নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু কথা. . . হেফাজতে ইসলামের কাছে জিজ্ঞাস্য (পর্ব-৬)

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:২০

সাভার ট্রাজেডী ঘটার পরপরই আপনাদের বক্তব্য ছিল এ জালিম সরকারের উপর আল্লাহ গজব নাযিল করেছে । আপনারা কোথায় এ তত্ব পেলেন, সাধারাণ মানুষ হিসাবে, সাধারণ মুসলমান হিসাবে আমি জানতে চাই। আপনাদের কথা তর্কের খাতিরেও একজন মুসলান হিসাবে মেনে নিতে পারছি না । কেন পারছি না? সাভারে যারা আহত হলেন, নিহত হলেন, সর্বস্ব হারালেন এদের অনেকেই হয়তো জীবন বাচানোর জন্য ভিক্ষা বৃত্তি বেছে নেবেন, এর চেয়েও বাজে কিছু করতে পারেন । আহত-নিহতদের আমরা শ্রমিকও বলতে পারছিনা, এরা আসলে কৃতদাস । এরা আসলে কৃতদাস । এরা কখনওই সরকারের কেউ না, ক্ষমতায় যাওয়ার মত, ক্ষমতাশালী হওয়ার মত স্বপ্ন দেখার যোগ্যতাও এদের নেই, এরা এতটাই নিরীহ । এদের মৃত্যুর জন্য সরকারী দলের লোকজনই দায়ী ।



আমরা সাধারণ মুসলমান, সাধারণ বাঙ্গালী । আপনারা যারা ধর্মের কথা বলেন, ধর্মের লেবাস পরে থাকেন, আমরা আপনাদের মাধ্যমেই ধর্ম চর্চা করি । আপনাদের মাধ্যমেই ধর্মকে ভালোভোবে জানি । এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাস্য- আল্লাহ রাব্বুল আলামিন কি একজনের অপরাধের শাস্তি আরেক জনকে দেন (নাউজুবিল্লাহ)?!!!! আপনাদের কথা শুনেতো মনে হচ্ছে আল্লাহ তা করেন (নাউজুবিল্লাহ) । আপনাদের কথা শুনে আপনাদের অনুসাররি অনেকেই এটা ভাবলে দোষের কিছু হবে না । কারণ আপনাদের কথা অনুযায়ী এ সরকার জালিম সরকার । আপনারই বলছেন বর্তমান সরকার অপরাধী, তাহলে আল্লাহ গজব পাঠাবেন সরকারের জন্যই । আর তা না করে আপনাদের কথানুযায়ী সরকারকে শাস্তি দিতে গজব পাঠিয়েছেন সাভারে । একের শাস্তি অন্যকে দিলেন (নাউজুবিল্লাহ) ।



আজ মিডিয়ার কল্যাণে ছোট ছোট বাচ্চারাও অনেক বুদ্ধিমান, অনেক কিছু বোঝে । আপনাদের কথা শুনে যে কোন বাচ্চাই ভাবতে পারে- আল্লাহ রাব্বুল আলামিন একজনের অপরাধের শাস্তি আরেক জনকে দেন (নাউজুবিল্লাহ)?!!!!এটাকি ইসলামের জন্য ভালো হলো ?!!! আমরা মাঝে মাঝে খবর পাই অন্য ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হন অনেকেই। যারা এখন ধীরে ধীরে ইসলামের দিকে ধাবিত হচ্ছেন তারাওতো নেগেটিভ মনোভাব পোষন করবেন আপনাদের এ মন্তব্য-এর কারণে । আমরা জানি, মানি কোরান বা হাদীসে অযৌক্তিক কিছু নেই । তাই আপনাদেরকে জিজ্ঞেস করছি, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের বক্তব্য স্পষ্টভাবে কোরাণ হাদীসকে রেফারেন্স দিয়ে প্রমান করার জন্য । আর যদি তা না পারেন তা হলে অনায়েসে কি ধরে নেওয়া যায়না- আপনারা ইসলামের কথা বলে মানুষের মনে বিষ ঢুকাচ্ছেন ? মানুষকে ইসলাম বিমুখ করার মিশন নিয়া নেমেছেন?! হেলিক্পটারে চড়ার জন্য, বি এম ডাব্লিউতে চড়ার জন্য, চকচকে দামী লাল পাজ্ঞাবী পরে টক-শোতে এসে নিজের পরিচিত বাড়ানোর জন্য, ইহুদীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এ সব আচরন করছেন, ইসলামি লেবাসেই মানুষকে ইসলাম বিমুখ করছেন ।



****** যুক্তি যুক্ত মনে হলে শেয়ার দিন***********

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.