![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
মানবেন্দ্র জোছনাকে পকেটে পুরে
তুই
বাড়ী ফিরে যাস প্রতিরাতেই, আমি আমার বিছানায়।
তোর সাথে যদিও তারাদের কথা হয় না
আমার
তারারা ঘুমায় না ।
মধ্য রাতে যে মেয়েটা ধর্ষিত হয়,
ট্রাক ড্রাইভার বা কুলির
নি:সঙ্গ হতাশায়। ছোট কোন নোট। তার সাথে আমার কথা হয়
প্রসাধনে চর্চিত কিছু কৃত্রিম সুন্দরীর বিলবোর্ডের আধারে।
তোর পকেট ভর্তি জোছনা, আমার পকেট ভর্তি জোছনা।
তবুও আমরা ভিন্ন ভুবনে, ভিন্ন জ্ঞানে।
তুই কি হতে চাস ?
কোন কোন নক্ষত্রে, রাত এসে জানিয়ে যায়
কুকুর হয়ে গেলে মানব জীবন সার্থক হয়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১
অপূর্ণ রায়হান বলেছেন: তুই কি হতে চাস ?
কোন কোন নক্ষত্রে, রাত এসে জানিয়ে যায়
কুকুর হয়ে গেলে মানব জীবন সার্থক হয়।