীর বলেছেন: banglar_hasan বলেছেন: প্রশ্ন(২) হাজার হাজার শহীদের মধ্য থেকে ১০/১২ জন আওয়ামি লীগের প্রথম বা দ্বিতীয় সারির নেতার নাম বলুন যারা ২৬শে মার্চ , ৭১ এর হানাদারদের হাতে নিহত হয়েছিল ? জাতি জানতে চায় !!! বিচারের নামে প্রহসণ আর কতদিন?

৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

নষ্ট শয়তান বলেছেন: ফাযলামির একটা সীমা আছে

৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

অচেনাসময় বলেছেন: নষ্ট শয়তান @ ছাগু

৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১

অচেনাসময় বলেছেন: আওয়ামী লীগের প্রাণ যেতে হয় না। কোন জামাতী বা ছাগু গোত্রের কারো কি প্রাণ গেছিল ?
@ পাকিস্তানের_হাচান

৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১

পত্রনবিস বলেছেন: আলিগ আর বিনপি ছুদাছুদি কইরা মরুক গিয়া কিন্তু এই দিনে হরতাল একমাত্র পাকিস্তানের অধিবাসীদেরই দেয়া সম্ভব । হরতাল দুইদিন পরে দিলে কি সমস্যা হইত। তাও আবার শহীদ জিয়ার হাতে তৈরি একটা দলের মাধ্যমে এই টা মানা যায়না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.