নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু কথা…. হেফাজতে ইসলামের কাছে জিজ্ঞাস্য (পর্ব ৫)

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১



হেফাজতে ইসলামের প্রধানতম ব্যাক্তি আল্লামা শফি সাহেবের বয়স প্রায় ৯৬ । বাংলাদেশের মানুষের গড় আয়ু এত নয় । শফি সাহেবের লক্ষ লক্ষ ছাত্র । তার রচিত বই- এর সংখ্যা কম নয় । আমার মনে একটি প্রশ্ন আসছে তিনি পুরোপুরি সুস্থ আছেনতো, মানসিক ও শারিরীক ভাবে? বার্ধক্য জনিত কারণে তার স্মৃতি ভ্রষ্ট ব্যাধি হয়নি তো ? শফি সাহেবের লক্ষ লক্ষ ছাত্র । তার অনুসারীও কম নয় । তিনি ডাক দিলে প্রচুর গণজমায়েত হবে । তার নির্দেশে রক্ত গঙ্গা বয়ে যেতে পারে অন্তত চেষ্টা হবেই, জোরালো চেষ্টা । ৬ই এপ্রিল শাহবাগ আক্রমনের মাধ্যমে আমরা তার কিছু নমুনা দেখলাম । মানুষ ভালবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, সম্মানের জায়গা থেকেই শাফি সাহেবের কথা শুনে, মানে । এই কারণেই শাফি সাহেবের মানসিক স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে কিনা জানা দরকার । তা না হলে বিপদ ঘটবেই । কারণ স্মৃতি হারিয়ে যাওয়ার বা যথাযথভাবে কাজ না করার জন্য তার ভুল সিন্ধান্ত নেওয়ার পুরোপুরিই সম্ভবনা আছে। তাছাড়াও স্বার্থান্বেষী মহল তাকে দিয়ে অনেক কিছুই বলিয়ে নিতে তো পারেই , সাথে সাথে তিনি যা বলেননি তাও তার নামে চালিয়ে দিতে পারেন । মীর জাফর, ঘসেটি বেগমরা একেবারে ইতিহাসের পাতায় আশ্রয় নেয়নি । তারা আজও চলমান, জীবন্ত ।

আমার মনে হচ্ছে তার মানসিক স্বাস্থ্যের সমস্যা রয়েছে । দুঃখিত বলতে বাধ্য হচ্ছি যে অথবা তার ভীমরতী ধরেছে । এত বড় একজন আলেমের ভীমরতি হওয়া প্রায় অসম্ভব।

আমার এ ভাবনার পক্ষে যথেষ্ট যুক্তি আছে ।

** শফি সাহেব দেওবন্দী । তার শ্রদ্ধেয় গুরুও ছিলেন ‘শাইখুল ইসলাম হোছাইন আহমাদ মাদানী’ রাহ.। দেওবন্দী । দেওবন্দীরা ইসলামের উদার আকাশের নিচে আশ্রয় নেয়, কঠোর ভাবে ইসলাম মেনেও ।শফি সাহেবের কয়েকটি বইতে জামাত-এর প্রতিষ্ঠাতা ইবলিস শয়তানের প্রিয় বান্দা ফটকা আবু আলা মওদুদীর মতবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন । এমনকি তার বইতে স্পষ্ট উল্লেখ করেছেন মওদুদীবাদী কোন ঈমামের পিছে নামায হবেনা । কাদীয়ানীরা আমাদের মত সব ধর্ম কর্ম করেওেএকটি স্থানে ভিন্ন মতবাদের কারণে আল্লামা শাফি ও আরও অনেকের কাছেই তারা অমুসলিম । কাদীয়ানীদের অমুসলিম ঘোষনা করার জন্য বহু বছর ধরে দাবী জানিয়ে আসছেন । যা কখনও কখনও জাতীয় পত্রিকার প্রথম পাতায়ও এসেছে । সহিংসতাও হয়েছে ।

শাফি সাহেবের নেতৃত্বাধীন হেফজতে ইসলাম দাবী জানিয়েছে কাদীয়ানীদের অমুসলিম ঘোষনা করার জন্য । এখন প্রশ্ন আসা কি স্বাভাবিক নয় , যে জামাত শিবির নিয়ে আজ অরাজকতা চলছে, যে জামাত শিবিরকে আজীবণ ঘৃণা করে এসেছেন শাফি সাহেব (তার ভাষায়), যে জামাত শিবিরকে তিনি মুসলমানও ভাবেন না, যে মওদুদীকে তিনি রিতীমত ঘৃণা করতেন , যে জামাত শিবির ঈমামতী করলে তার পিছে নামায পড়া নাযায়েঝ বলেছেন সেই মওদুদীবাদী, জামাত শিবিরকে তিনি নিষিদ্ধের দাবী কেন জানাচ্ছেন না, এখন তার শক্তি থাকা স্বত্তেও? ?? ???



