![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
গত জম্মে আমি প্রভু ভক্ত কুকুর ছিলাম, কৃতজ্ঞ ও জ্ঞানী
জ্ঞানীরাই কৃতজ্ঞ হয় এবং বন্ধু হয়-
কোন এক বর্ষার সন্ধ্যায় আমি লোভাতুর দৃষ্টিতে
যেমন দৃষ্টি ফেলে লোভাতুর বাজ
তেমনি তাকিয়ে ছিলাম, শেষ কয়েক সেকেন্ড
প্রভূর স্নানরত কিশোরীর শরীরে।
গত জম্মে আমি উত্তাল জলাধারের দস্যু ছিলাম, সাহসী
সাহসীরাই সমুদ্র জয় করে, গাছের চারা ছড়ায়
কোন এক উত্তপ্ত আকাশ সন্ধ্যায় আমি লোভাতুর মগজে
যেমন মগজ চালায় অকৃতজ্ঞ সাপ
তেমনি কেটে নিয়েছি সর্দারের মাথা ,শেষ কয়েক সেকেন্ড
প্রভূর জমানো মানিকে, ক্ষমতায়।
সকালের সূর্য সকালে পড়ে থাকে অথবা বিকেল জাগে
ব্যাকরণের বিনয়ে এ জম্মে আমি বর্ণ অথবা গন্থ,
মানুষ কেপে যায় বিরহে, মানুষ পুড়ে যায় খাবারে
মানুষ বেচে দেয় চোখের দৃষ্টি বংশধরের গোঙানীতে
আমার কাছে তবুও ব্যাকরণ সত্য,
দামী টাইয়ের নটে, ইস্ত্রী করা শীত বস্ত্রে
আঙ্গুলের মগজে মগজে অক্ষরের ঝনঝনানি-
কখনও বা মধ্য রাতে বিকি কিনি হয়
রাজনৈতিক গোপন বিজ্ঞাপনে
পূর্ব জম্মের গ্রন্থে গ্রন্থে এ জম্মে প্রায়শ্চিত্ত
সূশীল
জনম থেকে জনম তবেই হয়ত একদা পূর্ণতা!
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২
নিলু বলেছেন: ফিরে আর আসা যায়না সেই জীবনে