![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
নির্লিপ্ত প্লাবনে তুমি ভাসতে থাকো বেহুলা
নদী মানুষের মত কথায় ব্যকুল হয় না,
মানুষেরা কথা বলে, কখনও কখনও
মেঘের বা দর্শনের দোহাই দিয়ে মানুষ ভুলে ‘কথা’
নদী তার পথ হারায় না বা থামে না,
তুমি ভেসে যাও বেহুলা নদীর তালে তালে
চন্দ্র উৎসবে পড়ে বেহুলার অনেক ছায়া,
মাছেরা খুব বেশি খায় না, তাই বেহুলারা জীবন্ত,
কখনও কখনও সোডিয়াম জনপদ বা হারিকেনের
আলোতে ভেসে যাওয়া নদীতেও
বেহুলার অনেকগুলো ছায়া, ছায়ারা স্রোত,
একলা নদী, দামী পালংক, নিষিদ্ধ অন্ধকার
অথবা প্রসাধনী সুরের উৎসবেও
ভেসে যায় বেহুলার ভেলা, বেহুলাদের ভেলা
©somewhere in net ltd.