![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আমার স্বপ্নের পাখিরা ঘুম খোজে তোমার ডানায় ডানায়
তুমি থাকো কোন সূর্যের তলে, কোন নদীর জলে?
মেঘেরাও আজ পরবাসী, পরবাসী মেঘ, পরবাসী বেচে থাকা
পরযায়ী পাখির ছায়া পড়ে চোখের সীমানায়
অথচ তাদের গন্ধ বা রুপ যেন দূর নক্ষত্র বিথীর কবিতা
তোমার আচলে আচলে লেগে আছে আমার দৃষ্টি ও স্পর্শরা
তুমি থাকো কোন নদীর বাতাসে, কোন জোছনায়?
আমার স্বপ্নরা জমে আছে তোমার নিশ্বাসে নিশ্বাসে ।
শীতলতার স্পর্শে ঘুম ভেঙ্গে যায় মাছেদের, জলজ ফুলেদের
তুমি বর্ণীল বিছানায় ঘুমিয়ে থাকে নিয়মিত উষ্ঞতায়
এখানে আছো, এই নদীতে বা ভেসে আসা মেঘেদের শহরে?
আমি ক্রমাগত মূখ ও বধির, মাছ ও জলজ ফুলের বিছানা
আমি রাত্রি খুজি, আমি নিশ্বাস খুজি,আমাকে খুজি এবং স্বপ্ন
অত:পর
ঔষধের দোকান থেকে কিছু ঘুম কিনি ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭
জহিরুলহকবাপি বলেছেন: শুভেচ্ছা
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: একই শব্দের আধিক্য থাকলেও আপনার উপস্থাপনাটা অনেক সুন্দর হয়েছে। ভাল লাগল বেশ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৪
এম এ কাশেম বলেছেন: আমি ক্রমাগত মূখ ও বধির, মাছ ও জলজ ফুলের বিছানা
আমি রাত্রি খুজি, আমি নিশ্বাস খুজি,আমাকে খুজি এবং স্বপ্ন
অত:পর
ঔষধের দোকান থেকে কিছু ঘুম কিনি ----- খুব সুন্দর লাগলো,
অনেক শুভেচ্ছা কবি।