![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
মানবেন্দ্র, কোনো এক বিকেলে
যখন কুকুরছানারা ধূলো মেখে ঘর খুজবে
মানব শিশুরা লুটোপুটি খাবে খেলার বলে,
তখন আমি আর তুই দুমুঠো স্রোত ধরব ।
বহু দিন আমাদের চলে গেছে নদী গন্ধে
ফিরে যাওয়ার কথা ছিল নিজেদের কাছেই,
এখন কখনও কখনও তুই মাঝ রাতে
কুকুর হয়ে বসে থাকিস ল্যাম্পপোষ্টের তলে
কখনও তেলা পোকার মতন আনন্দ খুজিস
কোন নিশি খোজা তরুনী সঙ্গমে !
আমি প্রতি দিনই বাড়ী ফিরে আসি
পকেট ভর্তি ধুলো আর সময় নিয়ে
আমার ছায়া হাটে না বহুদিন আমার সাথেই
প্রতি রাতে অচেনা কেউ ধুলো ঝাড়ে শরীরের,
আমি মানুষ নই । কোন আসবাব ধুলো চকচকে।
আমাদের কথা ছিল অনেক
ব্যাস্ত পথ, দামী সুগন্ধীতে সজ্জিত রোমান্স
স্পর্শ, শীৎকার, আসবাব অথবা পর্দা ।
নগরের কোন পথে ছাপ নেই মানুষেদের,
অথচ বাজার ভর্তি পচা মাছ, সুগন্ধী মশলা,
ভালবাসায় মেশানো দামী ফরমালিন
নদীরা আজও তরতাজা কোথাও কোথাও,
এমনি নদীতে দু’মুঠো স্রোত ধরবো আমি আর তুই
তাপর চন্দ্রের সাথে জলে ভাসলে চেহারা
ফিরে যাবো নিজের শরীরের কাছে
দুমুঠো স্রোত আর সুগন্ধহীন সুগন্ধ ।
©somewhere in net ltd.