নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আমার কোন মানবিক অনুভূতী কাজ করেনি, করেনা পাকিস্তানের জঙ্গী হামলায় ১০০ এর বেশি শিশু নিহতের খবরে

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

আমার কোন মানবিক অনুভূতী কাজ করেনি, করেনা পাকিস্তানের আর্মি পরিচালিত একটি স্কুলে জঙ্গী হামলায় ১০০ এর বেশি শিশু নিহতের খবরে । এ নিয়ে অনেকে পোষ্ট দিচ্ছেন । হায় হা্য় করছেন । আফসোস করছেন । কষ্ট পাচ্ছেন ।
১৯৭১ এ পাকিস্তানীদের হাতে আমার ৩০ লক্ষ মানুষ খুন হয়েছে । তাদের ভিতর অগুনতি শিশু। ধর্ষিত হয়েছিল ৫ বছরের কন্যা, পুত্র শিশুও । ৫ মাসের শিশু পাকিস্তানীদের বুটের তলে পৃষ্ঠ হয়ে ফোপাতে ফোপাতে ব্যাথায় অস্থির হয়ে মারা গেছে । আহারে! আহারে! আহারে । ১৪ বছরের ধর্ষিত, নির্যতিত শিশুদের কেউ কেউ আজও গোপনে মুক্ত বাংলাদেশে হাহাককারের নিশ্বাস ফেলে । আহারে ।
গণজাগরণ শুরু হওয়ার পর থেকে কত শিশু আহত, নিহত হয়েছে? আহা শিশু মনির কি নিদারুণ শারিরীক যন্ত্রনায় পুড়ে মরলো! আহা যাত্রা বাড়ীর বাসের ভিতর হত দরিদ্র হেল্পার, ঘুমের ভিতর অঙ্গার । আহারে শরীয়ত পুর থেকে শীতের জামা কিনতে ঢাকায় এসে বাসের ভিতর পুড়ে মরা ছেলেটা যার বয়ষ তখনও বা এখনও ১৬ পার হয়নি । এরা পুড়ে মরেছে পাকিস্তানীদের বুদ্ধিতে, বাংলাদেশে পাকিস্তানী প্রেতাত্নাদের হাতেই ।
১৯৭১, ২০১৩,২০১৪- আমার স্বজনের শোকে এখনও আমি সামলাতে পারিনি । আমার সময় ভর্তি হাহাকার, কান্না , অপমান । যে শিশুগুলো গত দু-বছরে বাবাকে হারিয়েছে, মাকে হারিয়ে সৎ মায়ের কাছে বড় হওয়ার সম্ভবনায় পড়েছে তার কষ্টে আমার বাতাস ভারী । শত্রু শিশুকে নিয়ে কষ্ট পাওয়ার বিন্দু মাত্র জায়গা আর নেই ।
প্রমানিত সত্য যে পাকিস্তানী আর্মিই জঙ্গীদের মদদ দাতা বিভিন্ন সময়ে। সেই জঙ্গীরা আর্মিদের স্কুলে হামলা চালিয়েছে । নিজেদের ঘরে নিজেদের দর্শনে পরষ্পর আপনজন যুদ্ধ করেছে । আমি কে কষ্ট পাওয়ার।
৭১,১৩,১৪-তে যারা আমাদে হত্যা করেছে, করছে,করছে সেই পাকিস্তানীরাও এক সময় শিশু ছিল ।
ভেড়ার বাচ্চা ভেড়াাই হয় । ক্লোন করলেও ভেড়া হয় । আমার জ্ঞানও তাই জানে । । এ নিয়ে অনেকে পোষ্ট দিচ্ছেন । হায় হা্য় করছেন । আফসোস করছেন । কষ্ট পাচ্ছেন ।
১৯৭১ এ পাকিস্তানীদের হাতে আমার ৩০ লক্ষ মানুষ খুন হয়েছে । তাদের ভিতর অগুনতি শিশু। ধর্ষিত হয়েছিল ৫ বছরের কন্যা, পুত্র শিশুও । ৫ মাসের শিশু পাকিস্তানীদের বুটের তলে পৃষ্ঠ হয়ে ফোপাতে ফোপাতে ব্যাথায় অস্থির হয়ে মারা গেছে । আহারে! আহারে! আহারে । ১৪ বছরের ধর্ষিত, নির্যতিত শিশুদের কেউ কেউ আজও গোপনে মুক্ত বাংলাদেশে হাহাককারের নিশ্বাস ফেলে । আহারে ।
গণজাগরণ শুরু হওয়ার পর থেকে কত শিশু আহত, নিহত হয়েছে? আহা শিশু মনির কি নিদারুণ শারিরীক যন্ত্রনায় পুড়ে মরলো! আহা যাত্রা বাড়ীর বাসের ভিতর হত দরিদ্র হেল্পার, ঘুমের ভিতর অঙ্গার । আহারে শরীয়ত পুর থেকে শীতের জামা কিনতে ঢাকায় এসে বাসের ভিতর পুড়ে মরা ছেলেটা যার বয়ষ তখনও বা এখনও ১৬ পার হয়নি । এরা পুড়ে মরেছে পাকিস্তানীদের বুদ্ধিতে, বাংলাদেশে পাকিস্তানী প্রেতাত্নাদের হাতেই ।
১৯৭১, ২০১৩,২০১৪- আমার স্বজনের শোকে এখনও আমি সামলাতে পারিনি । আমার সময় ভর্তি হাহাকার, কান্না , অপমান । যে শিশুগুলো গত দু-বছরে বাবাকে হারিয়েছে, মাকে হারিয়ে সৎ মায়ের কাছে বড় হওয়ার সম্ভবনায় পড়েছে তার কষ্টে আমার বাতাস ভারী । শত্রু শিশুকে নিয়ে কষ্ট পাওয়ার বিন্দু মাত্র জায়গা আর নেই ।
প্রমানিত সত্য যে পাকিস্তানী আর্মিই জঙ্গীদের মদদ দাতা বিভিন্ন সময়ে। সেই জঙ্গীরা আর্মিদের স্কুলে হামলা চালিয়েছে । নিজেদের ঘরে নিজেদের দর্শনে পরষ্পর আপনজন যুদ্ধ করেছে । আমি কে কষ্ট পাওয়ার।
৭১,১৩,১৪-তে যারা আমাদে হত্যা করেছে, করছে,করছে সেই পাকিস্তানীরাও এক সময় শিশু ছিল ।
ভেড়ার বাচ্চা ভেড়াাই হয় । ক্লোন করলেও ভেড়া হয় । আমার জ্ঞানও তাই জানে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.