নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র. . . আমি একচন মিয়া বইল্লাই এত আউলানির পরও মাপের হিসাব বুছি ........

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

মে বি ক্লাশ এইটে পড়ি । একদিন স্কুল থেকে বাড়ী বেক আই মিন বাড়ী ফিরতেছেলাম । হঠাৎ শুনতে পাইলাম গান, দেশীয় বাদ্য যন্ত্র দিয়ে টুইন ওয়ানে বাজানো হচ্ছে -

জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি..

কত নামে ধরাধামে কত রকমে ডাকি..

শাস্রে আছে তোমার নাকি মাতা পিতা নাই..

তবে তোমার নাম করণ কে করলো সাই

বসে ভাবি তাই...

পরবর্তীতে জানতে পারি এটি বিজয় সরকারের গান । গানটার ঠিক অর্থ সে দিন বুঝতে পারি নাই ! আইজও না! কিন্তু আইজ বুঝতে পারি গানটার গভীরতা । যাই হোক গানটা শুইনা আমার মাথা আউলায়া গেছিল । দোকানে গান বাজাচ্ছিল- তাদেরকে বলাতে তারা বেশ কয়েকবার বাজাইয়া শুনাইলো ।

মাথা খালি আউলায় ।



প্রেম কি সেইটা খুজতে গেলাম= মাথা আউলায় ।

আমি কে=মাথা আউলায় ।

সম্পর্ক কি=মাথা আউলায় ।

ভুল কি=মাথা আউলায় ।

পাপ কি=মাথা আউলায় ।

পূন্য কি=মাথা আউলায় ।

কোন প্রশ্নের সঠিক জবাব মিলে না । কিন্তু কিছু একটাতো মিলে । সেই কিছুটা হয়তো নিয়া যাইবে, কোন কোন ক্ষেত্রে নিয়া গেছে সঠিক উত্তরের গোলাক ধাধার খেলায় ।



আমি একচন মিয়া বইল্লাই এত আউলানির পরও মাপের হিসাব বুছি । আউলা মাথা, মগজে কিছু করতে না পাইরা আমার চুলের উপর আক্রমন করে বারবার । ফলস্বরুপ সব সময়ই চুল আউলা ঝাউলা সব সময় ।



এবার মাথায় এমন একটা প্রশ্ন আসছে যে মনে হচ্ছে চুল না এবার মগজেও আউলা লাইগা যাবে ।

বস্তা ভর্তি চোখ উদ্ধার. . .

ধর্ষণ করার পর স্তন কেটে বেয়ানেট দিয়ে খুচিয়ে হত্যা. . .

৮০ বছরের বৃদ্ধা ধর্ষিতা. . .

৮ বছরের কন্যা শিশু গণ ধর্ষণ. . .

স্কুল কলেজের ছোট ছোট মেয়েদের ধরে এনে আর্মি ক্যাম্পে আটকে ধর্ষণ করা হতো. . .

মা মেয়ে একই সাথে ধর্ষিত. . .

ভাইয়ের সামনে বোন ধর্ষিত..

পুত্রের সামনে মা ধর্ষিত. . .

বাবার সামনে মেয়ে ধর্ষিত. . .

শ্বশুড়ের সামনে ছেলের বৌ ধর্ষিত. . .

কষ্ট যন্ত্রণায় কেউ যেন আত্যহত্না না করতে পারে তাই ন্যাংটা করে রাখা হতো. . .

----------------------- এখানে শুধূ এক শ্রেণীর অমানবিকতার, নিষ্ঠুরতার, পৈশাচিকতার অল্প কিছু কার্য লিখলাম । এ সব অমানবিকতার, নিষ্ঠুরতার, পৈশাচিকতার মহান কারিগর ছিলেন গোলাম আযম । সময় ১৯৭১ । ভুইলা গেছেন?

এইবার উপরে যে কয়টা অমানবিকতার, নিষ্ঠুরতার, পৈশাচিকতার পয়েন্ট লিখলাম, সেইগুলা একবার কল্পনায় দেখেন মানুষ হইয়া, মুসলমান হইয়া, বাঙ্গালী হইয়া ।



..................................................৯১ বছর বয়স ।

............................................৯০ বছর জেল ।

* * * * * * * মা-ন-বি-ক-তা ।

এটা কেমনে অইলো.........?!!!!!! মাথা আউলায় । (চুল না , আসল মগজ)



ফাসির দাবী করা, সর্বচ্চ শাস্তি চাওয়া আমার গনতান্ত্রিক অধিকার. . .

ফাসির দাবী করা, সর্বচ্চ শাস্তি চাওয়া আমার জাতিয়তার অধিকার. . .

ফাসির দাবী করা, সর্বচ্চ শাস্তি চাওয়া আমার ঐতিহ্যের অধিকার. . .

ফাসির দাবী করা, সর্বচ্চ শাস্তি চাওয়া আমার মাটির অধিকার. . .

ফাসির দাবী করা, সর্বচ্চ শাস্তি চাওয়া আমার স্বজন বিয়োগের শাস্তির অধিকার. . .

ফাসির দাবী করা, সর্বচ্চ শাস্তি চাওয়া আমার পুড়ে যাওয়া ঘরের আগুনের অধিকার. . .

ফাসির দাবী করা, সর্বচ্চ শাস্তি চাওয়া আমার ধর্ষিত বোনের শান্তির. . .

ফাসির দাবী করা, সর্বচ্চ শাস্তি চাওয়া আমার....................................................................



একচন একচন-ডাইরেট একচন ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:৫২

আলাপচারী বলেছেন: চাইদীর রায়ের সময় কইলো - আমরা এই বয়সের আল্লামা চাইদীর নয়, ৩০ বছরের যুবক দেলোয়ার হোচেনের বিচার করলাম।

গোআর রায়ের সময় কইলো - আমরা এহনকার ৯০ বছরের গোআর বিচার করলাম।

মাওলা বুঝি না তোমার কথার বাও।

২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩১

বাতায়ন এ আমরা কজন বলেছেন: সবই ক্ষমতার খেলা রে ভাই...........

বর্তমানের রাজণীতিবিদদের কাছে,
দেশ নয়, জনতা নয়, নজজতি নয়,
শুধু চাই ক্ষমতা.................

সবচে বড় কথা হল,
যে ব্যক্তি নিজেকে বেচতে পারে,
পৃথিবীর যে কোন কিছুই তার কাছে পন্য হতে পারে।

৩| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

বাতায়ন এ আমরা কজন বলেছেন: @আগের কমেন্ট: সরি, নজজতি নয় নীতি হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.