| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জহিরুলহকবাপি
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
প্রণয়ে বাজে আজ প্রলয়ের রাগিনী
নগরের বিলবোর্ডে ঝুলিয়ে দেয় নাগরিক
তার, ফেলে আসা প্রেম ।
একা একা কেউ নয়
মাঝ খানে দাড়িয়ে থাকে স্ট্রীট ল্যাম্প,
নাগরিক, প্রেম ও বিরহ ।
বিরহের উল্লাসে কোন কোন কবি
লিখেন কবিতা, তার সুর হয়,
গোপন প্রেম পত্র দৈনিক পত্রিকার সাহিত্য,
এখানে প্রেম আছে, এখন প্রেম আছে
এগিয়ে গিয়েই কালো নদী, বিলবোর্ড-
মুছে ফেলে পরিচয়,
ফেলে আসা অথবা চলে যাওয়া
প্রেমের বিজ্ঞাপন বা-হাতের চলাচলে।
আসলেই কি কোন ফুল আছে
গভীর থেকে গভীরতম?
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: entered your blog by recognise you, good written