নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র. . . পিলিজ আমারে বুচাইয়া দিয়েন জেন্টেল মাইনে ভদর ভাষায়

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৪

আমার মাথায় ঢুকতেলি না । ভাবিছিলাম চুলের জন্য । তাই কাইল রাতে হুম এক্কেরে ক্যান্টনমেন্ট কাট! তারপরও ঢুকতেচে না । আমি একচন মাঝে মইধ্যে এইটা সেইডা আপনাগোরে “আসক” মাইনে জিগামু ।



ইস্রারইলী ব্যাডারা সমানে ফিলিস্তীনীদের মারতেছে । এগো মইধ্যে ৯৮%ই পেরাইবেট মাইনে বেঅস্ত্র/বেসামরিক । জঘন্য! জঘণ্য! এ ধরনের কিলিং যদি হিন্দু চালাইতো তাইলেও কইতাম জঘন্য্য , কোন মুসলমান চালাইতো তাইলেও কইতাম জঘন্য্য , কোন বৌদ্ধ চালাইতো তাইলেও কইতাম জঘন্য্য । আহারে কত বাচ্চা পোলাপাইন ব্যাথায় কানতাছে । ছবি দেখলেও. . . . । আহারে আহারে ।



এ ঘঠনারে ইসলামের লগে পেচাইয়া বলগ , ফেইচ বুক সব গরম কইরা ফালাইতেচেন এক গ্রুপ। তাতেও আমার সমস্যা নাই । কিন্তু আমার কোচচেনটা অইল -

* যকণ শিশু মনিররে পুড়ইয়া মারল তখন এরা কই ওয়াজ মাইনে চিল ।



*যখন সাইদীদাবাদে টার্মিনালে পার্ক করা বাসের ভিতর ভোর রাতে বাস সহ পুড়িয়ে দেওয়া হইচিল একজন কিশোর হেল্পাররে । আহারে থাকনের জায়গার অভাবে বাসে ঘুমাইছিল । আহারে আহারে আহারে ! কিন্তু তখন কই আচিল ঐ মুমিনেরা?

* আরওতো আচে । জানেনইতো । কিন্তু তখন কোথায় ছিল তাহারা!



- আফগানিস্তানে মুসলমান মরলে আপনেগো পুড়ে, ফিলিস্তীনে মুসলমান মরলে আপনাগো পুড়ে , বাংলাদেশে মানুষ মরলে আপনাগো কি বোর্ড কি শোকে নষ্ট অইয়া যায় ? নাকি আঙ্গুল ব্যাধি গ্রস্ত অয়?



আবার আপনাগোরে মজার একটা হিস্টরী মনে করাইয়া দেই , এ ঘটনার লগে যোগ সূত্র আছে। মনে আছে একবার আমেরিকার দুতাবাশের গাড়ীতে শিবির এট্যাক কইরা গাড়ীরে আহত করছিল ? লগে লগেই জামাত-শিবির ঘোষনা দিয়াই ক্ষতিপূরণ দিতে চাইছে । মনে আছে? ! এইবার দেখেনে এই আমেরিকাই কিন্তু ইসরাইলরে খুন-খারাপিতে হেল্প করে । তাই না ? আবার ইসরাইল মারে ফিলিস্তীনি মুসলমানগোরে। ইচ নট দ্যাট ?



তাইলে কেমতে কি?

কেউ বুচবার পারলে পিলিজ আমারে বুচাইয়া দিয়েন জেন্টেল মাইনে ভদর ভাষায় ।



একচন একচন-ডাইরেট একচন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.