কাদীয়ানীরা নির্বিবাদে তাদের মত এ দেশে বেচে আছে । কাদীয়ানীরা কি কখনও কোরানের অপব্যাখা দিয়ে সুবিধা নিতে চেয়েছে? ধর্মকে ব্যাবহার করে ক্ষমতায় যেতে চেয়েছে? তাহলে তাদের দোষ কি? তাদের দোষ তারা ইসলামের একটি অংশকে মানেন না বা তাদের রিতী অণুযায়ী মানেন ।

কিন্তু মওদুদীবাদীরাতো মনে হয় কোরানই মানেনা । ক্ষমতায় যাওয়ার জন্য কোরাণ তাদের কাছে সবর্চ্চ অস্ত্র । কোরাণ অবমাননার জন্য পাকিস্তানে মওদুদীর ফাসির রায় হয়েছিল । যাই হোক মওদুদীর কয়েকটি মতবাদ তুলে ধরছি কোরানের রেফারেন্স সহ । তারপর ছোট্ট এখখানা বা দুই খানা প্রশ্ন আছে । হেফাজতী ভায়েরা কোরান-হাদীস অনুযায়ী উত্তর দিবেন । আর যদি উত্তর দিতে না পারেন তাইলে এখনই আল্লাহর কাছে মাফ চাইবেন, তওবা করে ইসলামের ছায়াতলে আবারও ফিরে আসবেন । গত কয়েক পর্বে অনেকগুলা প্রশ্ন করছি যার একটারও উত্তর পাইনি । যাই হোক আজকের প্রসংঙ্গে আসি ।

**

ফেরেশতা সম্পর্কে কোরাণ:

…………………………………………………

“ ফেরেশতাগণ নূরের তৈরি । তারা স্ত্রী বা পুরুষ নন। ফেরেশতাদেরর খাদ্যের প্রয়োজন হয় না। সর্বদা তারা ইবাদতে মশগুল থাকেন।” (শরহে আকাইদে নছফী, ৩২২ পৃষ্ঠা)



“ফেরেশতা প্রায় ওই জিনিস যাকে গ্রিক, ভারত ইত্যাদি দেশের মোশরেকরা দেবী-দেবতা সি'র করেছে।” -মওদুদী (তাজদীদ ও এহইয়ায়ে দ্বীন, ১০ পৃষ্ঠা)

***

আম্বিয়ায়ে আলাইহিমুস সালাম সম্পর্কে

……………………………………………………….



“ সকলনবীগণ নিষ্পাপ; তারা কোন গুনাহ করেননি।” – কোরাণ (তরজুমানুস সুন্নাহ, ৩য় খণ্ড, ৩০৫ পৃষ্ঠা)



“নবীগণ মা’ছূম নন। প্রত্যেক নবীই গুনাহ করেছেন।” -মওদুদী , (তাফহীমাত, ২য় খণ্ড, ৪৩ পৃষ্ঠা)

দাড়ি রাখা সম্পর্কে

--------------------

**ইসলাম

, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। কেটে ছেঁটে এর কম করা হারাম। (বুখারী শরীফ, ৭৫ পৃষ্ঠা, মুসলিম শরীফ, ১২৯ পৃষ্ঠা, আবু দাউদ শরীফ ২২১ পৃষ্ঠা)

**মওদুদী বলে,

দাড়ি কাটা ছাঁটা জায়িয। কেটে ছেঁটে এক মুষ্টির কম হলেও ক্ষতি নেই। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পরিমাণ দাড়ি রেখেছেন সে পরিমাণ দাড়ি রাখাকে সুন্নত বলা এবং এর অনুসরণে জোর দেয়া আমার মতে মারাত্মক অন্যায়। (রাছায়েল মাছায়েল, ১ম খণ্ড, ২৪৭ পৃষ্ঠা)

সুন্নত সম্পর্কে

-------------------

**ইসলাম বলে,

মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদত, আখলাক ও স্বভাব-চরিত্র আমাদের অনুকরণের জন্য উত্তম নমুনা বা সুন্নত। (বুখারী শরীফ, ২য় খণ্ড, ১০৮৪)

