![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বাংলাদেশকে যদি মাথায় তুলে নিয়ে ঘুরতে পারতাম। আহহা।
কিছুই দেওয়া হলো না। করা হলো না। কেবল নেওয়াই হলো স্বাধীনতা, রুপ, রং, রস, গন্ধ। আহ! আহা পদ্মা, আহা সিলেট, রাতারগুল, বিরিশিরি, মেঘনা, যমুনা, লালন মেলা, পহেলা বৈশাখ, কৃষ্ঞচূরা, অলস আড্ডা, অসীম সহণশীল প্রতিবেশী, বর্ষা, মেঘ থৈ থৈ, সুন্দরী সুন্দর বন, যমুনার প্রেম । লিস্টতো শেষ হবে না।
বিনিময়ে......................
সাধু শ্যাম রাখিব না কুল রাখিব। হিসাাবের ঝাপিতে সবইতো চলিয়া যাইতেছে। আমার আমিরে, আমাদের আমিরে হারাইয়া ফেলিতেছে। দেখিতেছ না বাবা মার ভরণ পোষনের জন্য আাজকে বাংলাদেশে আইন করিতে হয়। অথচ বাঙ্গালির অতিথি অপ্যায়নের জগত খ্যাত ছিল, আশ্রয় দানে জগত খ্যাত ছিল। রাতের বেলায় কেউ পাখির বাসা হইতে পাখি শিকার করিত না বা ধরিত না। সাধু আমি কি ভুল কহিতেছি। জীবনে, গৃহে, পরিবেশে, শিক্ষায় সর্ব জায়গায় ইউক্যালিপটাস ।
তুমি কি এখণও ভাবিবে না সাধু ।
©somewhere in net ltd.