নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

জায়েদের বিষয়টা যতবারই মনে আসছে ততবারই কিছু প্রশ্ন মাথায় ঘুরছে

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১০

জায়েদের বিষয়টা যতবারই মনে আসছে ততবারই কিছু প্রশ্ন মাথায় ঘুরছে।
শেষ পর্যন্ত বাঙ্গারী কাদলোই। বাঙ্গালী কাদলো কেন? কাদলো তাদের টাকায় গাড়ীতে চড়া, গরম কালেও কোট পরা কিছু অশিক্ষত, কুশিক্ষিত, অর্বাচীনের জন্য । যারা জনগনের টাকায় বেতন, সম্মানাদি, অবৈধ টাকার উৎস মূখের সন্ধান পেয়েও জনগনের প্রতি বিন্দুমাত্র দায়, কৃতজ্ঞতা স্বীকার করে না । তারার এক এক জন মহা ক্ষতাশালী প্রভু । বেশীর ভাগ সময়ই যে সরকারই ক্ষমতায় থাকুক না তারা বুঝতে পারে তারা যাদের মোস্ট ওবিডেন্ট প্রজা/কর্মচারী ভাবছে তারা আসলে “সুবিধার” প্রজা। রোদ বুঝে ছাতা ধরে । এরাই সরকারকে বিব্রত করে । না এদের আছে নিজের প্রতি সম্মান, না আছে জনগনের প্রতি, না আছে নুন্যতম সম্মান নিয়োগ কর্তাদের প্রতি । নিয়োগ কর্তারাও কেন যেন এদের দেখেই দেখে না । অনেক যাদুকরী শক্তিতে এরা অজেয়।
* ফায়ার সার্ভিস যে গর্তে নামতে পারলো না সেই গর্তে কিভাবে অপ্রশিক্ষিত সাধারণ একজন নামতে পারলো?
* ফায়ার সার্ভিসের ঐ ইউনিটকে কি বহিস্কার করা হয়েছে?
* ওয়াসার ইন্জিনিয়ার ও ফায়ার সার্ভিসের নামে কেন হত্যা মামলা হবে না?
* কেন ওয়াসার প্রধানকে কোন নোটিশ/বহিস্কার/শাস্তির আওতায় আনা হবে না?
* কেন ফায়ার সার্ভির প্রধানকে দা্য়িত্ব থেকে অব্যহতি দেওয়া হবে না?

সাধু উত্তর জানা থাকিলে............................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.