![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
তোর সাথে আমার দেখা হয় না বহুদিন
নগরের রাস্তায় রাস্তায় দোতালা বাসের আনাগোনা
দেড় তলা জীবন ।
তুই অন্ধকার গিলে গিলে অনেক নাকি মোটা হয়েছিস?
ভাঙ্গা বেমানান মগে আজও তোর নিত্য নতুন স্পর্শ!
আমি প্রতি জোছনায়, জোছনা গিলি
পোড়ামাটির দালান ভেঙ্গে লুকিয়ে নামা জোছনারা।
জোছনা গিলে গিলে আমি আর চকলেট কাঠি সমান ছায়া মাপি,
নিশ্বাসেরা দুলে দুলে উঠে মৃদু বাতাসেও
জোছনা। ক্লান্তি। অন্ধকার। পরাজয়। অন্য হিসাব। ভুবন চিল। দাড় কাক।
নগরের পথে পথে বাশি বাজায় দালান ভর্তি ট্রাক, মধ্য রাতের চন্দ্র শিৎকার-
ট্রাকেদের কোন পরাজয় নেই, যেমন নেই আমার বা তোর।
আমার ঘরে ঘর ছিলনা,
এখানে সবুজ, এখানে পাখি, এখানে রাত্রি, এখানে সুর
এখানে রংহীনতার বর্ণিল, রঙিন উৎসব
যদিও আমার বাড়ীতে বাড়ী জমেনি-
ভুল সময়ে বাড়ীতে ফিরে জেনেছিি
এখানে গোপন রং এর কাব্য উৎসব- বাতাসেদের গান হারায়।
ঘরটা আমার ছিল না জেনে বুঝেছি
পৃথিবীর কোথাও আমার ছায়া পড়েনি আরও মানুষের মতন ।
গোপন রং-এর উৎসবে বর্ণিল ঘাসে পাখিরা ফিরে গেছে বাড়ী ভুলে,
যীশু বা ইকারুসের কষ্ট কি আমার চেয়ে বেশী ছিল?
©somewhere in net ltd.