নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

এ সব আকাম কুমাম এক দিন কোন ভাবে প্রকাশ হবেই, সেইক্ষনে সাধু কই যাবা?

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর জামাত শিবিরের বোমা হামলার খবরতো ইতোমধ্যেই সবাই জেনে গেছেন । বর্তমান থেকে চলুনতো একটু ফিরি তারপর আবার আসি ।

৭১---------

** মুক্তিযোদ্ধারা, স্বাধীনতার পক্ষের মানুষেরা নাস্তিক, ইন্ডিয়ার চর । ইসলাম থাকবে না ।

** যুদ্ধকালীণ সময়ে মওদুদীবাদী ঈমাম, হুজুর, আলেমদের হত্যা ।

** যুদ্ধের শেষ দিকে শিক্ষক হত্যা ।

** মোস্তাক এবং অনেকে ।

বর্তমান-----

** যুদ্ধপরাধীদের বিরোধিরা নাস্তিক, নষ্ট । মসজিদে উলু ধ্বনি বাজবে ।

** ১০ আলেম হত্যার লিস্ট । মাওলানা ফারুকী সাহেব খুন ।

** বিশ্ববিদ্যালগুলোকে অস্থিতিশীল করা । সর্বশেষ বাসে হামলা ।

** অনেকেই ।



বর্তমানে সমস্যা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ । মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলে অনেকেই জামাত-শিবিরের সাথে আতাত করে টাকা রোজগার করছে । শুরুটা যেহেতু শিক্ষকদের ঘটনা নিয়ে করলাম তাই শেষটাও তা দিয়েই করছি । আমাদের বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাগু হিসাবে ঢুকছে । মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির সীল গায়ে লাগিয়ে এক শ্রেণীর মানুষ এদের সাহায্য করছে । একজন ছাগু শিক্ষক অনেক ছাগু প্রসব করে । আবার অন্ত দলীয় কোন্দলেও অনেকে ছাগুদের শিক্ষক হিসাবে ঢুকাচ্ছেন ।

কিন্তু জনাব টাকা যে কামাচ্ছেন পরে না তাহা আবার তালেবানি জীবণে খরচ করতে হয়?!! সম্ভবনা নিশ্চয় ফেলে দেওয়া যায় না । আবার দলীয় কোন্দলের কারণে যিনি ছাগুকে সাহায্য করছেন তিনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুনতো - এ ছাগুকি শেষ পর্যন্ত আপনার পক্ষে থাকবে ? অন্যদল ক্ষমতায় আসলে এ কি আপনার পক্ষে থাকবে ? উত্তর না । তা না হলে আপনাকে জামাত শিবির হয়ে যেতে হবে । পারবেন? যদি পারেন তাহলে আপনি এখনও ছাগুই ।



সাধু মনে রাইখও বাসের ভিতর কিন্তু আওয়ামীলীগ-বিএনপি রিখা থাকবে না , কিন্তু জামাতি-শিবির লিখা থাকবে । আজও ছিলনা ।

সাবধান সাধু সাবধান । আর এ সব আকাম কুমাম এক দিন কোন ভাবে প্রকাশ হবেই, সেইক্ষনে সাধু কই যাবা । ক্ষমতা তোমার তৈরী করবে অক্ষমতা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০

নীল আকাশ ২০১৪ বলেছেন: নিজেরে অতো সাধু মনে কইরেন না, বাপি মিয়া! আজকে ট্যাকার বান্ডিল দেখলে আপনে নিজেও রাজাকারদের পায়ের তলায় চুমু খাওনের আশায় বইসা থাকতেন - ট্যাকার এতই গুন। আপনে সুযোগ নাই তো, তাই যারা সুযোগ পাইছে, তাদের দেইখা হিংসা লাগতেছে। :P

কি, ঠিক কইচি না? ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

জহিরুলহকবাপি বলেছেন: ............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.