নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

সূখ.... (ছোট গল্প টাইপ কিছু একটা)

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৬

রাখি আজ আনন্দে আত্নহারা ।

তার বিয়ে হয়েছে প্রায় আট মাস, বিয়ের পর পরই সে এ বাসায় এসে উঠেছে । আরিফের বাবা মা বেচে নেই এক মাত্র বড় বোনের অবস্থাও খুব ভালো । জামাই কোটিপতি ব্যাবসায়ী । বিশাল ফ্ল্যাট পরীবাগে । রাখি এমন বিয়ে হওয়ার জন্য আল্লাহকে মনে মনে মাঝে মাঝেই ধন্যবাদ দেই । শ্বশুড় শাশুড়ীর ঝামেল পোহাতে হয়নি । দুই জনের আনন্দের সংসার । তবে বিয়ের দিন কিছু ঝামেলা হয়েছে । যদি বিয়েটা ভেঙ্গে যেত?! বিয়ে হয়ে গেছে, তবুও রাখি এখনও বিয়ে ভাঙ্গার ভয় পায় ! যদি সে দিন বিয়ে না হতো বা তার অন্য কোথাও বিয়ে হতো! আরিফ খুব ভালো একটা চাকরী করে। রাখি নিজে জানে সে দেখতে বেশ ভালো । সাজলে তাকে আরও অনেক বেশী সুন্দর লাগে । বিয়ের আগে সে বাবার ভয়ে বেশী হাল ফ্যাশানের পোষাক পাতলা কাপড়ের পোশাক পরতে পারতো না । এখন প্রাণ খুলে হাল ফ্যাশানের পোশাক পরে সে । যদিও আরিফের কারণে পাতলা পোশাক পরতে পারে না । এ নিয়ে তার মনে হালকা খেদ আছে । তার সবচেয়ে বেশী খেদ আরিফের খাওয়া নিয়ে । আরিফকে সে কখনই মন ভরিয়ে খাওয়াতে পারলো না । আরিফ অল্প একটু খেয়েইে উঠে যায় । সারাদিন অফিস করে এসে রাতে এত কম খেলে চলে! দুপুরে কি খায় না খায় বাইরে । রাখি প্রথম প্রথম ভাবতো আরিফ কম খায়, পরে দেখেছে না , বড় আপার বাসায় গেলে রাখিদের বাসায় গেলে সে ভালোই খেতে পারে ।

রাখি জানে তার রান্না খুব একটা ভালো না । কিন্তু এত খারাপ যে সে ভাবেইনি । আরিফও কখনও কিছু বলেনি । আরিফ এমনিতে গম্ভীর মানুষ কিন্তু সহজে কোন চাহিদা বা অভিযোগ নেই ।রাখি আরিফকে কিছুটা ভয়ও পাও কেন যেন । রান্নার অবস্থা বুঝতে পেরে রাখি রান্না শিখার কোর্স করেছে । বই দেখে অনেক রেসিপি শিখেছে । কিন্তু সমস্যা হলো রাখির চুলার কাছে দাড়িয়ে রান্না করতে ভালো লাগেনা । তার ধারণা আগুনের কাছে দাড়ালে তার গায়ের রং নষ্ট হয়ে যেতে পারে । তাই সে বেশিক্ষণ রান্না ঘরে থাকে না । আর মাঝে মাঝে দেখা যায় সিনেমা বা টিভি দেখতে দেখতে রান্না নষ্ট হয়ে যায় । ইন্ডিয়ার সিরিয়ালগুলায় নতুন নতুন কত ফ্যাশানের ড্রেস দেখায় । দেখেও শান্তি । আর নতুন নতুন স্টাইলের সাজ । লিপিস্টিক লাগানোর নতুন একটা ফ্যাশন সে দেখেছে, কিন্তু এখনও বুঝতে পারছে না ঘটনা কি, কি করে এ স্টাইলে লিপিস্টিক লাগানো যায় । সে একজন ভালো কর্পোরেটের বৌ, এদিক সেদিক যেতে হয় । ফ্যাশনে সে পিছিয়ে থাকলেতো আরিফের মান থাকে না ।

রাখি মনের আনন্দে মাকে ফোন দিল । মা মাঝে মাঝে ৭/৮ বারেও কল ধরে না । আজ না ধরলে. . . . । নাহ্, আজ দিন ভালো । মা একবারেই ফোন ধরেছে ।রাখি হড়বড় করে মাকে যা বলল তার সার সংক্ষেপ হলো- আরিফ আজ তিনবার ভাত তরকারি নিয়ে খেয়েছে । কখনও এমন করেনি, বিয়ের প্রথম ক’দিন ছাড়া। অল্প একটু নেয় । মনে হয় খেতে না পারলেই বাচতো । আজ তিন তিনবার নিয়েছে । তার রান্না নিশ্চয় খুব ভালো হয়েছে ।



আরিফ ফ্যান ছেড়ে আরামে শুয়ে আছে । রাখি কিছুই টের পায়নি । আরিফ খুব ভয়ে ভয়ে ছিল রাখি যদি টের পায় বা জিজ্ঞেস করে বসে তার কি হয়েছে, চোখ লাল কেন? বাবু হারামজাদাটা আগের মতই বদ আছে । এখনও নিয়মিত গাজা খায় । শয়তানটার সাথে অনেক দিন পর আড্ডা । তার পর শয়তানের ধোকা । আরিফ মনে মনে একটু হাসলো । আরিফও গাজায় টান দিয়েছিল । আরিফ বাসায় আসার আগ পর্যন্ত পেটে যেন আগুন জ্বলছিল ক্ষুধায় । গাজা খেলে তার প্রচন্ড ক্ষুধা লাগে । অসহনীয় ক্ষুধা ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

নষ্ট কাক বলেছেন: ফিনিশিংটা মন মত হল না :(

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:০৭

জহিরুলহকবাপি বলেছেন: আলোচনা করুন । আমি গঠন মূলক সমলোচনা পছন্দ করি ।

২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল গল্প।

৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
ছোট গল্প ভালো লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.