**মওদুদী,

হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদত, আখলাককে সুন্নত বলা এবং তা অনুসরণে জোর দেয়া আমার মতে সাংঘাতিক ধরনের বিদয়াত ও মারাত্মক ধর্ম বিগড়ন। (রাছায়েল মাছায়েল, ২৪৮ পৃষ্ঠা)

আরও এমন অনেক আছে ।

জামাত ১০০% মওদুদীর মতবাদ মেনে চলে । তাছাড়া উপরের কোরান বিরোধী বিষয় জেনেও আপনারা কেন জামাতকে অমুসলিম ঘোষনার দাবী তুলেন নি, তুলছেন না? ব্লগারদের ফাসি ফাসি চাই বলে চেচাচ্ছেন । অথচ আপনারা ব্লগ কি তা জানেনও না । এ বিষয় নিয়ে কোরানের আয়াত রেফারেন্স দিয়ে প্রশ্ন করেছিলাম । উত্তর পাই নি । আগের প্রশ্নে আসি – ব্লগাররা তো ২/৩ হাজার । আর মহানবীকে নিয়ে কুটক্তিকারী মাত্র ২/৩ জন । তাদের প্রচার-প্রচারণার জায়গাটা খুবই সিমীত । কিন্তু লাখ লাখ কপি বই ছাপিয়ে, লাখ লাখ মাদ্রাসা ছাত্রের মাথায় ঢুকিয়ে, মাহফিলে লাখ লাখ মানুষের পকেটে পুরে দিচ্ছে কোরান বিরোধী বা কোরান হাদীসের বিপরীত মূখী মতবাদ সেই জামাত-শিবিরের ফাসি চান না কেন আপনারা। এর উত্তরতো দিতে হবে আপনাদের ।

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

বাঘ মামা বলেছেন: হুম!

আলোচনা করার মত কিছু কথা


আসছি আবার একটু পরে,

শুভ কামনা

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬

মিটন আলম বলেছেন: সহমত

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

সাইফুল আলম শাহিন বলেছেন: ++++++++

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

দিশার বলেছেন: ভাই হেপাজত রাজাকার বাচাতে উঠে পরে লাগসে। দেখেন পীর গুলা মাজারে কিভাবে শেরেকি কাজ কারবার করা হয়, দেয়ানবাগী নিজেকে নবীর চেয়ে বড় মনে করে . বহু বার বহু বই য়ে আল্লাহ কে তার সামনে দেখসে, তার মিশিলে নবী মোহাম্মদ আসে। য়ে ধরনের বাল সাল কথা বলসে। তার বিরুদ্ধে টু সব্দ করতে দেখেন?

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালই বলেছেন +++্ । দেখেন নাস্তিকের লিস্টে নাম আসললে আসতেও পারে ;) ;) তবে সেই সম্ভাবনা খুবই কম , কারণ নাস্তিক লিস্ট যিনি বানাতেন তিনি এখন ১৪ শিকের ভিত্তে ;) ;)

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

জহিরুলহকবাপি বলেছেন: oreee r o age arrest kora uchit chhilo.... kaba shorif-er gelap nie mithha char!!! koto lok morlo kukur tar jonno

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

মাজহারুল হুসাইন বলেছেন: লেখক @ আমার ১টাই প্রশ্ন কাদিয়ানিদের কি মুসলমান বলা যায় ?

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

জহিরুলহকবাপি বলেছেন: vai muslim omuslim gosona korar amara k? kintu jodi seita jayej hoy - ta hole HEFAJOT ek jatray dui fol korse kn?

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

খেক খেক বলেছেন: সহমত

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

মামুন বিদ্রোহী বলেছেন: কাদিয়ানীদের আমি মুসলিম বলতে রাজি নই। তবে জামাতিরা কাদিয়ানির চাইতে খারাপ

৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

লেজ কাটা শেয়াল বলেছেন: Jamatira kadianir ceye kharaf?
Dari rakha foroj naki rasul.s. Er upor iman ana foroj?
Sujug buje bivranti coraccen, taina!

