![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
গতকালের শাহবাগের আমি..
অামি শাফি সমুদ্র, Charu Pintu সহ আরও কয়েকজন চারুকলার আছে পাশে আড্ডা দিচ্ছিলাম । শাহবাগের দিকে যেতে ভালো লাগছিলনা । আলাদা আলাদা বিক্ষোভ । কোন দরকার ছিলনা । সাঈদীর রায়ের দিনের ঐক্যে চেষ্টা ভেস্তে গিয়েছেল ইমরানের জন্য । সবাই রাজী হলেও ইমরান এইচ সরকার, আরিফ জেবতিক রাজী হয়নি । (বিস্তারিত পোষ্ট : Click This Link)
সন্ধ্যা হয়ে গেছে । এর ভিতরে একজন মোবাইলে জানালো “ @ Click This Link ) শাহবাগ আন্দোলন একজন ফোন করে জানালো মশাল মিছিল শুরু হবে । আমরা শাহবাগ আসি । শাফি, চারু ভীড়ের ভিতর আলাদা হয়ে যায় । ইমরান, আরিফ জেবতিক অংশের গণ জাগরণ মঞ্চের মিছিল নিয়ে পুলিশের সাথে ধাক্কা ধাক্কি হচ্ছে । আমরা জাদু ঘরের প্রধান গেটের সামনে দাড়ানো । ধাক্কা ধাক্কি শেষ । আবার শ্লোগান বিক্ষোভ শুরু । তখন কামাল পাশা চৌধুরীদের নেতৃত্বাধীন গণ জাগরণ মঞ্চের সমাবেশ চলছিল । আমরা মাঝখানে । ইমরান, আরিফ জেবতিকদের সমাবেশ মঞ্চ ট্রাকের উপর ।
শাহবাগ আন্দোলন তখন তৈরী হচ্ছিল মিছিলের জন্য । হঠাৎ দেখলাম ইমরান, আরিফ জেবতিকের সাথের বেশ কিছু বিক্ষোভকারী ট্রাকের পাশ দিয়ে বের হয়ে কামাল ভাইদের সমাবেশের দিকে যাচ্ছে । আমি ভেবেছিলাম মিছিল । এর মধ্যেই কিছু বোঝার আগে দেখলাম মিছিল না । তারা বোতল, বাশ, কাঠের টুকরা ছোড়া শুরু করেছে কামাল ভাইদের দিকে । সেখানে তখন বিচ্ছু জালাল সহ স্বাধীণ বাংলা বেতার কেন্দ্রের কয়েকজন ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন ।
আমি হতভম্ব ।
পরবর্তী কামাল পাশা চৌধূরী অংশের কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে । তারা বাশ, চেয়ার, পানির বোতল নিয়ে তাড়া করে ইমরান ও আরিফ জেবতিক অংশকে আবার তাদের নির্দিষ্ট জায়গায় ফেলত পাঠায় । কামাল পাশা চৌধুরী তার কর্ম ীদের কিছুটা নিয়ত্রণ করতে সমর্থ হন । যুদ্ধ খুব কমে এলেও থামে না । এর ভিতর ইমরাণ, আরিফ জেবতিক অংশ আবার কিছুটা আক্রম্ণতাক হলে কামাল পাশা চৌধূরী অংশ ও আবার আক্রমনাত্নক হয়ে উঠে । তারা উত্তেজিত ছিল । তখন বিচ্ছু জালল সহ কয়েকজন এগিয়ে এসে তাদের কর্মীদের শান্ত করার চেষ্টা করতে থাকেন । তখন বিচ্ছু জালাল পিজির দিকে মূখ করে ইমরাণ, জেবতিকদের ট্রাকের পাশে দাড়িয়ে কর্মীদে শান্ত করার চেষ্টা করছিলেন । এসময় তার সবল ধাক্কায় তাদের কর্মীরা পিছু হটতে থাকে । তখন পেছন থেকে জেবতিকদের অংশ থেকে বিচ্ছু জালালের দিকে বোতল, বোতলের মূখ ছুড়া হয় ।
শাহবাগ ভর্তি আমরা কিছু অন্ধ মানুষ, কাঠের টুকরা, বোতল, বাশের টুকরা সাথে আমাদের বড় একটা অাবেগ
©somewhere in net ltd.