নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

এই খানে এক জন ‘না-মানুষ”

২০ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৪

এই খানে এই নির্জনে একজন সমাধিস্থ আছেন

ভোরের রোদ হেটে হেটে ঢুকে পড়ে বাড়ীর অন্দর মহলে

গাঢ় গম্ভীর জোছনা কখনও কখনও ডুব দেয় জলের তলে

কোন কোন মানব মানবীর ছায়া পড়ে অচেনা সমাধিতে।।

এই খানে এই নির্জনে রোদেরা ফিরে যায় অনায়েসে

মধ্য রাতের জোছনা পথ হারায় কৃষ্ঞ গহ্বরে, তবুও আসেনা ,

মানব-মানবীর সুগন্ধ উড়ে হয়ত কোন দুর্গন্ধে,

এইখানে নির্জনে একজন নষ্ট মানুষ ঘুমিয়ে আছেন

নষ্ট রেল স্টেশন, কালো ট্রেণ ভ্রমনের শেষে . .



কোথায় কোন সভ্যতা নেই অথবা প্রেম

তার জীবনীতে মানুষ অন্ধকার হবার অধিকার,

সমাধির গায়ে লিখা কেবল

এই খানে এক জন ‘না-মানুষ” আছেন,

এই খানে কখনওই রোদ নেই বা জোছনা অথবা প্রেম

কেবল কৃষ্ঞ গহ্বরের অহংকার - কেউ দাড়ায়নি -

কখনও কখনও এপিটাফে বসে একলা রঙিন পাখি

তখন কি কোথাও আলো জ্বলে- ফেলে আসা জীবন অথবা সমাধিতে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৭

আমি দিহান বলেছেন: এইটা কি কোন কষ্ট থেকে লিখেছেন?

২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৪

জহিরুলহকবাপি বলেছেন: আমি জীবণটারে কোন জীবণে থুই.......।

আপনার এমন মনে হলো কেন? আমি কৌতহল থেকে জিজ্ঞেস করলাম । উত্তর না দিলেও সমস্যা নাই

২| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩১

আমি দিহান বলেছেন: কিছু মনে করবেন না এরকম প্রশ্নের জন্য।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

জহিরুলহকবাপি বলেছেন: আরে ভাই কিছু মনে করবো কেন?! কিছু মনে করিনি ......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.