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

জহিরুলহকবাপি বলেছেন: ha...... kadiani ra nijeder moto dhormo kormo kore....... vai ager 4 ta likhao poren.... kisu tottho paben

১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

vorer pakhi বলেছেন: প্রথমেই বলে নেই জামাত কোন ইসলামী দল নয় ।এবং আমি মনে প্রানে যুদ্ধাপরাধীর বিচার চাই , যে কোন মুল্যে ।কাদিয়ানীরা ইসলামের একটা অংশ মানেনা ব্যাপারটা এমন নয় বরং তাদেরকে মুসলমান বলার কোন সুযোগই নেই ।কেননা তারা রাসুল সাঃ কেই অস্বিকার করে ।এমনকি তারা গোলাম আহমাদ কাদিয়ানিকে শেষ নবী মানে যে কিনা নিজেকে কখনো আল্লাহ ,ঈসা আঃ ইমাম মেহদি দাবী করেছে ।এবার আসি জামায়াতে ব্যপারে ।তারা যদি এখনো মওদুদির আপনার উল্লেখিত ঐ সমস্ত আকিদায় বিশ্বাস করে তাহলে তারা বেশীর থেকে বেশী ফাসেকী মুসলমান ।তবে তারা মুসলমান এবং একদিন না একদিন তারা সাজা ভোগ করে হলেও জান্নাতে যাবে ।তবে কাদিয়ানিদের জান্নাতে যাওয়ার কোন সুযোগ নেই কোরআন হাদিস অনুসারে ।এবার আসি আল্লামা শফির ব্যপারে ।তাঁর বয়স প্রায় পচানব্বই ঠিকাছে ।কিন্তু আপনি যেটা বললেন তাঁর ভিমরতি ধরেছে বা তিনি মানসিক অসুস্হ ।এটা তার প্রতি আপনার অভদ্র আচরন এবং এ বিষয়ে না জেনে পাগলের প্রলাপ ।আপনি একথা জেনে রাখেন যে তিনি এখনো দৈনিক চার ঘন্টা বোখারী শরীফের ক্লাস নেন ।এবং প্রতিরাতে অনেক সময়ধরে তাহাজ্জুদ পড়েন ।আপনার বিশ্বাস না হলে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে পরীক্ষ করতে পারেন ।আর হেফাজতে ইসলাম যে কোন ইসলামবিরোধী কাজকর্মে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে ।জামাত শিবির বা কাদিয়ানিরাও এর বাহিরে নয় ।ধন্যবাদ ।

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

জহিরুলহকবাপি বলেছেন: আপনার কথা নিয়ে হয়তো তর্ক হতে পারে । কিন্তু আমার তো অত জ্ঞান নেই । তারপরও আপনাকে ধন্যবাদ সুন্দর ও স্পষ্ট করে উপস্থাপন করার জন্য ।
আল্লাহ বলেছেন - তোমাদের কাজ প্রচার করা, হিসাব করা আমার কাজ

১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

রওনক বলেছেন: প্রথমত: আপনার দেয়া পয়েন্ট গুলোর ১ টাও আকিদাগত না। এগুলোর কোনটা মানা বা না মানার কারনে আপনার ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না। যেমন কোরআনে ফেরেস্তাদের অস্তিত্বে বিশ্বাস করতে বলেছে, এই পর্যন্তই।

দ্বিতিয়ত: আপনি নিজেও কোরআনের কোন রেফারেন্স দেননাই।

কাদিয়ানিরা মুহাম্মদ সা. কে শেষ নবী মানে না। আর কিছু ব্লগার ওনাকে নবী বলেই মানে না।
আপনার দেয়া মতামত গুলোর কোনটা কি মুহাম্মদ সা. কে শেষ নবী না মানা বা ওনাকে গালি দেয়ার সমান?

১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: ‘‘নবী হযরত মুহাম্মদ (সঃ) আমাদের বড় ভাইয়ের মতো, উনাকে বড় ভাইয়ের মতো সম্মান কর, এর বেশী নয়।’’

‘‘নবীর মর্যাদা উম্মতের মধ্যে গ্রামের চৌধুরী ও জমিদারের মতো।’’
...........ত্বাকভিয়াতুল ঈমান, পৃষ্ঠা ৬১। লেখক..হেফাজতে ইসলামের চেয়ারম্যান শাহ আহমদ শফী।

শাহ আহমদ শফী একজন ভন্ড, প্রতারক। মহান আল্লাহ আমাদের সবাইকে এই ভন্ডের কাছ থেকে আমাদের ঈমান ও আমল হেফাজতে রাখুন। আমিন।
++++++++++++++

১৩| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫১

সৌমেন্দ্র বলেছেন: +++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.