![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
তিনি অস্ত্র চালাতে জানতেন না । রাজনীতিও বুঝতেন না তেমন । কিন্তু ১১ এপ্রিল ১৯৭১ যখন পাকি ও রাজাকাররা হার্ডিজ ব্রীজ ভাঙ্গতে আসে তখন তিনি একদিনের ট্রেনিং নিয়ে ব্রীজ রক্ষা কমিটিতে যোগ দেন । সেখান থেকে শিকার পুরে ট্রেনিং নেন ২ সপ্তাহ ।আবার শিকারপযুর থেকে মালদোয়া একমাস ট্রেনিং নেন । এডভান্স ট্রেনিং । এরপর শিলিগুড়ির মেজর চক্রবর্তীর কাছে ট্রেনিং পান আরও একমাস । এর ভিথতর চলে ছোট খাটো অপরেশন ।
যুদ্ধ তিনি ঠিকই জয় করেছেন । কিন্তু পেট যুদ্ধ, চিকিৎসা যুদ্ধ পার করতে পারছেন না । বাড়ীতে পাট খড়ি দিয়ে বানানো ঘরে থাকেন । বড় ছেলে ওতার বৌ দুই সন্তান রেখে মারা যান । তার তুই নাতিই মেধধী । মেঝ ছেলে আত্নহত্যা করে দু বছর আগে । ছোট ছেলে পাবনা এডওয়ার্ডেল পদার্থ বিজ্ঞানের ছাত্র । কিন্তু নিয়মতি ক্লাশ করা হয় না টাকার অভাবে ।
মুক্তিযোদ্ধা হয়দার আলীর সংসার চলে না সরকারী ভাতায় । প্যারালাইজড মাকে রাখতে হয় বারান্দায় কারণ ঘরে জয়গা নেই । বৃষ্টির সময় ঘরে পানি থৈ থৈ করে । জোছনায়ও । তিনি লঝ্জায় বলতে চাননি তার কুলিগিরির কথা । তাও বয়স বেশি এবং ছোট শহর বলে কাজও পাওয়া যায়না তেমন । ছোট ছেলেও বাবার সাথে কুলি কাজ করে মাঝে মাঝে পড়া লেখার ফাকে ফাকে ।
আমরা কি পারিনা এ বীর যোদ্ধার কাছে আমদের যত ঋণ তা শোধ করার একটু চেষ্টা করার ?এক প্যাকেট সিগারেট, বান্ধবীর সাথে কেফএসি , ঘন্টার পর ঘন্টা মোবাইলের একদিনরে বিল, একটা লিপিস্টিকের মূল্য ইত্যাদিতে একবার সংযত হয়ে নিবেন নাকি একজন মুক্তিযোদ্ধার কাছে ঋণ শোধের একটু সুযোগ ?
কেউ আগ্রহী হলেে ওয়ালে লিখনু, ইনবক্সে জানান ।
বিকাশ নম্বরঃ ০১৯৫০৮৩৭৫৮১
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট : Amena Khatun/ AC no : 126.151.32415
এখন পর্যন্ত প্রাপ্ত অর্থের পরিমান
================
*নাম প্রকাশে অনিচ্ছুক - এক হাজার - ১০০০(ফেবু
*নাম প্রকাশে অনিচ্ছুক/ পেশাঃ ছাত্র - তিন শত- ৩০০(ফেবু)
ফেবু - মুক্তিযোদ্ধার রক্ত ঋণ - Click This Link
আপনি বিষয়টিকে সমর্থণ করলে একটি শেয়ার দিন ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ রাত ১২:৩৫
আহসানের ব্লগ বলেছেন: :O