![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আমার কোন মানবিক অনুভূতী কাজ করেনি, করেনা পাকিস্তানের আর্মি পরিচালিত একটি স্কুলে জঙ্গী হামলায় ১০০ এর বেশি শিশু নিহতের খবরে । এ নিয়ে অনেকে পোষ্ট দিচ্ছেন । হায় হা্য় করছেন । আফসোস করছেন । কষ্ট পাচ্ছেন ।
১৯৭১ এ পাকিস্তানীদের হাতে আমার ৩০ লক্ষ মানুষ খুন হয়েছে । তাদের ভিতর অগুনতি শিশু। ধর্ষিত হয়েছিল ৫ বছরের কন্যা, পুত্র শিশুও । ৫ মাসের শিশু পাকিস্তানীদের বুটের তলে পৃষ্ঠ হয়ে ফোপাতে ফোপাতে ব্যাথায় অস্থির হয়ে মারা গেছে । আহারে! আহারে! আহারে । ১৪ বছরের ধর্ষিত, নির্যতিত শিশুদের কেউ কেউ আজও গোপনে মুক্ত বাংলাদেশে হাহাককারের নিশ্বাস ফেলে । আহারে ।
গণজাগরণ শুরু হওয়ার পর থেকে কত শিশু আহত, নিহত হয়েছে? আহা শিশু মনির কি নিদারুণ শারিরীক যন্ত্রনায় পুড়ে মরলো! আহা যাত্রা বাড়ীর বাসের ভিতর হত দরিদ্র হেল্পার, ঘুমের ভিতর অঙ্গার । আহারে শরীয়ত পুর থেকে শীতের জামা কিনতে ঢাকায় এসে বাসের ভিতর পুড়ে মরা ছেলেটা যার বয়ষ তখনও বা এখনও ১৬ পার হয়নি । এরা পুড়ে মরেছে পাকিস্তানীদের বুদ্ধিতে, বাংলাদেশে পাকিস্তানী প্রেতাত্নাদের হাতেই ।
১৯৭১, ২০১৩,২০১৪- আমার স্বজনের শোকে এখনও আমি সামলাতে পারিনি । আমার সময় ভর্তি হাহাকার, কান্না , অপমান । যে শিশুগুলো গত দু-বছরে বাবাকে হারিয়েছে, মাকে হারিয়ে সৎ মায়ের কাছে বড় হওয়ার সম্ভবনায় পড়েছে তার কষ্টে আমার বাতাস ভারী । শত্রু শিশুকে নিয়ে কষ্ট পাওয়ার বিন্দু মাত্র জায়গা আর নেই ।
প্রমানিত সত্য যে পাকিস্তানী আর্মিই জঙ্গীদের মদদ দাতা বিভিন্ন সময়ে। সেই জঙ্গীরা আর্মিদের স্কুলে হামলা চালিয়েছে । নিজেদের ঘরে নিজেদের দর্শনে পরষ্পর আপনজন যুদ্ধ করেছে । আমি কে কষ্ট পাওয়ার।
৭১,১৩,১৪-তে যারা আমাদে হত্যা করেছে, করছে,করছে সেই পাকিস্তানীরাও এক সময় শিশু ছিল ।
ভেড়ার বাচ্চা ভেড়াাই হয় । ক্লোন করলেও ভেড়া হয় । আমার জ্ঞানও তাই জানে । । এ নিয়ে অনেকে পোষ্ট দিচ্ছেন । হায় হা্য় করছেন । আফসোস করছেন । কষ্ট পাচ্ছেন ।
১৯৭১ এ পাকিস্তানীদের হাতে আমার ৩০ লক্ষ মানুষ খুন হয়েছে । তাদের ভিতর অগুনতি শিশু। ধর্ষিত হয়েছিল ৫ বছরের কন্যা, পুত্র শিশুও । ৫ মাসের শিশু পাকিস্তানীদের বুটের তলে পৃষ্ঠ হয়ে ফোপাতে ফোপাতে ব্যাথায় অস্থির হয়ে মারা গেছে । আহারে! আহারে! আহারে । ১৪ বছরের ধর্ষিত, নির্যতিত শিশুদের কেউ কেউ আজও গোপনে মুক্ত বাংলাদেশে হাহাককারের নিশ্বাস ফেলে । আহারে ।
গণজাগরণ শুরু হওয়ার পর থেকে কত শিশু আহত, নিহত হয়েছে? আহা শিশু মনির কি নিদারুণ শারিরীক যন্ত্রনায় পুড়ে মরলো! আহা যাত্রা বাড়ীর বাসের ভিতর হত দরিদ্র হেল্পার, ঘুমের ভিতর অঙ্গার । আহারে শরীয়ত পুর থেকে শীতের জামা কিনতে ঢাকায় এসে বাসের ভিতর পুড়ে মরা ছেলেটা যার বয়ষ তখনও বা এখনও ১৬ পার হয়নি । এরা পুড়ে মরেছে পাকিস্তানীদের বুদ্ধিতে, বাংলাদেশে পাকিস্তানী প্রেতাত্নাদের হাতেই ।
১৯৭১, ২০১৩,২০১৪- আমার স্বজনের শোকে এখনও আমি সামলাতে পারিনি । আমার সময় ভর্তি হাহাকার, কান্না , অপমান । যে শিশুগুলো গত দু-বছরে বাবাকে হারিয়েছে, মাকে হারিয়ে সৎ মায়ের কাছে বড় হওয়ার সম্ভবনায় পড়েছে তার কষ্টে আমার বাতাস ভারী । শত্রু শিশুকে নিয়ে কষ্ট পাওয়ার বিন্দু মাত্র জায়গা আর নেই ।
প্রমানিত সত্য যে পাকিস্তানী আর্মিই জঙ্গীদের মদদ দাতা বিভিন্ন সময়ে। সেই জঙ্গীরা আর্মিদের স্কুলে হামলা চালিয়েছে । নিজেদের ঘরে নিজেদের দর্শনে পরষ্পর আপনজন যুদ্ধ করেছে । আমি কে কষ্ট পাওয়ার।
৭১,১৩,১৪-তে যারা আমাদে হত্যা করেছে, করছে,করছে সেই পাকিস্তানীরাও এক সময় শিশু ছিল ।
ভেড়ার বাচ্চা ভেড়াাই হয় । ক্লোন করলেও ভেড়া হয় । আমার জ্ঞানও তাই জানে ।
©somewhere in net ltd.