নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচান মিয়ার পত্র. . . জামাত-শিবির কাইন্ডলি এনচার আইমিন উত্তর দিবেন?

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২



• পাকিস্তান টিকলেই এদেশের মুসলমানরা টিকবে – নিজামী -দৈনিক সংগ্রাম ৫ই আগস্ট, ১৯৭১ ।

আমরা জানি ১৯৭১ সালে মুচলমান, হিন্দু বেবাকতেই বাংলায় কতা কইতো । আইজ ২০১৩ সালেও বাংলাই কইতেছে । মাইঝখানের এত্তগুলান বচরও বেবাকতেই বাংলাই কইচে ।



আমরা জানি পাকিস্তান টিকে নাই । আমার সোনার বাংলাদেশ অইচে । ইচ নট দ্যাট? ইয়েচ “জয় বাংলা” ।

আইজ এ দেশে ৯০% মানুচ মুসলমান । সব সময়ই এ দেশের মুসলমান বেচি ।



নিজামী সাবের কথা অনুযায়ী এ দেশে মুসলমান থাকনের কতা না । ইচ নট দ্যাট?! কজ আই মিন কারণ পাকিস্তানী শুয়োরগুলারে বাঙ্গালীর চিমটি, থাপ্পড়, লাথ্তি , উসটা, গাজইরা মাইর দিয়া ভাগাইয়া দিচে । এ দেশে অন্য কোন দেশ থেইক্কা বেবাক মানুষ কাম করে নাই মানে আসে নাই । বংশ বাড়চে কেবল । নাও , আই মিন এখন আমি নিজামী চাবের জিগাই এ যে ৯০% মুসলমান, মুসলমান বেচি বইল্লা আপনারা কন রাষ্ট্র ধর্ম ইসলাম করতে অইবো , বাংলাদেশে এ কোন মুসলমানরা লিভ আই মিন বাস করে? ৫ই আগস্ট, ১৯৭১ - এর নিজামী চাবের কতা অনুযায়ী এ দেশে মুসলমান টিকনের কথা না । তাইলে ৯০% কারা, কই থনে আইচে মানে কাম করচে?

মিচা, ভুয়া কতা কইয়া মানুচরে বেলাক মেইল করা এইটা আপনি কুন ইসলাম থনে চিখছেন ?



একচন একচন-ডাইরেট একচ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.