| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জহিরুলহকবাপি
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
নগরের দেওয়ালে দেওয়ালে পোষ্টার পড়েছে
সেই সব দেওয়াল যারা প্রাগতৈহাসিক নয়
অথচ পৃথিবীর আদিমতম অভিজ্ঞতায় অভিজ্ঞ
আমি নাকি পাখিদের হত্যা করেছি রং-এর মোহে!
সূর্যের তাপ কোন কোন কালে শরীরে হাটে
নদী মানে টুকরো টুকরো সুরেলা শব্দ
দিন অথবা রাত আলাদ করে প্যাচা
আমি এ ভাবেই বুঝেছি আমার অস্তিস্ব,
শুনে শুনে ছুয়ে ছুয়ে
জম্মান্ধের কাছে শকুন বা কবুতর একই।
তবুও দেওয়ালে দেওয়ালে পোষ্টার......
©somewhere in net ltd.