![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
** ছাত্রদলের কমিটি নিয়া ছাত্র দলের পরিচিত নেতাদের মারামারি- সরকারী দলের এজেন্টদের কাজ । (বিএনপি)
প্রশ্ন: যারা আণ্দোলন করছিল তারাতো আর মির্জা ফখরুলের মতন বোরকা পরে আন্দোলন করে নাই। সরকারী দলের সেই এজেন্টদের শাস্তি না দিয়ে, বহিস্কার না করে বেগম জিয়া (অব জে. এস. সি কেন তাদের সাথে মিটিং করলো?!!
** হরতালের দিন বাসে মানুষ পুড়িয়ে মারা- সরকারী দলের এজেন্টদের কাজ । (বিএনপি)
প্রশ্ন: বিএনপি সেই সব সরকারী এজেন্টদের নাম ধাম ভিডিও , পরিচয় সহ ধরিয়ে দিচ্ছে না কেন?! বিএনপি হরতাল ডাকলেই যদি সরকারী দলের এজেন্টরা বোমা মারে তাদেরকে বিপাকে ফেলে দেওয়ার জন্য তাহলে সরকারের ফাদে পা দিয়ে বিএনপি হরতাল ডাকে কেন?
** আওয়ামী লীগ ক্ষমতায় এলে এ দেশে মসজিদে আযানের বদলে উলু ধ্বনি হবে। বাংলাদেশ হবে ইন্ডিয়ার অঙ্গরাজ্য । (বিএনপি)
প্রশ্ন: সেই ইন্ডিয়ার গুজরাটের কসাই নামে খ্যাত ( হাজার হাজার মুসলমান হত্যার উসকানীদাতা ) মোদীর জয়ের সরকারী ঘোষনা আসার আগেই ইসলামী গণ জাগরণের নেত্রী, গ্রান্ড মুফতী ( গ্রান্ড মুফতীরই ফতোয়া দেওয়ার েসার্ফিকেট আছে) বিএনপি নেত্রী কেন সেই হিন্দুবাদী নেতাকে সকল প্রটোকল ভেঙ্গে শুভেচ্ছা জানালো?
** বিএনপির ভিতরে দলীয় কোন্দল । সরকারী দলের এজেন্টদের কাজ । (বিএনপি)
প্রশ্ন : বিএনপি কেন ভাবে না এ সরকারী এজেন্টরাই আন্দোলনের পরামরশ দিয়ে হরতালের দিন বোরকা পড়ে, হোন্ডায় চড়ে ভেগে যায়?!! তাদের বিরোদ্ধে ব্যাবস্থা নেয় না কেন?
# # # #
সব কিছুই সরকারের দখলে এমন কি বিএনপি নেতাদের পেট খারাপ হলেও সেটা সরকারের দোষ । বিএনপি কেবল বাচ্চা পোলাপাইনের মত ঘ্যান ঘ্যানে দোষ দিয়ে যাচ্ছে । সব যদি সরকারী দলের এজেন্টরাই করে তাহলে প্রেস ব্রিফিং করে বিপ্লব করার কাজটাও সরকারী দলের এজেন্টদের হাতেই তুলে দেওয়া উচিত বিএনপি’র।
©somewhere in net ltd.