![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বর্ষা গিয়েছে চলে বহু স্রোতের পিঠে চড়েে
উড়নচন্ডী বালকেরা তাকিয়ে থাকে গাছের ডালে ডালে
কিশোররী কালো চুল সাদা মেঘের তলে
নারিকেল তেলের বাহারী বিজ্ঞাপন অথবা গৃহিনীর হাতে,
গাছ পাতা নদী বা মাছেরা যদিও সতেজ ও সবুজ
তবুও দৃষ্টি কেপে কেপে উঠে মরূভূমীর মরিচিকায়
পথের সাথে চোখের বৃতষ্ঞ দেনা পাওনা ।
বনেরা মনের ভিতর বসত করে আদমকাল থেকে
সেই খানে শূধূ প্রেম ভাসে, স্পশে স্পর্শে জীবন কিছুটা নদী,
বর্ষাে চলে গেছে, শরৎও কি চলে যাবে ঋতু ফুরানোর কালে?
২৬ শে জুন, ২০১৪ রাত ৯:১৬
জহিরুলহকবাপি বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:১০
শুঁটকি মাছ বলেছেন: এমন দিনে এরকম কবিতাই ভাল্লাগে।
২৬ শে জুন, ২০১৪ রাত ৯:১৬
জহিরুলহকবাপি বলেছেন: ধন্যবাদ।
৩| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৪
আহসানের ব্লগ বলেছেন: চলে যাবে ।
কিন্তু আবার ফিরেও আসবে
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মিষ্টি একটি কবিতা। ভীষণ ভাল লেগেছে