![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আমি যদি আমার হতাম
ঘর কি আমি আর খুজিতাম,
ছায়ারে কায়ায় বেধে
নিশ্চিন্তে সূর্য বাধতাম ।
আমি সরিষা ফুলের মৌমাছি হয়ে
হলুদ রং-এ আমারে খুজি
একলা নদীর স্রোত হয়ে
দূরে যাই সোজা সুজি
হঠাৎ পেছন থেকে টেনে ধরে
জানালার পুরান মাঝি ।
আমি যদি আমার হতাম
ঘর কি আমি আর খুজিতাম,
ছায়ারে কায়ায় বেধে
নিশ্চিন্তে সূর্য বাধতাম ।
আমি পথের পাশের ফুল হয়ে
পথের পাশে ঘর হাতড়াই
জোছনা রাতে প্রেম হয়ে
এদিক সেদিক উড়ে বেড়াই
হঠাৎ ঘরে থেকে প্রেম এসে
ডাকতে থাকে আয় সোনাই ।
আমি যদি আমার হতাম
ঘর কি আমি আর খুজিতাম,
ছায়ারে কায়ায় বেধে
নিশ্চিন্তে সূর্য বাধতাম ।
ঘর বাহিরের টানাটানি
ঘরের খোজে কোন হয়রানি
ঘর না বাহির ,
বাহির না ঘর
একলা রাতে খাতায় দেখি
পথ বা ঘর কেউ নয় পর
©somewhere in net ltd.