নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

শেষ পর্যন্ত পুলিসই.................

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

আজ মধূর ক্যান্টিনের সামনে বোমা মারার কারণে ক্ষুব্ধ ছাত্র্র-ছাত্রীরা ধাওয়া দিয়ে এক বোমারুকে ধরে ফেলে, পরে মারের কারণে জানিয়ে দেয় সে শিবির কর্মী এবং তার সাথে আরও দুইজন আছে । তারা আইবিএ-বিল্ডিং-এ আছে । সাথে সাথে উত্তেজিত সাধারণ ছাত্র ছাত্রীরা আইবিএর বাথরুম থেকে একজনকে ধরে আনে । এবং মারধোর শুরু করে । পুলিস এসে ধৃতদের দ্রুত মাইক্রো বাসে তুলে নেয় । উত্তেজিত ছাত্র-ছাত্রীরা পুলিসের মাইক্রো থেকে নামিয়ে মারতে থেকে , পুলিসের দ্রুত সাহসী ব্যাবস্থার কারণে দুইজন জনতার হাত থেকে রক্ষা পায় ।

এর প্রায় ৪০ মিনিট পরও ভেতর থেকে খুজতে খুজতে আরেক জনকে পেয়ে যায় । বিল্ডিং-এর ভিতর হৈচৈ শুনে পুলিস দ্রুত আইবিএ বিল্ডিং-এ প্রবেশ করে । পরে ধৃত বোমারু শিবির কর্মীকে ছাত্র ছাত্রীদের হাত থেকে বাচাতে নিজেদের ঘেরাও-এর মধ্যে রেখে নিয়ে আসার সময় একজন মধ্য বয়স্কা আইবিএর বিল্ডিং থেকে বের হয়ে ঐ শিবিরের পিঠে লাথি মারেন । তারপর মধsv ক্যান্টি থেকেও অন্যান্যরা বেরিয়ে আসে যারা তখন জানতো না ৩ নং শিবিরও ধরা পড়েছে । তারা তেড়ে আসে । পুলিশ প্রায় নিজেরা মার খাওয়ার ঝুকি নিয়েও আসামী নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ।

হায়! তারা মারছে পুলিসকে বড় নির্দয় ভাবে , ইট দিয়ে মাথা থেতলে দিচ্ছে, চাপাতি দিয়ে কোপাচ্ছে, গুলি ছুড়ছে, বোম মেরে হাত উড়িয়ে দিচ্ছে । অথচ এ পুলিসই তাদের বাচালো ।

আশা করি অতীতের পুলিস নয় এখনকার মত দায়িত্ববান, নিষ্ঠাবান থাকবে পুলিস ভবিষ্যতেও ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

স্বপ্নরাজ বলেছেন:

সত্যি!! কি অবস্থা দেশের। বেশীরভাগ পুলিশই চাকরি করে তাদের সংসরা আছে, এই সরকারের যেমন অন্য সরকারের সময়েও একই দায়িত্ব পালন করবে তারা.. তাদের উপর এমন নিস্ঠুর হামলা বন্ধ হোক.. তেমনি দলীয় কিছু পুলিশ ডাইরেক্ট গুলি করছে সেটাও নিন্দনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.