নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

সব যদি সরকারী দলের এজেন্টরাই করে তাহলে প্রেস ব্রিফিং করে বিপ্লব করার কাজটাও সরকারী দলের এজেন্টদের হাতেই তুলে দেওয়া উচিত বিএনপি’র।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

** ছাত্রদলের কমিটি নিয়া ছাত্র দলের পরিচিত নেতাদের মারামারি- সরকারী দলের এজেন্টদের কাজ । (বিএনপি)
প্রশ্ন: যারা আণ্দোলন করছিল তারাতো আর মির্জা ফখরুলের মতন বোরকা পরে আন্দোলন করে নাই। সরকারী দলের সেই এজেন্টদের শাস্তি না দিয়ে, বহিস্কার না করে বেগম জিয়া (অব:) জে. এস. সি কেন তাদের সাথে মিটিং করলো?!!
** হরতালের দিন বাসে মানুষ পুড়িয়ে মারা- সরকারী দলের এজেন্টদের কাজ । (বিএনপি)
প্রশ্ন: বিএনপি সেই সব সরকারী এজেন্টদের নাম ধাম ভিডিও , পরিচয় সহ ধরিয়ে দিচ্ছে না কেন?! বিএনপি হরতাল ডাকলেই যদি সরকারী দলের এজেন্টরা বোমা মারে তাদেরকে বিপাকে ফেলে দেওয়ার জন্য তাহলে সরকারের ফাদে পা দিয়ে বিএনপি হরতাল ডাকে কেন?
** আওয়ামী লীগ ক্ষমতায় এলে এ দেশে মসজিদে আযানের বদলে উলু ধ্বনি হবে। বাংলাদেশ হবে ইন্ডিয়ার অঙ্গরাজ্য । (বিএনপি)
প্রশ্ন: সেই ইন্ডিয়ার গুজরাটের কসাই নামে খ্যাত ( হাজার হাজার মুসলমান হত্যার উসকানীদাতা ) মোদীর জয়ের সরকারী ঘোষনা আসার আগেই ইসলামী গণ জাগরণের নেত্রী, গ্রান্ড মুফতী ( গ্রান্ড মুফতীরই ফতোয়া দেওয়ার েসার্ফিকেট আছে) বিএনপি নেত্রী কেন সেই হিন্দুবাদী নেতাকে সকল প্রটোকল ভেঙ্গে শুভেচ্ছা জানালো?
** বিএনপির ভিতরে দলীয় কোন্দল । সরকারী দলের এজেন্টদের কাজ । (বিএনপি)
প্রশ্ন : বিএনপি কেন ভাবে না এ সরকারী এজেন্টরাই আন্দোলনের পরামরশ দিয়ে হরতালের দিন বোরকা পড়ে, হোন্ডায় চড়ে ভেগে যায়?!! তাদের বিরোদ্ধে ব্যাবস্থা নেয় না কেন?
# # # #
সব কিছুই সরকারের দখলে এমন কি বিএনপি নেতাদের পেট খারাপ হলেও সেটা সরকারের দোষ । বিএনপি কেবল বাচ্চা পোলাপাইনের মত ঘ্যান ঘ্যানে দোষ দিয়ে যাচ্ছে । সব যদি সরকারী দলের এজেন্টরাই করে তাহলে প্রেস ব্রিফিং করে বিপ্লব করার কাজটাও সরকারী দলের এজেন্টদের হাতেই তুলে দেওয়া উচিত বিএনপি’র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.