নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

যাদবপুরের “হোক কলরব” আন্দোলন নিয়া আমাদের দেশীয় কিছু বন্ধুর লাফালাফি দেখে বেআক্কেল হয়ে গেলাম ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

যাদবপুরের “হোক কলরব” আন্দোলন নিয়া আমাদের দেশীয় কিছু বন্ধুর লাফালাফি দেখে বেআক্কেল হয়ে গেলাম । যে কোন পজেটিভ আন্দোলনকে বুদ্ধিমান, মানবিক মানুষমাত্রই সমর্থণ করবে । কিন্তু হোক কলরব নিয়া মাতা মাতি দেখে খুবই বাড়াবাড়ি লাগলো ।
কয়েকজনকে পেলাম পারলে তারা ঐ খানে গিয়ে আন্দোলন করে । পারছে না বলে অন লাইনে লিখে ভরিয়ে ফেলছে । আমার জ্ঞানের স্বল্পতার কারণেই মনে প্রশ্ন জাগছে --- কেন?! কেন এত বিপ্লবী হওয়া যাদবপুর নিয়ে? যেখানে আমাদের সমস্যাই মিটছে না! কাঙ্খিত ফল পাইনি সাঈদীর রায়ে । আইনের মার প্যাচ বুঝি না । রিভিউর কি হবে এখন পরিস্কার না । আরও রায় আসবে, কিন্তু আসছে না । অথচ “শাহবাগ” আজ কাগজের টুকরার মত ঘুরে বেড়াচ্ছে শাহবাগে, জাদু ঘরের সামনে, পাবলিক লাইব্রেরীর গেটে । শত শত কর্মী চাকরী খুইয়েছে তারা আসছে কিন্তু উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের গোলক ধাধা । চেষ্টা করেও গণ জাগরণ কে এক করানো যাচ্ছে না । বিদেশী ডিস্ট্রিবিউটরদের ( বাংলাদেশ বিরোধী) জয় উৎসব । সবাই একাই এক”শ । এরই ফাকে আপন ভাই হয়ে গেছে ভাবীর অপদার্থ জামাই । সবই পরিস্কার । দোকান হলে চলন্ত ঘটনাকর খেরো খাতায় বিকৃতিে এনে মহান নেতা বা সংগঠক হওয়ার চেষ্টা । কিন্তু ফলাফল শূণ্য । উহদেরই জয়জয় কার, নিজেদের কর্ম ফলে । অন্যকে নমশুদ্র ভাবার প্রতিযোগীতায় সব অন্ধকার, চুরি করে শেষ খাবার টুকুও খেয়ে নিতে চায় শত্রুর পোষা কুকুর ।
এর ভিতরে যাদবপুর নিয়া কি ভাবে এত মাতা-মাতি সম্ভব । আমাদের ঐক্যের কোন খবর নেই , কঠিনতম শক্তি ছাড়া ছাড়া হয়ে সবাই মাথা ঘুরানি রোগী !! এ সমস্যারতো সবার আগেই সমাধানের দরকার । আমরা খন্ডিত বলে বিশাল নিরাপত্তহীনতায় আছি । সবাই সব জেনে বুঝেও কোন এক বিচিত্র কারণে ঐক্য বধ্য হচ্ছে না , হতে পারছে না- এর চেয়ে বড় বিপদ আর কি হবে?! সেইটা বাদ দিয়ে “যাদবপুর”? নাহ , বুঝলাম না । প্লিজ গালি দিবেন না । আগেই বলেছি জ্ঞান কম । বুঝার চেষ্টা করছি ।
আর একটা কথা -- মমতা দেবীর ঘটনাতো সবাই বুঝতে পেরেছেন? জেনেছেন? ইমরান সাব, সারদা, জামায়ত, জঙ্গী রাষ্ট্র ইত্যাদি । সেই সময় ( যা এখনও চলমান তবে কিছুটা নিকট অতীত) এ বন্ধুদেরকে এটা নিয়ে তেমন একটা সরব হতে দেখিনি । বিপ্লবী হতে দেখিনি ।
আমাদের দেশে একদল বিজাতীয় প্রানী আছে - যারা ইরানে/ফিলিস্তিনে/পাকিস্তানে কেউ বোম খেয়ে মরলে বিক্ষুব্ধ হয়ে উঠে , প্রতিবাদে প্রতিবাদে কি বোর্ডের আঙ্গুল ক্ষয়ে ফেলে, সিগারেট ফিল্টারে চায়ের কাপ ভর্তি হয় প্রতিবাদী থুতুতে । কিন্তু বাংলাদেশে যখন বোমায় মানুষ মরে তখন তাদের কোন বিকার নেই ।
আমরা সবাই কি সেই পথে হাটছি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.