নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র.... একচন মিয়া পুরাই বেকুব হইছে, এ মেধাবীরা কেমন মেধাবী?

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০

আইমন একচন মিয়া । আই রেচপেক্ট আই মিন সম্মান করি জ্ঞানী গুনীগো । কদিন ধইরা মেদাবী, বিচিএস লিয়া ৪ দিক আইমিন চারিদিক হট অইয়া আচে ।

বিচিত্র কিচু জিনিষ আইতে আই মিন চোকে ধরা পড়ল ।

জামাত-বিএনপি ১০% মুক্তিযুদ্ধা কোটারে নিয়া গেচিল ৩০% -এ ।

কতা এইট নয়, কতা সেইটাও নয়, কতা অইল বর্তমানে কোটাবিরোধীরা এ জামাত-বিএনপির লগে টুগেদার অইয়া আই মিন একত্র অইয়া কোটা বিরুদ্ধে আইসা - মুক্তিযুদ্ধাগো গালে জুতা মাইরা দিল । তারা এ জন্য কোন মাপও চায় নাই । বরং টিফিতে এ বিচয়ে কতা কইতে গেলে এড়াইয়া গেচে নেতারা । মেদাবীগো েঅনেকেই আবার স্বাধীনতার চফক্ষ চক্তি ।

তারা নিজেগোরে নিজেরা মেধাবী কয় । কেমুন মেধাবী তারা ? বুঝে না জামাত বিএনপির চাল । তাগোরে বানাইচে ১৬ গুটির খেলার গুটি । চরকারকে বেকায়দায় ফালানোর জন্য জামাত ব্যাবহার করতেচে তাগোরে । তারা কি খিয়াল করে নাই, ছাত্র আন্দোলন অইচে কুন কুন ভার্চিটিতে? রাজশাহী, চিলেট- দুই পেলেস আই মিন জায়গাই অইল চিবিরের আখড়া । জামাত-বিএনপি চাইতেছে চাধারণ ছাত্রগুলারে খেপাইয়া বিভিন্ন ভার্চিটিতে গ্যানজাম লাগাইয়া দিয়া সরকার বিরোধী আন্দোলন । তার লগে চবাইরে বুঝানো আগামী নির্বাচনে তারা কমতায় গেলে কোটা বাতিল করফে- খিক খিক খিকজ ।

আর মেধাবীরা এটা বুচে নাই তা পরমানিত । তাইলে কোশ্চেন আইমিন প্রশ্ন আসে তারা কি ধরনের মেদাবি । এ মেদাবীগো মেদা দেইখা আমি একচন মিয়া পুরাই টাচকি খাইচি ।

তয় এ আন্দোলন মেদাবিদের নিজেদের দেশপ্রেম মাপার একটা চুযোগ করে দিচে । নিজের স্বার্থের জন্য্য তারা জামাত-চিবিরের সাথে যোগ দিচে, স্বাধীনতা মাধীনতা পরের কতা । তয় ভাই বুইঝা লন আপনি কেমুন দেচ প্রেমিক ?



একচন একচন-ডাইরেট একচন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: সরকারের দুর্নীতির কথা তুলে মুখে ফেনা তোলে আমাদের মধ্যবিত্ত সুশীল সমাজ। অথচ মধ্যবিত্ত এই সুশীলদের মানসিকতা আসলে ফকিরনির পুতদের মতোই। দরিদ্রদের মানসিকতা এদের থেকে হাজার গুণ উত্তম।

মধ্যবিত্তরাই বিসিএস কেরানী হয়ে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ নিতে মড়িয়া হয়ে উঠে। দরিদ্ররা নয়। মধ্যবিত্ত শিক্ষিতদের উচিত ছিল সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা। কিন্তু সার্টিফিকেট ধারী শিক্ষিত (মূলত অশিক্ষিত) চুদির ভাইরা সমাজ পরিবর্তন তো দূরের কথা, সমাজের সুবিধা নেওয়ার জন্য মড়িয়া হয়ে উঠেছে। আর যেসব মধ্যবিত্ত বিসিএসে আবেদন করেননি তাদের কেও এই আন্দোলনের পক্ষে এবং কেও বিপক্ষে অবস্থান নিয়েছেন। সব শালার মানসিকতা ফকিরনিরপুতদেরই মতো। সে জেনারেল কোটাই হোক আর অন্য কোটাই হোক। আমাদের মনে রাখতে হবে মধ্যবিত্ত এই আচুদা শ্রেণীই বিসিএস কেরানী হয়ে সমাজটাকে লাটে উঠিয়েছে। ফালতু যতসব।

মধ্যবিত্ত শ্রেণীর ফালতু মানসিকতা এবং তাদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে আমি একটি গদ্য রচনা করেছি। যারা পড়েননি পড়ার আহবান জানাই

ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪২

জহিরুলহকবাপি বলেছেন: ভাই গালিটা না দিলে ভালো হতো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.