নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

জাতীয় হাওড় উৎসব ২০১৪, তারিখ - ১০-১১ জুন ।

০২ রা জুন, ২০১৪ রাত ১০:৫০

অনেকেই হয়ত জানেন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া মিলে ভাটি বা হাওড় এলাকা । হূমায়ূন আহমেদের যারা ভক্ত তারা ভাটি এলাকা সম্বদ্ধে জানেনই । এছাড়া হয়ত অনেকেই জানেন টাঙ্গুয়া, হাকালুকি সহ অপরূপ রূপের আধার হাওড়ের নাম । ওয়ার্ল্ড হেরিটেজের অংশ কোন কোন হাওড় । কোড়া পাখির হাওড়, হাছন রাজার হাওড়, শাহ আব্দুল করিমের হাওড়, জালাল খার হাওড়, তাজা মাছের ঝিলিকের হাওড় , রাতের বেলায় ঢেউ এর সুরের হাওড় ।

এইবারই প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে “জাতীয় হাওড় উৎসব ২০১৪” । তারিখ - ১০-১১ জুন ।

যাতায়তের সব চেয়ে সহজ পথ হচ্ছে হাওড় একপ্রেস ট্রেন বা বাসে নেত্রোকোনা জেলার মোহনগজ্ঞ । সেই খান থেকে ধর্মপাশা, মধ্য নগর ইজি বাইক, টেম্পুতে যাওয়া যাবে ।

উৎসব কতৃপক্ষ অতিথিদের জন্য ফ্রী থাকার ঢালাও ব্যাবস্থা করেছে প্রাইমারী স্কুলে । নারীদের ক্ষেত্রে বিভিন্ন বাড়ীতে ব্যাবস্থা করে দেওয়া হবে ।

এছাড়াও ট্রলার ভাড়া করে থাকা যাবে । ট্রলার ভাড়া পড়বে ২৫০০-৩৫০০ পর্যন্ত । এক ট্রলারে থাকা যাবে ১৫-২০ জন ।

ভাত ও তাজা হাওড়ের মাছ- ত্রিশ টাকা । যারা ট্রলার নিবেন তারা ট্রলারেই খাবার ব্যাবস্থা করতে পারবেন মাঝির সাহায্যে । খরচ পড়বে একই । যারা ট্রলার ভাড়া নিবেন তারা উৎসব স্থানে তথ্য কেন্দ্রে যোগাযোগ করলে, উৎসব কমিটি ট্রলার ভাড়া নেওয়ার ক্ষেত্রে সহযোগীতা করবে

ইভেন্ট লিঙ্ক - Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:২২

পরিবেশ বন্ধু বলেছেন: এটা প্রথম নয় ২য় হাওড় উৎসব , ১ম টা হয়েছিল ২০০৮ সালে ।। শুভেচ্ছা

২| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩৫

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.