![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
এখানে আমাদের দাড়ানোর কথা ছিল
অথচ এখানে এখন বর্জ্য কারখানা
এখানে আমাদের কাব্য করার কথা ছিল
অথচ এখানে এখন সাবলীল নর্দমা
এখানে আমাদের পোষ্টার লিখার কথা ছিল
অথচ এখানে এখন কর্ম জিবীর দীর্ঘ হতাশা
আমাদের আর কোথাও দাড়ানো হয়নি ।
নদী অথবা সভ্যতার মিছিলগুলোতে
ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকে
কিছু চোখ, যান্ত্রিক দৃষ্টি, কখনওবা হেডলাইট।
ভালোবাসাবাসির গল্প গুলো সজীব হয়
অথচ আমাদের দাড়ানোর কথা ছিল ।
কাব্যে কাব্যে সাজবাতি জ্বালাই সন্ধ্র্যায় আজও
শ্লোগানে শ্লোগানে আজও রক্তাত আমরা,
আমাদের চেনা পৃথিবীর সব গোধুলী
বা নদীদের মৈথুনের নিয়ম,
আমরা শুধূ চিনি না আজ মূখচ্ছবি
অথচ আমাদের দাড়ানোর কথা ছিল
আমরা দাড়িয়েও আছি । কে, কোথায়?
©somewhere in net ltd.