![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আমাকে কিছু টাকা দেবেন?
আমি একবার গোসল করবো সমুদ্রের নোনা জলে।
স্কুলের পিছুটান ছেড়ে আমিও এসে বসেছিলাম
উঠানের পিড়ির এক কোনায়,
কখনও বা ঘুরন্ত ফ্যানের দামী ড্রইং রুমে,
আমার শরীর ভর্তি আজম্ম ধুলাবালির গন্ধ
পৃথিবীর কোথাও তখন পুকুর বা বাথটাবে পানি ছিলনা,
মায়ের ঐচ্ছিক চাল ঝাড়া,
কখনওবা ড্রইং রুমের ধুলো ঝাড়ার ব্যাস্ততায়
ফিরে গেছি একলা স্কুলের মাঠে। আমার শরীর ভর্তি র্দুগন্ধ।
চাদের তলে জোছনা হাটে ক্রমাগত,
জোছনা ঢুকে পড়ে প্রেমে, প্রকাশ্যে, প্রেমিকার অর্ন্তবাসে
অথবা কবির খাতা ছেড়ে প্রেমিকের চুলে, ভুলে।
ব্যাকরণের নিয়মে আমিও জোছনা হতো,
এক তরুনী ফুল ভেবে আমাকে ধরে ছিল-
রক্তাক্ত হাত, বিস্মিত চোখ, সব হারানোর বেদনা তার
যেমন বেদনা জমে থাকে মরে যাওয়া শত্রুর ঘৃণিতে লাশে
আমি কেবলই কাটা। তারপর জোছনা লুটায়
বিরামহীন প্রেমিক প্রেমিকার শিৎকার!
সেই রাতে পথে পথে জোনাকী ছিল, কেউ দেখেনি
একলা আমি জোনাকীর বিনয় গাথা।
আমাকে কিছু টাকা দেবেন?
আমি একবার সমুদ্রে যাবো, সমুদ্র স্রোতে।
যদিও এখন নগরে নগরে, চাষীর লাঙ্গলে মধ্য দুপুর
তবুও আমার বিকেল এখন-
দেবেন কিছু টাকা?
সন্ধ্যার আলোতে মিশে যাওয়া আগেই
আমি একবার সমুদ্রে ভাসান দেই পবিত্রতার আশায়!
আমার শরীর ভর্তি দুগন্ধ, কাটা-
©somewhere in net ltd.