![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
অন্ধকারও আজ পাকা বেঞ্চে বসে থাকে একলা প্ল্যাটফর্মে
একটা ট্রেণের অপেক্ষায়, নিহত মধ্য রাতে!
পাশাপাশি বসে থাকি আমি, কিছু মশা আর নগর নটী,
এখানে কোন আয়োজন নেই , মশাদের ছাড়া
কেবল অপেক্ষা, খদ্দের হওয়ার বা খদ্দের খোজার ।
তার পরতে পরতে কি উকি দেয় কোন “প্রজাপতি”
লিলুয়া বাতাস রেল লাইনে ভেসে সামনে দাড়ায়-
তাদের গায়ে লেগে থাকে প্রাচীন প্রজ্ঞার গন্ধ-
কিছু ভুমী কেবল জেগেই থাকে আমৃত্যু গোপনে!
১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৩
জহিরুলহকবাপি বলেছেন: ধন্যবাদ। । ।
২| ১০ ই জুলাই, ২০১৪ ভোর ৫:০৯
রাজিব বলেছেন: কষ্ট লাগলো কিন্ত কি আর করার এই আমাদের পৃথিবী।
১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৪
জহিরুলহকবাপি বলেছেন: কষ্..কষ্ট
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৭
পিয়ালী দও বলেছেন: ভাল লাগল