![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
রাত ৯ টা । বাসের জন্য দাড়িয়ে থাকতে হয়েছে ১৫ মিনিট। কাটাবন মসজিদ গলিস্তান যাব । বাহন পরিবহন । ভাড়া ১০ । বাসের পিছন দিকটা ফাকাই । যাত্রীদের তাড়ার কারণে বলদা ড্রাইভার বেশিক্ষন দাড়াতে পারছিল না । রাস্তায় লোকজনও তেমন নেই ।
পেছনের দুজন তরুন । আজ স্যামসং-এর গ্যালাক্সি টেব কিনেছে কেউ একজন । ঘাড় ঘুরিয়ে দেখলাম বেশ বড় সেট । রামিয়ার সাথে ভাইবারে কথা বলা যাবে । ভিডিও চ্যাট অপশন খুজে বের করার চেষ্টা । প্রাণবন্ত ।
-- মামা আইজও হাপ ভাড়া?!! নিরবতা! মামা আইজকা অন্তত কম দিয়েন না । বাসতো ফাকা!
-- কম দিলাম কই । যা ভাড়া তাই দিলাম ।
-- মামা দুইজেনর ভাড়া ৫০ । আইজ অন্তত ২৫ দেন ।
ঘ্যাণ ঘ্যান । রাস্তার হর্ণ । বাসের বাতাস চল চল বাহন । নিউ মোবাইল গাল ফ্রেন্ডের সাথে মিউ মিউ , সেট স্যামসং।
একজন বিরক্ত হয়ে ৮ টাকা বের করে দিল ।
--মামা আর সাতটা টাকা দেন ! ( রাগত অনুণয়)
প্রেস ক্লাব প্রেস ক্লাব । রুপসী ঢাকা । বড় বড় ক্লান্ত গরু ।
ঐ ব্যাটা বাস টান ।
খালি বাস টানমমু ?
-- টান দেন মানুষ নাই ।
--মামা সাতটা টাকা দেন। বেশি চাইনাই । হাফ ভাড়াটা অন্তত আইজ দেন ।
-- ও ব্যাটা এমনি বেশি দিছি ৮ টাকা । যা ভাগ ।
আমার পাশের জন এবং তার সামনের জন একই সাথে ।
লুঙ্গি এবং সবুজ ও হলুদ চেক ও চক্রা বক্রা শার্ট । তার মতন সে র্স্মাট । এই গরু হাট হাট । আজ ঈদের আগের রাত ।
এ খিলাগাও বাসাব মুগ্ধা ...
দুজন সম্ভবত বার্বুচি । কোথাও রান্না শেষ করে ফিরছে । পান খাওয়া কালো দাত । বয়সে একজন তরুন আরেক জন মধ্য বয়স্ক ।
বাস জানালায় মুগ্ধ নিয়ন..... আকাশ ভর্তি চাদ জিয়ন....
কন্ডাকার বা মামা ( বয়সে চ্যাংরা । তাই মাইর খেতে খেতে বেচে গেছে)
আমার পাশের জন - ২ জন গুলিস্তান ।
-- ২০ ।
-- ১৬ রাখ ।
-- কম নাই ।
-- ১৮ ।
-- ঈদের আগের রাইতেও কম । ঠিক আছে না থাকলে দেন ।
-- না আছে ধর । ২০ ।
ছুটে চলছে জীবন কোন কৃষ্ঞ গহ্ববরে?!!
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: ঈদ মুবারক ভ্রাতা