![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
প্রায় প্রতি সকালেই বাজার/রেল স্টেশন বা কোন আড়তে চোখ দুটো চেয়ে থাকে শকুনের মত ।ধনী চোখ মেপে নেয় লেবারদের । হায়াদার কাকা বেশির ভাগ দিনই বাদ পড়েন বয়স ৬৫ বলে । তবুও প্রতিদিন শকুন চোখে তাকিয়ে থাকে লেবার হিসাবে কেউ যাতে তাকে পছন্দ করে । অথচ এ চোখই এক সময় শকুন চোখে তাকিয়ে থাকতো পাকিস্তনী হায়নাদের দিকে ট্রিগারে আঙ্গুল রেখে ।
আমরা স্বাধীন দেশে বাস করছি । মোবাইলে অকারণ কথা বলছি, দামী সিগারেট অথবা দামী বইয়ে শেলফ সাজাচ্ছি । তা না করলেও প্রতিদিনকার অলস আড্ডায় কম খরচ করছি না । আহ! আমরা কি নিলর্জ্জ নাকি জ্ঞানহীন । নাকি আমরা সব ভুলে বসে আছি । ভুলে গেছি ঋণ শোধের কথাও । আসলেই কি ভুলে গেছি?
আসুন সবাই চেষ্টা করে মুক্তিযোদ্ধা হায়দার কাকার কাছে আমাদের যে ঋণ তা কিছুটা শোধ করার । আগের মুক্তিযুদ্ধা দিলীপ কাকা এখন আর গান গেয়ে ভিক্ষা করেন না । গাভীর দুধ বেচে ভালই আছেন । পূজায় দাওয়াতও দিয়েছিলেন । কিন্তু কি ভাবে যাই?! কারণ দিলীপ কাকার ঋণ শোধের জন্য চেনা অচেনা অনেক বন্ধু এগিয়ে এসেছিলেন, নিজেদের কিছুটা হলেও ঋণ মুক্ত করেছেন । তাদের বাদ দিয়ে কি করে যাই ?!
এবার কি আমরা ১৬ ডিসেম্বরের আগেই এমন কিছু করতে পারিনা যাতে হায়দার কাকার চোখ যেন শকুনের মত তাকিয়ে ক্লান্ত না হয় ।
যারা যারা মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের যে ঋণ তা শোধ করতে চান তার নিমক্ত ব্যাংক ও বিকাশ নং ব্যাবহার করতে পারেন । তবে অবশ্যই ইনবক্সে জানিয়ে দেবেন । আগরে বারের মতই নিয়মিত সব ফেবু, ব্লগে প্রকাশ করা হবে ।
Irin Perven Dhaka Bank Acc. no. 022 320 0000017336
Irin Perven UCBAcc. No. 0056 121 00072369
Irin Perven DBBLAcc. No. 148 105 2140
বিকাশ - 0167605351
বিস্তারিত Click This Link
©somewhere in net ltd.