![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
অনেকেই হয়ত জানেন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া মিলে ভাটি বা হাওড় এলাকা । হূমায়ূন আহমেদের যারা ভক্ত তারা ভাটি এলাকা সম্বদ্ধে জানেনই । এছাড়া হয়ত অনেকেই জানেন টাঙ্গুয়া, হাকালুকি সহ অপরূপ রূপের আধার হাওড়ের নাম । ওয়ার্ল্ড হেরিটেজের অংশ কোন কোন হাওড় । কোড়া পাখির হাওড়, হাছন রাজার হাওড়, শাহ আব্দুল করিমের হাওড়, জালাল খার হাওড়, তাজা মাছের ঝিলিকের হাওড় , রাতের বেলায় ঢেউ এর সুরের হাওড় ।
এইবারই প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে “জাতীয় হাওড় উৎসব ২০১৪” । তারিখ - ১০-১১ জুন ।
যাতায়তের সব চেয়ে সহজ পথ হচ্ছে হাওড় একপ্রেস ট্রেন বা বাসে নেত্রোকোনা জেলার মোহনগজ্ঞ । সেই খান থেকে ধর্মপাশা, মধ্য নগর ইজি বাইক, টেম্পুতে যাওয়া যাবে ।
উৎসব কতৃপক্ষ অতিথিদের জন্য ফ্রী থাকার ঢালাও ব্যাবস্থা করেছে প্রাইমারী স্কুলে । নারীদের ক্ষেত্রে বিভিন্ন বাড়ীতে ব্যাবস্থা করে দেওয়া হবে ।
এছাড়াও ট্রলার ভাড়া করে থাকা যাবে । ট্রলার ভাড়া পড়বে ২৫০০-৩৫০০ পর্যন্ত । এক ট্রলারে থাকা যাবে ১৫-২০ জন ।
ভাত ও তাজা হাওড়ের মাছ- ত্রিশ টাকা । যারা ট্রলার নিবেন তারা ট্রলারেই খাবার ব্যাবস্থা করতে পারবেন মাঝির সাহায্যে । খরচ পড়বে একই । যারা ট্রলার ভাড়া নিবেন তারা উৎসব স্থানে তথ্য কেন্দ্রে যোগাযোগ করলে, উৎসব কমিটি ট্রলার ভাড়া নেওয়ার ক্ষেত্রে সহযোগীতা করবে
ইভেন্ট লিঙ্ক - Click This Link
২| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩৫
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ রাত ১১:২২
পরিবেশ বন্ধু বলেছেন: এটা প্রথম নয় ২য় হাওড় উৎসব , ১ম টা হয়েছিল ২০০৮ সালে ।। শুভেচ্ছা