নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

”ঈস্রাফীলের শিঙ্গা বাজছে” বইটি নিজ দায়িত্বে পড়তে দিবেন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮

আমার লিখা একটি উপন্যাস বের হয়েছে আপনারা কেউ কেউ জানেন । কেউ কেউ পড়েছেনও । পতিতা পল্লীর ৩৪/৩৫ বয়স্কা এক জন যৌন কর্মী উপন্যাসের প্রধান চরিত্র ।

উপন্যাস পড়ে কেউ কেউ খুবই সমলোচনা করেছেন । তাদের সৎ মতামতকে আমি শ্রদ্ধা জানাই । শ্রদ্ধা জানাই তাদেরকেও মিথ্যা প্রশংসা না করার জন্য ।

কারো কারো যেমন উপন্যাসটা ভালো লাগবে তেমনি কারো কারো ভালো নাও লাগতে পারে । যাদের ভালো লাগেনি তারা যদি আমার সামনে এসে বইটি ছিড়েও ফেলে দেন আমি রাগান্বিত হবো না । আমি মনে করি পাঠক হিসাবে অবশ্যই অবশ্যই এটি তার অধিকার ।

কিন্তু গত ৩/৪ দিন ধরে কয়েকজন বই পড়ে ক্ষিপ্ত হয়ে ব্যাক্তিগত ভাবে আক্রমন করেছেন! কেন?! বই-এর সমলোচনা করতে যেয়ে আমাকে ব্যাক্তিগতভাবে আক্রমন করার হেতু কি?!!!! একজন তার টাকাও ফেরত চাইছেন যদিও তিনি মেলা থেকে বই কিনে পড়ছেন । আমি তাকে বলেছি স্টলে যেয়ে বলতে ।

যাদের উপন্যাসটা ভালো লাগবে না তারা তা অবশ্যই জানাতে পারেন । এমনকি আমার সামনেই বইটা ছিড়ে ডাস্টবিনে ফেলতে পারেন । এটা পাঠকের অধিকার। আমি এ কাজে সাহায্যও করতে পারি । কিন্তু আমাকে ব্যাক্তিগত ভাবে কোন ধরনের আক্রমন করা যাবে না ।

আমি ব্যাক্তিগত ভাবে মনে করি গর্ভবতী মায়েদের ”ঈস্রাফীলের শিঙ্গা বাজছে” পড়া ঠিক হবে না । এ বিষয়ে আমি ডাক্তার দেওয়ান সাবরিনা মাসুক সেলিনা মওলা ’র দৃষ্টি আকর্ষণ করছি । আর আমার ব্যাক্তিগত বন্ধু, ফেবু বন্ধুদের বলছি আপনারা আপনাদের স্ত্রী, শালীদের বইটি নিজ দায়িত্বে পড়তে দিবেন । পরে আমার উপর রাগান্বিত হওয়া যাবে না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৪

পিচ্চি হুজুর বলেছেন: "পতিতা পল্লীর ৩৪/৩৫ বয়স্কা এক জন যৌন কর্মী উপন্যাসের প্রধান চরিত্র " দেশে নাই থাকলে বইটা কিনে পড়তাম। উপন্যাসের কাহিনী বিন্যাস কী আমার জানা নেই, তবে সত্য কোন ঘটনার আলোকে যদি লিখে থাকেন, তাহলে অবশ্যই সাধুবাদ জানাই।

অনেক ভদ্দরনোক এবং ভদ্দরমহিলা পতিতা নামটি শুনলে নাক সিটকান। তাদেরকে বলি বেলা শেষে তিনিও একজন মহিলা, কারও মা, কারও বোন, কারও মেয়ে। ইন জেনারেল সেন্সেই বলি, কেউ ইচ্ছা করেই পতিতা হয় না, পতিতা বানানো হয়। বানায় আমাদের সমাজ আর আমাদের সমাজের ভদ্দরনোকেরা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ কিছু একটা লিখেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.