নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

গতকালের শাহবাগের আমি..

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

গতকালের শাহবাগের আমি..

অামি শাফি সমুদ্র, Charu Pintu সহ আরও কয়েকজন চারুকলার আছে পাশে আড্ডা দিচ্ছিলাম । শাহবাগের দিকে যেতে ভালো লাগছিলনা । আলাদা আলাদা বিক্ষোভ । কোন দরকার ছিলনা । সাঈদীর রায়ের দিনের ঐক্যে চেষ্টা ভেস্তে গিয়েছেল ইমরানের জন্য । সবাই রাজী হলেও ইমরান এইচ সরকার, আরিফ জেবতিক রাজী হয়নি । (বিস্তারিত পোষ্ট : Click This Link)

সন্ধ্যা হয়ে গেছে । এর ভিতরে একজন মোবাইলে জানালো “ @ Click This Link ) শাহবাগ আন্দোলন একজন ফোন করে জানালো মশাল মিছিল শুরু হবে । আমরা শাহবাগ আসি । শাফি, চারু ভীড়ের ভিতর আলাদা হয়ে যায় । ইমরান, আরিফ জেবতিক অংশের গণ জাগরণ মঞ্চের মিছিল নিয়ে পুলিশের সাথে ধাক্কা ধাক্কি হচ্ছে । আমরা জাদু ঘরের প্রধান গেটের সামনে দাড়ানো । ধাক্কা ধাক্কি শেষ । আবার শ্লোগান বিক্ষোভ শুরু । তখন কামাল পাশা চৌধুরীদের নেতৃত্বাধীন গণ জাগরণ মঞ্চের সমাবেশ চলছিল । আমরা মাঝখানে । ইমরান, আরিফ জেবতিকদের সমাবেশ মঞ্চ ট্রাকের উপর ।

শাহবাগ আন্দোলন তখন তৈরী হচ্ছিল মিছিলের জন্য । হঠাৎ দেখলাম ইমরান, আরিফ জেবতিকের সাথের বেশ কিছু বিক্ষোভকারী ট্রাকের পাশ দিয়ে বের হয়ে কামাল ভাইদের সমাবেশের দিকে যাচ্ছে । আমি ভেবেছিলাম মিছিল । এর মধ্যেই কিছু বোঝার আগে দেখলাম মিছিল না । তারা বোতল, বাশ, কাঠের টুকরা ছোড়া শুরু করেছে কামাল ভাইদের দিকে । সেখানে তখন বিচ্ছু জালাল সহ স্বাধীণ বাংলা বেতার কেন্দ্রের কয়েকজন ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন ।

আমি হতভম্ব ।

পরবর্তী কামাল পাশা চৌধূরী অংশের কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে । তারা বাশ, চেয়ার, পানির বোতল নিয়ে তাড়া করে ইমরান ও আরিফ জেবতিক অংশকে আবার তাদের নির্দিষ্ট জায়গায় ফেলত পাঠায় । কামাল পাশা চৌধুরী তার কর্ম ীদের কিছুটা নিয়ত্রণ করতে সমর্থ হন । যুদ্ধ খুব কমে এলেও থামে না । এর ভিতর ইমরাণ, আরিফ জেবতিক অংশ আবার কিছুটা আক্রম্ণতাক হলে কামাল পাশা চৌধূরী অংশ ও আবার আক্রমনাত্নক হয়ে উঠে । তারা উত্তেজিত ছিল । তখন বিচ্ছু জালল সহ কয়েকজন এগিয়ে এসে তাদের কর্মীদের শান্ত করার চেষ্টা করতে থাকেন । তখন বিচ্ছু জালাল পিজির দিকে মূখ করে ইমরাণ, জেবতিকদের ট্রাকের পাশে দাড়িয়ে কর্মীদে শান্ত করার চেষ্টা করছিলেন । এসময় তার সবল ধাক্কায় তাদের কর্মীরা পিছু হটতে থাকে । তখন পেছন থেকে জেবতিকদের অংশ থেকে বিচ্ছু জালালের দিকে বোতল, বোতলের মূখ ছুড়া হয় ।

শাহবাগ ভর্তি আমরা কিছু অন্ধ মানুষ, কাঠের টুকরা, বোতল, বাশের টুকরা সাথে আমাদের বড় একটা অাবেগ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.