![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বিত্তের ভিতরে বন্ধী হয়ে কেউ কেউ পরিব্রাজক হয়
অথবা সবাই বৃত্ত বন্ধী এবং পরিব্রাজক -
একদিন বেহালা হাতে আসবে কোন তরুণী
কাধ ভর্তি সুর, চোখ ভর্তি গান
সেখানে প্রথমে হতে পারে কোন কলহ
বিক্ষোভ সমাবেশ করে কেউ কচ্ছপ হতে চাইবেন
অথচ তার চামড়া ঝুলে পড়েছে মাথা কাশবন
অন্য অনেকের মতই তিনি ভুলে গেছেন নিজের মূখ!
তরূণীর কাধ থেকে সুরের সুগন্ধ ছড়িয়ে গেলে
আসতে পারেন কোন কবি, বিজ্ঞানী, বিপ্লবী বা দার্শনিক
তারা ছন্দে ছন্দে বুঝে নিতে পারে রং এর গৌরব
কাল আলাভোলা যান্ত্রিক ব্যাকরণ !
©somewhere in net ltd.